প্রিয় সুপর্ণা’দি,
তোমার সাথে আমার ভালোলাগার সম্পর্ক নয়, ভালোবাসারও না,তবে কি প্রেমের? তাও না।
তাহলে কি বন্ধুত্বের, তাও না। একটা প্রশান্তির সম্পর্ক।
একটা গোলাপকে আমরা কেন ভালোবাসি?
গোলাপের ভিতরে কি কোন কামভাব আছে? তাহলে কেন ভালোবাসি?
বলছি শোন-
এক অজানা সহজাত টানের কারনেই গোলাপকে ভালোবাসি। গোলাপের ভিতরে বিধাতাই সেই টান দিয়ে সৃষ্টি করেছে।
ঠিক সেই টানটাই তোমার সাথে আমার।
এটাকে ভালোলাগা, ভালোবাসা, প্রেম কোনটাই বলতে পারবে না।
২০টি মন্তব্য
জিসান শা ইকরাম
সোনেলার উঠোনে স্বাগতম আপনাকে।
কিছু সম্পর্কের কোন নাম থাকেনা,
সহজাত, স্নিগ্ধ সম্পর্কে থাকেই,
আপনার চিঠিতে তেমনই এক সম্পর্ককে দেখতে পেলাম।
লিখুন নিয়মিত, অন্যের লেখাও পড়ুন।
শুভ কামনা।
অপু রায়হান
জি ধন্যবাদ😍
খুউব ভালো থাকবেন আপ্নিও শুভ কামনা রইলো!
সাবিনা ইয়াসমিন
কিছু সম্পর্ক হয়ে যায়, সম্বোধনহীন। অজানা আকর্ষন,প্রেম-কাম-বিরহ সব কিছুর উর্ধে। সহজাত আবেগটাই চুড়ান্ত রুপে প্রকাশিত হয়, যা বিশ্লেসন করে বলা যায়না।
সোনেলা ব্লগে আপনাকে স্বাগতম। লিখুন নিজের খেয়াল-খুশি মতন। মিশে যান আর সবার সাথে পরিবারের একজনের মতো করেই। শুভ কামনা 🌹🌹
অপু রায়হান
জি ধন্যবাদ😍
শামীম চৌধুরী
ভালোবাসা স্বর্গীয়।
অপু রায়হান
কাছে আসার গল্পগুলো পূর্নতা পাবে কি পাবে না,কেউই জানে না……কেউ জানে না সব ভালোবাসায় জয় হবে কি হবে না?
তবে ভালোবাসলে, ভালোবাসার জন্য লড়াইও করতে হয়।
সঞ্জয় মালাকার
স্বাগত আপনাকে, ভালো লাগলো।
অপু রায়হান
জি ধন্যবাদ
রেহানা বীথি
কিছু সম্পর্ক থাকে ব্যাখ্যাহীন।
ভালো লিখলেন
অপু রায়হান
এতো ভালোবেসেও তাদেরকে পাওয়া যায় না😥😥
মনির হোসেন মমি
সোনেলা পরিবারে স্বাগতম।একটা অন্য রকম ভালবাসার কথা জানলাম।শুভ কামনা
অপু রায়হান
ধন্যবাদ দাদা
তৌহিদ
সোনেলায় স্বাগতম অপু। তোমাকে সোনেলায় আমন্ত্রন জানিয়ে যে সঠিক কাজটিই করেছি এ লেখাটি তার প্রমান। আমি জানি তুমি অনেক ভালো একজন লেখক।
শুভকামনা আর একরাশ মুগ্ধতা 🌹
অপু রায়হান
এভাবে বলে লজ্জা দিয়েন না প্লিজ!
তৌহিদ
লজ্জার কিছু নেই। যার প্রাপ্য সম্মান তাকেতো দিতেই হবে ভাই।
অপু রায়হান
জি ধন্যবাদ দাদা!💟💟
আরজু মুক্তা
ছোট তোমাকে দেখে ভালো লাগলো।।
একটা গোলাপকে ভালো লাগে বলে,তার গাছে পানি দেই,সার দেই,যত্ন নেই।।আর ভালোবাসিনা বলে হয়তো ছিঁড়ে ফেলি।।
প্রেম আর ভালোবাসাটা এখান থেকেই বোঝা যায়।।
সুপর্ণা দিকে আমিও ভালোবেসে ফেলেছি।।
শুভকামনা!!
অপু রায়হান
আমিও আপনাকে খুব ভালোবেসে ফেলেছি!🙈🙈
রাফি আরাফাত
আপনার প্রথম লেখা পরতেছি। ভালো লাগলো ভাই। ধন্যবাদ
অপু রায়হান
আশা করছি পাশে থেকেন ভাইর মত! 💟