ভালোবাসি স্বপ্নের ঠোঁটফুলানো অভিমান।।
ভালো লাগে রাগিয়ে দিতে,
রাগ ভাঙ্গানোর মিথ্যে ছুতোয়,
একে দিতে এলোমেলো চুলে আঙ্গুলের টান।।
ভালোবাসি তোমার ভুলে যাওয়া মন।।
বুক পকেটে লুকিয়ে রাখা তাজা গোলাপ,
বিকেল বেলা শুকনো করে শুকনো মুখে,
এগিয়ে দাও যখন।।
ভালোবাসি তোমার ভুলভাল সুরে গাওয়া গান।।
ভালোলাগে ছল করে
আমার গলায় শুনতে চাওয়া গান।।
ভালোবাসি ক্লান্ত হয়ে তোমার ঘুমিয়ে যাওয়া।।
মধ্যরাতে আধখোলা চোখ টেনে,
তবু ভালোবাসি ভালোবাসি বলে যাওয়া।।
২০টি মন্তব্য
জিসান শা ইকরাম
বাহ !
ছন্দের দারুন মিল
সুন্দর স্নিগ্ধ এবং কোমল
ভালোবাসা বেঁচে থাকুক সারাক্ষণ তাজা ফুলের মত -{@
মিথুন
শুভকামনার জন্য ধন্যবাদ ভাইয়া -{@
নীহারিকা
বাহ!
মিথুন
ধন্যবাদ আপু…:)
ছাইরাছ হেলাল
আপনার লেখা পড়লে মনে হয় ভালোবাসা নামক কিছু একটা নিশ্চয় ই আছে ।
মিথুন
আমার লেখা পড়ে আপনার এই উপলব্ধি? 🙂 ভালো লাগলো শুনে . ভালবাসা নিশ্চয়ই আছে. মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ
লীলাবতী
ওরে ভালোবাসা 😛 অনেক ভালো লাগলো এমন ভালোবাসায় মুগ্ধ হতে হয়।
আমি কিন্তু একজনকে বলে দিয়েছি হুহ 🙂 মিথুনের কথা নাই কেনো ?
মিথুন
ভালো করেছেন . অনেক ফাকিবাজ হয়েছে সে :p সোনেলাকে নিজের পরিবার এর মতো মনে হয়. এতো ভালো এই পরিবারের সবাই. ভালো থাকুন আপু.
শিশির কনা
কত ভালো ভালো লেখক এখন সোনেলায়। কবিতা পড়ে ভালোবাসাকে উপলব্ধি করলাম নিজের মাঝে। এ যেন আমারই লেখা কবিতা (3
মিথুন
খুব সুন্দর মন্তব্য আপু. অনেক ধন্যবাদ -{@
স্বপ্ন
হুম , মধ্যরাতে আধখোলা চোখ টেনে,
তবু ভালোবাসি ভালোবাসি বলে যাওয়া।।…………… ভালো লেগেছে খুব -{@
মিথুন
জ্বি অনেক ধন্যবাদ স্বপ্ন ভাইয়া :p
আমার স্বপ্ন ও মনের কথা
অসাধারণ ভালবাসা ।
মিথুন
ধন্যবাদ আপু -{@
খসড়া
তোফা তোফা।
মিথুন
শুকরিয়া… 🙂
আদিব আদ্নান
জ্বল-জ্বলে ভালোবাসায় চুড়ান্ত অবগাহন ।
মিথুন
ভালোবাসার ছোটখাটো প্রকাশ।। মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।।
রাইসুল জজ্
এ তো দেখি ভালোবাসার ছড়াছড়ি 🙂 🙂
মিথুন
হুম ভালোবাসার ছড়া মাথায় ঘুরায় ছড়ি. 🙂