আমার যেটুকু আলো
যেটুকু আমার ভালো
তাই নিস তুই।
আমার যেটুকু কষ্ট
যেটুকু আমি নষ্ট
নিসনে তুই তার কোন কিছুই।
ব্রত হোক তোর ভালো থাকাই
আমিও তাই চাই
থাকবি না কেন ভালো?
তুইও যদি যাস অন্ধকারে
লুকিয়ে পড়িস নিজের ঘরে
তাহলে ছড়াবে কে আলো?
তুই তো জানিসই আমি আছি
আর এভাবেই আমি বাঁচি
মিছেমিছি কেন এত সংশয়?
এভাবেই তো আছি এতটি বছর
নিজের কাছেই নিজে হয়ে পর
ভাবছিস কেন ফের পরাজয়?
ওঠ! চোখ মোছ এবার
সময় হয়েছে আমারও যাবার
ভাল থাকিস রে তুই।
ভাল থাক তোর বর্তমানে
ভবিষ্যতের এত খুঁজে না মানে
হোক না বিদেশ বিভুঁই।
৩৬টি মন্তব্য
শিশির কনা
যদি কাউকে নিয়ে এই লেখা লিখে থাকেন,সে অনেক ভাগ্যবান/ভাগ্যবতী।আপনার তুই আপনার মত একজন শুভাকাঙ্ক্ষী পেয়েছেন,সে ভালো না থেকে কি পারে?আপনাদের দুজনের জন্যই শুভেচ্ছা -{@ -{@
অরণ্য
ধন্যবাদ শিশির কনা। ভাল থাকাটা সে খুব আপেক্ষিক ব্যাপার। নিজেকে ভাগ্যবান/ভাগ্যবতী ভাবার ব্যাপারটাও সেই একই রকম – আপেক্ষিক। ভাল থাকবেন।
খেয়ালী মেয়ে
আপনি যেভাবে বেঁচে আছেন ওটাকে কি বাঁচার মতো বাঁচা বলে নাকি জীবনটা এখনো রয়ে গেছে তাই বেঁচে থাকা?..
অরণ্য
মাঝে মাঝে আমি জীবনের উপর দিয়ে হেঁটে চলি, আবার কখনও জীবনই আমাকে নিয়ে যায় টেনে।
ব্লগার সজীব
আপনার ‘ তুই ‘ অবশ্যই ভালো থাকবে।আপনার মত এমন চাওয়া কজনে চাইতে পারে?
অরণ্য
হ্যাঁ, ভাইয়া। সে ভাল থাকবে। আমার চাওয়াই তাই। থ্যাঙ্কস্।
প্রহেলিকা
প্রানের সহজ উচ্চারণ, কোমলভাবে সব বলে গেলেও কেন জানি, কোথায় যেন ব্যথা গুঞ্জরিত! “তুই’রা” ভালোই থাকে সবসময়।
অরণ্য
“তুই’রা” ভালোই থাকে সবসময়। বেশ বলেছেন। আর আগে যেটি বললেন ও কিছু নয়। 🙂
ছারপোকা
তুই রা ভালই থাকে ।
তবে আপনার জন্য সংশয় আছে ।
অরণ্য
ভাই ছারপোকা, তেলাপোকাদের নিয়ে এত চিন্তা করেন না। তেলাপোকারাও ভালই থাকে, ভয় শুধু মাকড়শার ঝুল। 🙂
শুন্য শুন্যালয়
আপনি বলছেন ভালো থাকিস রে তুই, আমি বলি বেঁচে থাকিস রে তুই।
তুই রা ভালোই থাকে, হুম। আপনার মতো বন্ধু আর শুভাকাঙ্ক্ষী যার আছে, সে নিশ্চয়ই ভালো থাকবে, তবে আপনিও ভালো থাকুন। সব দিয়ে দিতে নেই, নিজের জন্যে কিছু রাখুন। নিজের কাছে নিজে পর হতে নেই, সে-ই সম্বল। শুভকামনা আপনার এবং সকল তুই এর জন্য। গানওয়ালাদের কস্টের লেখা মানায় না 🙂
অরণ্য
বেশ বললেন তো শুন্যালয় – গানওয়ালাদের কষ্টের লেখা মানায় না। আপনার মন্তব্যটি পড়া শেষ করার সাথে সাথেই সুমনের বসে আঁকো গানটির দুটি লাইন গেয়ে উঠলাম যেন – “আমিও ভন্ড অনেকের মত গান দিয়ে ঢাকি জীবনের ক্ষত”। ( https://www.youtube.com/watch?v=xNc-hymYTUQ )
ধন্যবাদ আপনাকে। (y)
জিসান শা ইকরাম
এমন শুভকামনায় সে ভালো না থেকে পারবেনা।
নিজের সব আনন্দ সুখ তাকে দিয়ে,তার কষ্ট নিজে নিলে,সে কেন ভালো থাকবেনা।
‘ সময় হয়েছে আমারো যাবার ‘ মানে কি?
আপনাকে ছাড়া সে ভালো থাকবে নাকি ?
শুভ কামনা।
অরণ্য
জিসান ভাই, কিছু লিখছি না। শুধু হাসছি। 😀
শুভ কামনা আপনার জন্যও।
জিসান শা ইকরাম
হাসি মন এবং শরীরের জন্য উপকারী 🙂
ছাইরাছ হেলাল
এই লেখাটি ও প্রহেলিকার লেখাটি কোথায় যেন একই মিছিলে হাঁটছে।
ঠিক বুঝলাম কিনা কে জানে।
যে যেখানে যেতে চায় যাক, চুলোয় বা স্বর্গে,যাক ন।
অরণ্য
ছাইরাছ ভাই, আপনি আমার প্রথম লেখাটিতেই জানিয়ে দিয়েছিলেন ইমোর পরিবর্তে আপনি লেখাটাই পছন্দ করেন বেশি। আপনার মন্তব্য পড়ে খুব হাসলাম। দুটি লেখা মিছিল করে হাঁটছে, ব্যাপারটা কিন্তু বেশ মজার। আপনার শেষ লাইনটি পড়ার সাথে সাথেই একটা গান বেজে উঠলো ভিতর থেকে। ওর জায়গা হবে ‘আমার যদিরা (৩)’ এর সবার প্রথমে। ভাল থাকবেন।
নীলাঞ্জনা নীলা
প্রহেলিকার লেখায় আমি এমন কথাই বলেছি,সবাই দেখি তাড়িয়ে দিতে চায়,কিন্তু যাবেটা কোথায়?
অরণ্য
😀 নীলা আপু, হাসালেন বেশ।
নুসরাত মৌরিন
আপনার “তুই” ভাল থাকবেই,সেই সাথে ভাল থাকা আপনারও হোক। 🙂
অরণ্য
“তুই” এর ভাল থাকা নিয়ে কারো অমত দেখছি না। গুড। “তুই” ভালই থাকবে বুঝতে পারছি।
থ্যাঙ্কস্ মৌরিন।
নীলাঞ্জনা নীলা
‘ দুরত্ব যতই হোক,কাছে থাকা চাই ‘। ‘ ছোট হয়ে আসছে পৃথিবী ‘ 🙂 বিজ্ঞাপন হলেও এটি তো সত্যি।অতএব ‘ পালাবে কোথায়? ‘ -এটিও বিজ্ঞাপন। ভালো থাকুক দুজনেই। -{@
অরণ্য
জাস্ট এ স্মাইল ফর ইউ। 🙂 ভাল থাকবেন। (y)
বনলতা সেন
সে আপনি না চাইলেও ভালই থাকবে। কারও দোয়ায় এখন আর তেমন কিছু হয় না।
অরণ্য
আসলে এখন আর দোয়া টোয়া কেউ করেও না। বেশির ভাগ মানুষই পথ খুঁজে বেড়ায় মিউচুয়্যালি কিভাবে ভাল থাকা যায়। ভালথাকাটাও অনেক সময় আমরা দায়ের মধ্যে ফেলে দিচ্ছি, এই আর কি! ধন্যবাদ আপনাকে।
প্রজন্ম ৭১
ভালো থাকুক সে।এভাবে মন খারাপ করে লেখা লিখলে সে কি ভালো থাকবে?এত যখন প্রিয় আপনার যেতে দিচ্ছেন কেন? খুব ভালো লাগলো আবেগ পূর্ন লেখাটি।
অরণ্য
সময় আসলে বড্ড চিজ। একবার সে ধিকৃত হলে এই সময় আর মানুষকে সময় দেয় না।
আপনার মন্তব্যটি পেয়ে কেন জানি মনটা ভাল হয়ে গেল। থ্যাঙ্কস্।
প্রহেলিকা
যদিরা-৩ কোথায়? অপেক্ষা বেশি করতে পারি না ভাইয়া।
অরণ্য
😀 আঁতুড় ঘরে। সুস্থ আছে। ধাইমা একটু সময় নিচ্ছে, এই আর কি। 🙂
অরণ্য
এমন একটা গানকে শুরুতে রেখেছি, ভদ্রলোকের লিংকই খুঁজে পাচ্ছি না। ;? তাই লেখার ফ্লো একটু কমে গেছে। দিয়ে দেব। নো ওরি, ম্যান।
রাইসুল জজ্
বেশ ছান্দিক । ভালো লেগেছে ।
অরণ্য
ধন্যবাদ ভাইয়া। আমার লেখা কেউ নীরবে পড়ে কোন মন্তব্য না রেখে চলে যায় কিনা আমি জানি না। আপনি এসেছিলেন তা জানলাম। আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগছে। আপনার সাথে আজ প্রথম দেখা বলতে পারেন, যতদূর মনে করতে পারছি। শুভেচ্ছা আপনাকে। -{@
লীলাবতী
ভালো থাকুক,সুখে থাকুক সবাই 🙂 -{@ -{@
অরণ্য
জগতের সকল প্রাণী সুখী হোক। ধন্যবাদ লীলাবতী।
স্মৃতির নদীগুলো এলোমেলো...
Sundor likhsen, valolaga roilo
অরণ্য
ধন্যবাদ আপনাকে।
আমার অভ্র শেখার বয়স বেশি দিন নয়। আমি অভ্রটাকে বেশ এন্জয় করছি। চাইলে আপনিও করতে পারেন।
https://www.omicronlab.com/download/setup_avrokeyboard_5.5.0.exe