ভাল থাকিস রে তুই

অরণ্য ১৬ জানুয়ারি ২০১৫, শুক্রবার, ০৬:১৯:৫০অপরাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ৩৬ মন্তব্য

আমার যেটুকু আলো
যেটুকু আমার ভালো
তাই নিস তুই।
আমার যেটুকু কষ্ট
যেটুকু আমি নষ্ট
নিসনে তুই তার কোন কিছুই।
ব্রত হোক তোর ভালো থাকাই
আমিও তাই চাই
থাকবি না কেন ভালো?
তুইও যদি যাস অন্ধকারে
লুকিয়ে পড়িস নিজের ঘরে
তাহলে ছড়াবে কে আলো?
তুই তো জানিসই আমি আছি
আর এভাবেই আমি বাঁচি
মিছেমিছি কেন এত সংশয়?
এভাবেই তো আছি এতটি বছর
নিজের কাছেই নিজে হয়ে পর
ভাবছিস কেন ফের পরাজয়?
ওঠ! চোখ মোছ এবার
সময় হয়েছে আমারও যাবার
ভাল থাকিস রে তুই।
ভাল থাক তোর বর্তমানে
ভবিষ্যতের এত খুঁজে না মানে
হোক না বিদেশ বিভুঁই।

 

 

১৫৬৪জন ১৫৬৪জন
0 Shares

৩৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ