যেথা আজন্ম ভীরুতায়
দেখেছিলাম পৃথিবীর কাঁপন,
ভাঙ্গা চালের নিচে শুয়ে
দেখেছিলাম চাঁদের স্বপন।
ভীরুর কাঁপন গর্জে ওঠেছে
আজ ভাঙ্গা স্বপ্ন লয়ে,
ভাঙ্গা তরবারি সম্বল তবু
এগিয়েছি নির্ভয়ে।
শেষ প্রান্ত থেকে ছুঁয়ে এসেছি
ভীরুতার পরিনাম,
ভাঙ্গা তরবারি লয়ে যুদ্ধে নেমেছি
খুজে পেতে জীবনের দাম।
১০টি মন্তব্য
ব্লগার সজীব
মানিক পাগলার কবিতা (y) (y)
মানিক পাগলা
হ্যাঁ ভাই, এটাই মানিক পাগলার কবিতা। \|/
খসড়া
(y)
মানিক পাগলা
:T
\|/
স্বপ্ন নীলা
শেষ প্রান্ত থেকে ছুঁয়ে এসেছি
ভীরুতার পরিনাম,
ভাঙ্গা তরবারি লয়ে যুদ্ধে নেমেছি
খুজে পেতে জীবনের দাম।,,,,,,,,,,,,,,কবিতায় ভাললাগা
মানিক পাগলা
\|/
ছাইরাছ হেলাল
না তরবারি ভাঙ্গা তা তো লেখাতে মনে হচ্ছে না ।
জিসান শা ইকরাম
ভীরুর গর্জন চলুক —
ভালো লেগেছে -{@
রকিব লিখন
ভীরুর কাঁপন গর্জে ওঠেছে
আজ ভাঙ্গা স্বপ্ন লয়ে,
ভাঙ্গা তরবারি সম্বল তবু
এগিয়েছি নির্ভয়ে।–
—— ভয়কে জয় করে চলুক ভীরুর গর্জন সম্মুখ পথে উন্মুখ হয়ে।। (y) (y) (y)
মানিক পাগলা
সবাইকে ধন্য – বাদ \|/