ভুলে যাওয়া ভালো, কিন্তু ভুলে থাকা ভালো নয়–
ভুল যদি হয় বিক্ষিপ্ত দৃষ্টির সাজানো কোনো সরু খাঁজে—
ভুল যদি হয় সকাল বিকাল দুপুর সাঁজে–
ভুল যদি হয় নিজের সাজানো ছকে–
ভুল যদি হয় দূর্বলতার কোন এক অশুভ ক্ষনে–
তবে ভুলে থাকা কেনো?—ভুলে যাওয়াটাই অনেক ভালো….
(খেয়ালী মেয়ের পণ)
৪৪টি মন্তব্য
সাতকাহন
ভালো লাগলো, ভালো একটি পণ।
খেয়ালী মেয়ে
হুমমম ভালো একটি পণ–আর এই ভালো জিনিসগুলোকেই আঁকড়ে ধরতে চাই…
লীলাবতী
পরী আপু এমন লেখা কেনো হঠাৎ? ছোট কবিতা যদিও খুবই ভালো লেগেছে,তারপরেও কেন জানি একটু মন খারাপ হলো।
খেয়ালী মেয়ে
মন খারাপের কিছু নেই লীলাবতী আপু, কিছু কিছু সত্য/বাস্তব জিনিসগুলো যতই কষ্টের হোক না কেন সেগুলোকে হাসিমুখে গ্রহণ করতে হয় 🙂
লীলাবতী
পরীকে মন খারাপ অবস্থায় দেখতে চাইনা যে আপু।আমাদের সবার আদরের পরী মন খারাপ করে থাকবে কেনো?আমরা আমাদের প্রিয় পরীকে আনন্দে ডুবিয়ে রাখবো।
খেয়ালী মেয়ে
লীলাবতী আপু তোমার এই কমেন্টস এ আমার মনটা আরো অনেক বেশি বেশি গুণ ভাল হয়ে গেছে–তুমি তো জান না আমি এই আদর/ভালবাসার বিরাট কাঙাল–এই জিনিসগুলোর প্রতি আমার খুব লোভ, কাউকে ভাগ দিতে ইচ্ছে করে না———–আমার মনটা অনেক ভাল আছে,ডোন্ট ওরি 🙂
(3 এটা তোমার জন্য আপু..
ব্লগার সজীব
ভুলে থাকা আসলেই ভালো না। ভালো থাকুন খেয়ালী মেয়ে। (y)
খেয়ালী মেয়ে
ভুলে থাকা আসলেই ভাল না, তাইতো বলি ভুলে যাওয়াটাই অনেক ভাল…..
হৃদয়ের স্পন্দন
বারংবার ক্ষমা করেও না শোধরানোর সেই ব্যাক্তির জন্য আফসোস আর খেয়ালী মেয়ের সাথে সহপণ
খেয়ালী মেয়ে
;?
শুন্য শুন্যালয়
চমৎকার লিখেছেন। ভুলে থাকা হচ্ছে ইচ্ছেকৃত, ঠকানো, নিজেকে অন্যকে। ভুলে যাওয়াইতো তাহলে ভালো। খুব সুন্দর। এতো অল্পতেই এতো কিছু বলে ফেলা যায় !!!
খেয়ালী মেয়ে
ভুলে থাকা হচ্ছে ইচ্ছেকৃত, ঠকানো, নিজেকে অন্যকে–ঠিক এই কথাগুলোই বুঝাতে চেয়েছিলাম লাইনগুলোর মাধ্যমে..অনেক ধন্যবাদ.
ছাইরাছ হেলাল
এত অল্পে এত এত!
ভুলে থাকা বা ভুলে যাওয়া কোনটাই ভাল নয়।
ভুল করে হলেও ভুলে থেকে ভুলে যেতে চাই ই না।
দারুণ।
খেয়ালী মেয়ে
ভালোই বলেছেন ভুল করে হলেও ভুলে থেকে ভুলে যেতে চাই ই না (y)
আবির
ভুল, ভুলে, যাওয়া এসব শব্দ দেখলেই ভয় লাগে, না জানি কার উপর গজব শুরু হইলো , অভিধান থেকে যদি বাদ দেওন যায় শব্দগুলোরে তাহলি অনেক ভালো হতো। সবাই সবাইরে মনে রাখতাম কেউ ভুলে যাইতাম না। সুন্দর লেখছেন আপু।
খেয়ালী মেয়ে
অনেক কিছুই নিজের মত করে করতে পারলে অনেক কিছুই অনেক ভাল হতো,অনেক সুন্দর হতো–কিন্তু সবকিছু করার যে ক্ষমতা আমাদের নেই…
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ভূলে থাকা আর ভূলে যাওয়াটা বেশ কঠিন।এ তো স্পর্শ করা যায় না অনুভবের বিষয়। -{@
খেয়ালী মেয়ে
সত্যিই অনেক কঠিন কাজ-
বনলতা সেন
এর কোনটি ই ড্যামিশের জন্য প্রযোজ্য নয়।
আচ্ছা, কবে থেকে এমন ভাল লিখতে শুরু করেছেন দেখতে হবে।
চলবে।
খেয়ালী মেয়ে
হুমমমমম এর কোনটি ই ড্যামিশের জন্য প্রযোজ্য নয়–
ভাল লিখা তাও আবার আমি-এতো অসম্ভব,আমার দ্বারা কখনো কিচ্ছু হবে না..
বনলতা সেন
এত্ত দিন পর!
খেয়ালী মেয়ে
একটু ব্যস্ত ছিলাম–
কৃষ্ণমানব
বাহরে !
পণ দেখে তো ড্যামিশের অস্তিত্ত্বও বিলীন হয়ে যাবে.
..
ভুলে ভুলে খোপায় ঝড়াবে কদম ফুল :v
অলস সজীবতায় শীতের কোন এক সকাল খুজে পাওয়া যাবে ,, খেয়ালী মেয়ের হেয়ালী দৃষ্টিতে..
যেখানেই বড্ড অসহায় পথভোলা পথিকের নতুন সৃষ্টি !
চিঠির প্রতীক্ষায় থাকতে থাকতে বড্ড ক্লান্ত :p
খেয়ালী মেয়ে
আরে নাাআআআআ ড্যামিশতো আছে আমার ভাবনার পৃথিবীতে,যেখান থেকে তার অস্তিত্ব বিলীন হওয়ার কোন সম্ভাবনা নেই–
খেয়ালী মেয়ের হেয়ালী দৃষ্টিতে এখন আর কোন কিছু ধরা পড়ে না–কুয়াশার মতো সব ঘোলা হয়ে গেছে…
আর একটু ক্লান্ত হোন–দেখি ক্লান্তি আপনাকে কতো দূর নিয়ে যেতে পারে :p
নুসরাত মৌরিন
ভুলে যাওয়া হয়ত ভাল, কিন্তু বড়ই কঠিন।ভুলতে গেলেই বরং মনে পড়ে বেশি,মনে থাকেও বেশি!! 🙂
খেয়ালী মেয়ে
খুব বেশী মনে করেই ভুলতে হয়..মনে করা ছাড়া ভুলা যায় না-
জিসান শা ইকরাম
ভুল নিয়ে নতুন করে ভাবতে শুরু করতে হবে।
ভুলে যাওয়া বা ভুলে থাকা , কোনটাই ভালো না।
ছোট লেখা হলেও ভালো লিখেছেন।
খেয়ালী মেয়ে
ভুল নিয়ে ভাবতে গেলে ভুল আরো বেড়ে যাওয়ার সম্ভাবনাই বেশী জিসান ভাইয়া…….
স্বপ্ন নীলা
ছোট হলেও অনেক দামী, দারুন লিখেছেন
শুভকামনা
খেয়ালী মেয়ে
আপনার জন্যও শুভকামনা রইলো..
নওশিন মিশু
বাহ্….. দারুন বলেছেন তো 🙂
খেয়ালী মেয়ে
ধন্যবাদ.
স্বপ্ন
ইচ্ছে করলেও ভুলে যাওয়া সম্ভব নয় আপু।এতে কোষ্ট বেড়ে যায় আরো।
খেয়ালী মেয়ে
হুমমমম সেটা বুঝতে পারছি—তবে কষ্ট হলেও চেষ্টা চালিয়ে যেতে হবে..
মরুভূমির জলদস্যু
হঠাত করে আমার পুরনো একটা কথা মনে পরে গেলো, আমার কাছে একটা ক্যাসেট ছিলো যার সবগুলি গানই ছিলো “ভুল” নিয়ে।
খেয়ালী মেয়ে
ভুলগুলো যেমন খুব সুন্দর হয়, ভুলের গানগুলো নিশ্চয় শ্রুতিমধুর হবে 🙂
হৃদয়ের স্পন্দন
খেয়ালী মেয়ে জবাব পেলাম না, নাকি আপনি ও অধমের মত অপেরা ইউসার?
খেয়ালী মেয়ে
আমিও এক অধম তবে অপেরা ইউসার না :p
অরণ্য
“ভুলে যাওয়া ভালো, কিন্তু ভুলে থাকা ভালো নয়” – নিলাম কথাটি।
খেয়ালী মেয়ে
নিয়ে যান 🙂
ব্লগার সজীব
আমাকে ভুলে থাকা হয়েছে,জানি আমি 🙁 শুন্যাপুর লিংক ধরে এলাম আজ আবার 🙂
খেয়ালী মেয়ে
মিথ্যে অভিযোগ 🙁
কৃন্তনিকা
আগে পড়েছিলাম… কিন্তু মন্তব্য কেন করিনি- বুঝতে পারছি না… ;?
ভুলে যাওয়ার জন্য হয়ত… :p
ছোট্ট ও সুন্দর… -{@ -{@ -{@
খেয়ালী মেয়ে
বুঝছি, আপনি ভুলে ছিলেন–
ভুলে থাকা কিন্তু ভালো না 🙁