ভালোবাসি তোমাকে…

অপু রায়হান ৭ জুন ২০১৯, শুক্রবার, ১২:৪২:৫৬অপরাহ্ন একান্ত অনুভূতি ২০ মন্তব্য

প্রিয় সুপর্ণা’দি,
তোমার সাথে আমার ভালোলাগার সম্পর্ক নয়, ভালোবাসারও না,তবে কি প্রেমের? তাও না।
তাহলে কি বন্ধুত্বের, তাও না। একটা প্রশান্তির সম্পর্ক।
একটা গোলাপকে আমরা কেন ভালোবাসি?
গোলাপের ভিতরে কি কোন কামভাব আছে? তাহলে কেন ভালোবাসি?

বলছি শোন-
এক অজানা সহজাত টানের কারনেই গোলাপকে ভালোবাসি। গোলাপের ভিতরে বিধাতাই সেই টান দিয়ে সৃষ্টি করেছে।
ঠিক সেই টানটাই তোমার সাথে আমার।
এটাকে ভালোলাগা, ভালোবাসা, প্রেম কোনটাই বলতে পারবে না।

১জন ১জন
0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ