
হয়তো তোমার যোগ্য হতে পারিনি তাইতো শপথের বৈধতা- নির্বাচনী ইশতেহারের মতো ভেঙে দিলে;
তোমার হৃদয়ের আসন পেতে অলিখিত মনোনয়নপত্রে-
মনের সর্বস্ব গচ্ছিত রেখে ছিলাম;
সেখানে কম যোগ্যতাসম্পন্ন হয়েও শুধুমাত্র মিথ্যের কারসাজিতে-
রাতের আঁধারে মসনদ দখল করে নিলো লিখিত চুক্তিপত্রে।
একশত আটটি নীলপদ্মে- মাল্যদানে বাধিত করিনি;
সমুদ্র মন্থনে হলাহল পানে সর্বাঙ্গের নীল খামে বার্তা সংস্থার বাহক হতে বলিনি।
প্রেমকে বেসাতি করে- নির্বাচিত প্রার্থীনির পোস্টারে ছেয়ে দিলে তোমার মনের অলিগলি;
তোমার বুকের পাঁজরে প্রবেশাধিকারে সিলগালা করে দিলে- নিষেধাজ্ঞা আরোপে।
তোমার মনের সিংহাসন-জয়ী প্রার্থীনিকে নিয়ে-
ভালো থেকো অনির্বাণ।
ছবি-গুগল
রচনাকাল-২২শে জানুয়ারী ২০২১
২৭টি মন্তব্য
বোরহানুল ইসলাম লিটন
খুব ভালো লেগেছে কাব্যিকতা।
সত্য সৎ যেন সর্বত্রই অসহায় আজ মিথ্যা ছলনের কাছে।
তাইতো পবিত্র হৃদয়ের আসন কলঙ্কিত হয় অতিরঞ্জিত প্রচারণায়।
মুগ্ধতায় শুভেচ্ছা ও শুভ কামনা রেখে গেলাম প্রিয় কবি অন্তহীণ।
সুপর্ণা ফাল্গুনী
অভিনন্দন ও শুভকামনা রইলো প্রথমেই চমৎকার মন্তব্যের জন্য। নিয়মিত পাশে থেকে অনুপ্রেরণায় রাখার জন্য কৃতজ্ঞ কবি। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা
আলমগীর সরকার লিটন
বেশ প্রেমময় অণুভব কবি দিদি অনেক শুভেচ্ছা রইল
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
বন্যা লিপি
অথচ কারনটা জানিয়ে গেলোনা অনির্বাণ, ন কেন অনির্বাণে’র দল?
খুব ভালো লেগেছে কবিতা @ সুপর্ণা দি
সুপর্ণা ফাল্গুনী
আপনার মন্তব্য পেয়ে ও খুব ভালো লেগেছে আপু। অনুপ্রাণিত করার জন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা রইলো
মোঃ মজিবর রহমান
কষ্ট ছাড়া কাব্য হয়না দিদ। দুঃখ আর দুঃখ।
সুপর্ণা ফাল্গুনী
তাইতো দেখছি ভাইয়া। অফুরন্ত ধন্যবাদ ও কৃতজ্ঞতা।পাশে থাকুন অনুপ্রেরণায় রাখুন। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা রইলো
রোকসানা খন্দকার রুকু
কষ্টকর এক কাব্যগাথা॥ মুগ্ধতা রেখে গেলাম দিদিভাই॥
ভালো থাকবেন🥰🥰
সুপর্ণা ফাল্গুনী
💓💓💓🥰🥰 মুগ্ধতা পেয়ে আমিও যারপরনাই খুশি হলাম। আপনার মন্তব্য ভালোবাসা দিয়ে ঘেরা থাকে এজন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ভালো থাকুন সুস্থ থাকুন আপু। শুভ কামনা অবিরত
তৌহিদ
ইশতেহার দিয়ে ভালোবাসা হয়না। যারা মন ভাঙ্গে তারা প্রেমিক নয়, কাপুরুষ!
সুন্দর লিখেছেন দি ভাই।শুভকামনা রইলো।
সুপর্ণা ফাল্গুনী
খুব সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ, ধন্যবাদ ও ধন্যবাদ ভাইয়া। 💓💓 একরাশ শুভেচ্ছা ও শুভকামনা। ভালো থাকুন সুস্থ থাকুন অবিরত
আরজু মুক্তা
অনির্বাণ এইটা কী করলো? তবে, সততা সবখানেই থাকা উচিত। মূল্যবোধের অবক্ষয় সবখানে। সব চাপাবাজ। মন না বুঝে ভালোবাসা ঠিক নয়।
সুপর্ণা ফাল্গুনী
আহ্! এমন মন্তব্যের পর আর কিছু বলার থাকে না। 🥰🥰 । অবিরাম শুভেচ্ছা ও শুভকামনা। নিরাপদে থাকুন সুস্থ থাকুন
পপি তালুকদার
“ভালো থাক অনির্বাণ” লাইনের মাঝে চিরন্তন অভিমান লুকিয়ে আছে।স্বার্থপর মানুষ গুলো ছলনাময় আর প্রতারক হয়ে থাকে।ধন্যবাদ সুন্দর কবিতার জন্য।
সুপর্ণা ফাল্গুনী
পপি দিদি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুব ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে। আশা করি ভাল আছেন। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
ছাইরাছ হেলাল
অনির্বানের পোড়া কপাল বলতেই হচ্ছে!!
সুপর্ণা ফাল্গুনী
সে-ই ভালো জানে পোড়া না ভাজা 🤣🤣। আমি কিতা কইতাম?? নিরন্তর শুভকামনা রইলো ভাইয়া। ভালো থাকুন সুস্থ থাকুন
ছাইরাছ হেলাল
অবশ্য কুড়মুড়ে হলে মজাই মজা!!
সুপর্ণা ফাল্গুনী
হা হাহা হা । তা যা বলেছেন ভাইয়া। কুড়মুড়ে কপাল!!! ভালো থাকুন সুস্থ থাকুন। শুভ কামনা নিরন্তর
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
কাব্যিক প্রকাশ বাস্তবতার — তোমার মনের সিংহাসন-জয়ী প্রার্থীনিকে নিয়ে-
ভালো থেকো অনির্বাণ।
সুপর্ণা ফাল্গুনী
ভাইয়া অনেক অনেক দিন পর আপনাকে আমাদের মাঝে ফিরে পেয়ে খুব ভাল লাগছে। নিয়মিত লিখুন আর আমাদের সাথেই থাকুন। অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ভালো থাকুন সতত
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
ইন শা আল্লাহ্ থাকার চেষ্টা করছি। শুভ কামনা অবিরাম।
শামীনুল হক হীরা
অনন্য লিখনি।। কিছু বলার নেই। শুভকামনা রইল পাতায়।
সুপর্ণা ফাল্গুনী
অফুরন্ত ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা অবিরাম
জিসান শা ইকরাম
কিসের ভালো থাকার প্রত্যাশা?
এমন অনির্বাণ এর জন্য ‘ কাঠবিড়ালি তুমি মরো, কচু খাও” ই উপযুক্ত।
কবিতা ভালো লেগেছে।
শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
🤣🤣 । কাঠবিড়ালী তুমি মরো, কচু খাও 😜😜। দাদা ভাই অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অফুরন্ত। শুভ রাত্রি