ভালোবাসা হারানোর ভয়ে প্রেমিক যুগল সদা তটস্থ থাকবে তবেই না প্রেম অমরত্ব পাবে। ভয় থেকেই তো ভালোবাসা জোড়ালো তাই না!
জান তুমি আমার এতো কেয়ার কেনো করো?
যদি কখনো আমাকে ছেড়ে চলে যাও, আমি বাঁচবো কি করে?
সমুদ্র ইদানিং প্রায় বলে কথা গুলো। কারণ তার প্রিয়তমাকে হারানোর ভয় পেয়ে বসেছে। ভয় পাওয়ার কারণ হিসেবে সে একটা থিম মস্তিষ্কে গেঁথে নিয়েছে। ব্যস্ততা
সমুদ্র ইদানিং অনেক বেশি ব্যস্ত সময় পার করছে আর মনে মনে ধারণা করে বসে আছে এই সুযোগে কেউ হয়তো ওর প্রিয়াকে কেড়ে নিয়ে যাবে। অথবা প্রিয়তমের সান্নিধ্য না পেয়ে প্রিয়তমা নিজেই দূরে সরে যাবে। সমুদ্রের ভয়ে ভয়ে দিন কাটছে আর আদৃতা এই ব্যাপারটা বেশ উপভোগ করছে। প্রেমিক/প্রেমিকা তার প্রিয়তম/প্রিয়তমাকে হারানোর ভয় থাকা উচিত। ভয় থাকবে তবেই না ভালোবাসা গাঢ় হবে।
আদৃতা ব্যাপারটা উপভোগ করছে কারণ সে বুঝে গেছে সমুদ্র পাগলের মতো ভালোবাসে ওকে। বাস্তবতার চেপে পড়ে দূরে থাকলেও প্রতিটি মুহূর্ত সে আদৃতাকেই অনুভব করে। প্রতিটা মুহূর্ত আদৃতাকেই মনে রাখে। আর এটা আদৃতা বেশ বুঝতে পারে। তাই তো আদৃতা আর অস্থির হয় না। আদৃতা জানে সমুদ্র কেবল ওরই। প্রচণ্ড আবেগী মেয়েটি এখন প্রচণ্ড ধৈর্য্যশীল বাস্তববাদী। সমুদ্র আদৃতাকে তার এই গভীর ভালোবাসার অনুভূতি বুঝাতে সক্ষম হয়েছে। কিন্তু আদৃতার মাথায় সারাক্ষণ দুষ্টু ভাবনা ভর করে আছে। সে বলবে না যে সে জানে সমুদ্র তাকে কতোটা ভালোবাসে। তাইলে যদি আর হারিয়ে ফেলার ভয় না পায়। তখন তো আর এই মজাটা পাবে না কেউ একজন ওকে হারানোর ভয়ে সবসময় ভীতু থাকে। আর নিজেও সমুদ্রের জন্য অস্থিরতা কমে দিয়েছে। এতে করে বেচারা সমুদ্র আরো বেশি ভয় পাচ্ছে । এই বুঝি ওর আদৃতা ওকে ছেড়ে অন্য কারো কাছে যাচ্ছে। কিন্তু আদৃতা যে সমুদ্র ছাড়া আর কারো প্রেয়সী হবে তা ভাবতেই পারে না। সমুদ্রই তার একমাত্র ভরসা, একমাত্র অবলম্বন। সমুদ্রকে ছাড়়া একটা মুহূর্ত ভালো থাকা তো দূর বাঁচবে কি না কে জানে?
সমুদ্র আদৃতাকে যতোটা ভালোবাসে আদৃতাও সমুদ্রকে ততোটাই ভালোবাসে। ওরা যেনো মেড ফর ইচ্ আদার!
ওরা দু’জনেই চায় আমৃত্যু শুধু নয় মৃত্যুর পরও একসাথে থাকতে।
৩৮টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
অসম্ভব ভালোবাসার একটি গল্প। ধন্যবাদ আপু , ভালোলাগা জানিয়ে গেলাম
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দিদি
ইসিয়াক
খুবই সুন্দর গল্প। ভালো লাগলো্ ।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ছাইরাছ হেলাল
এক জন ডরপুককে পেলে-পুষে রাখার নাম-ই হলো ভালোবাসা!
এ জন্যই ভীতুদের বেশ কদর এ সময়ে।
সুরাইয়া পারভীন
ডরপুক কি গো ভাইয়া
আন্ত
ছাইরাছ হেলাল
ভীষণ ভিতু।
সুপায়ন বড়ুয়া
একেই বলে প্রেম
নামেই শিরোনাম !
লাগলো ভালো শুভ কামনা।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
কামাল উদ্দিন
ভালোবাসায় ভয় থাকাটা কি উচিৎ? আমার মনে হয় রিলাক্স থাকতে পারলে ভালোবাসায় পূর্ণতা আসে। আর একজনের ভয়টা অন্য জন না তাড়িয়ে তা উপভোগ করাটাও ঠিক হচ্ছিল? তবে হ্যাঁ ভালোবাসার কোন সঠিক সংগা যেহেতু নাই এটাও হয়তো জটিল কঠিন ভালোবাসা 😀
সুরাইয়া পারভীন
হা হা হা হা হা হা
সব তো আপনিই বললেন আমি আর কি বলবো😛😛
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন ভাইয়া
কামাল উদ্দিন
আপনিও ভালো থাকুন, সব সময় আপু।
নৃ মাসুদ রানা
ভালো লাগলো।
সুরাইয়া পারভীন
ধন্যবাদ অশেষ
আসিফ ইকবাল
Richard Marx-এর একটা গান আছে, তাতে এইরকম একটা line আছে, “Love is not really love without fear.” 100% সত্য। খুব সুন্দর লিখেছেন।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন
আসিফ ইকবাল
আপনাকেও ধন্যবাদ সুরাইয়া 🙂
তৌহিদ
ভালোবেসে যাকে হারানোর ভয়ে উপেক্ষিত হতে হয় সে ভালোবাসা না থাকাই শ্রেয়।
আবার অন্যদিকে যখন কেউ বুঝে ফেলে কেউ তাকে পাগলের মত ভালোবাসে তখন সে মানুষটিকেও উপেক্ষিত হতে দেখেছি।
সুরাইয়া পারভীন
ভাইয়া সমুদ্রকে উপেক্ষা করবে এমন শক্তি আদৃতার নেই
আবার আদৃতাকে উপেক্ষা করবে এটা কল্পনাও করতে পারে না সমুদ্র।
কিন্তু দুষ্টু মিষ্টি আদৃতা সমুদ্রকে একটু আধটু জব্দ তো করতেই পারে।এটা উপেক্ষা করা নয়
শবনম মোস্তারী
ভালোবাসা বুঝে ফেললেই যে উপেক্ষিত হতে হয় এই ধারণাটা আমার কাছে মনে হয় ভুল।
পাগলের মতো ভালোবাসার মূল্য যে বোঝেনি , আসলে সে অত ভালোবাসা পাওয়ার যোগ্য ই ছিলনা…
সুরাইয়া পারভীন
পাগলের মতো ভালোবাসার মূল্য যে বোঝেনি , আসলে সে অত ভালোবাসা পাওয়ার যোগ্য ই ছিলনা…দারুণ বলেছেন ভাবী।
আন্তরিক ধন্যবাদ জানবেন 💓💓
তৌহিদ
বাহ! ভালো বললেন তো! এভাবে অবশ্য ভাবিনি।
জিসান শা ইকরাম
একে অন্যকে হারাবার ভয় আসলেই থাকা উচিৎ। সমুদ্র আদৃতার প্রেম চলুক জন্ম জন্মান্তর ধরে।
গল্প ভাল হয়েছে।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সবসময়
সাবিনা ইয়াসমিন
ভয় দিয়ে যদি ভালবাসা জয় করা যায়, তাহলে ভয় পাওয়াই ভালো। হারানোর ভয়ে সারাক্ষণ আশে-পাশে ঘুরবে লাটিমের মতো, আহা, ভাবতেই ভালো লাগছে।
এমন গল্প আরও আসুক,
শুভ কামনা 🌹🌹
সুরাইয়া পারভীন
হা হা হা হা হা
একদম তাই। ভয় থেকে যদি দারুণ কিছু হয়
তবে তো ভয় ভালোই
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানবেন আপু 💓💓
সাবিনা ইয়াসমিন
ছবিটা ভালো লাগলো না। ফেসবুকিও ছবি ব্লগে না দেয়াই ভালো।
আরেকটু ছোট, এবং লেখার সাথে মানান সই ছবি দিলে পোস্ট টা আরও সুন্দর দেখাতো।
সুরাইয়া পারভীন
চেঞ্জ করে দিয়েছি আপু
এবার থেকে ভেবে চিন্তে ছবি দেবো
সঞ্জয় মালাকার
অদ্ভুত এক ভালোবাসার গল্প, ভালো লাগলো খুব।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
শবনম মোস্তারী
মিষ্টি ভালোবাসার গল্প।
ভালো লাগলো।
হারানোর ভয় ভালোবাসাকে আরো গাঢ় করে, কিন্তু অতিরিক্ত ভয় থেকে কিছু মানুষ আবার এতটা পজেসিভ হয়ে যায় যা অনেক সময় সম্পর্কের অবনতি ঘটায়।আবার অতিরিক্ত হারানোর ভয় থাকলে , কোনো কারণে মানুষটা যদি হারিয়ে যায়, তবে সেই ব্যাথা সামলানো কঠিন হয়ে পড়ে..
সুরাইয়া পারভীন
সত্যিই তো এটা ভেবে দেখিনি।
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাবী💓💓
মাহবুবুল আলম
দুজনের ভালোবাসা পরিণতি পাক।
সুরাইয়া পারভীন
আমীন
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সবসময়
ফয়জুল মহী
সুন্দর কথা, চমৎকার উপস্থাপন।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
অনন্য অর্ণব
ভালোবাসলে তাকে কুক্ষিগত করে রাখাটা এক ধরনের স্বার্থপরতা। মানুষ স্রষ্টার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। কাজেই মানুষ যদি তার বিবেকের সর্বোচ্চ সদ্ব্যবহার করতে পারে তবে ভালোবাসা আগলে রাখার ও প্রয়োজন পড়েনা তেমনি ভালোবাসা হারানোর ভয় ও থাকে না। খুব ভালো লিখেছ।
সুরাইয়া পারভীন
বাহ্ দারুণ বলেছেন
আন্তরিক ধন্যবাদ জানবেন পস