ভাললাগলে হয় না ভালবাসা
যদি না হৃদয়ান্তরে উদগিরন ঘটা
ভাললাগা হৃদয় গহীনে বাজায় ঘন্টা
সেই তালে মনে দেয় ঝাক্কা
হৃদয়ে দোলে ভালবাসার ডঙ্কা।
জানার ভিতর জানা
মনের গহীনে আনা
অন্তরে পাওয়া উপলধ্বি করা
জিবনে তাঁর চাহিদা সৃষ্টি করা
এই বুঝি ভালবাসা।
বুঝাবুঝি হৃদয়ে ঝড়
জীবন চলা পথে ঝড়
ভেঙ্গে মচমচে চল
তবুও হৃদয় বল।
ভালবাসা হয়না শেষ
অন্তরে রেখ তাঁর রেশ
হৃদয়ে পুষ ভালবাসা শ্বাস।
আমাতে তোমাতে মিলেমিশে একাকার
হয় যদি মধুর নিত্য জয়জয়কার
এই বুঝি ফল ভালবাসার।
তোমার আমার জিবনের লীলা হবে
তাই তো আমরা এসেছি ভবে।
২৪টি মন্তব্য
শুন্য শুন্যালয়
ভালোবাসা কী জিনিস? এতো কঠিন কবিতা পড়ে আরো ভুইলা গেছি সব। 🙁
মোঃ মজিবর রহমান
ভুললে চলবে মানুষকে ভালবাসুন আপু। তাহলে মানুষ পাশে থাকবে। আর এটা আমার একান্ত অনুভুতি কবিতা না।
ইকরাম মাহমুদ
দুঃখিত, ভুল করে আপনার লেখায় মন্তব্য করে ফেলেছি।
ইঞ্জা
ইকরাম ভাই কি আজকাল লেখা ছেড়ে দিলেন নাকি, প্লিজ লিখুন, আমরা সমৃদ্ধ হই।
ইকরাম মাহমুদ
ভাইজান, জীবনের চরম ও পরম সঙ্গীতটা রচনার চেষ্টা করছি। শুন্যতায় নিজেকে খুঁজে পাই না, পূূর্ণ হয়ে ফিরে আসব। দোয়া করবেন ভাইজান
ইঞ্জা
অপেক্ষায় রইলাম ভাই, শুভকামনা।
মোঃ মজিবর রহমান
ভাল থাকুন ইঞ্জা ভাই। তবে ভুলে মন্তব্য করলেন মানে বুঝলাম না। কোন অন্যয় বাঁ ভুল করেছি??? করলে ক্ষমা করবেন। -{@
মোঃ মজিবর রহমান
দুঃখিত ইঞ্জা ভাই না ইকরাম ভাই হবে।
ইকরাম মাহমুদ
সেদিন কয়েকটা ভুল হয়েছে। আনিসের পোস্টে মন্তব্য করলাম। দেখি সেন্ড হয়েছে শিমুল ভাই এর ফেরা কবিতায়। দুঃখ প্রকাশ করে ফেরাতে মন্তব্য করলাম সেটা সেন্ড হলো আপনার লেখায়। নিজের ভুলভাল কর্মে নিজেই হাসলাম অনেকক্ষণ। মন্তব্য ডিলিট করা যায় কিনা জানিনা। ডিলিট করার কোনো অফশন খুঁজে পাইনি।
ছাইরাছ হেলাল
এত্ত ভালোবাসা কৈ যে রাখি!!
মোঃ মজিবর রহমান
হেলাল ভাই নাতিপুতি যখন আছে বিয়ে হবে তাঁদের বউ-জামাইয়ের জন্য বুক পকেটে পুষে রাখুন। কাজে দেবে হ্যাঁ হ্যাঁ …………।
ইঞ্জা
খুব ভালো লাগলো লেখাটা, বানানের উপর আরো যত্নবান হবে আশা করি, লিখে যান, পাশে আছি।
মোঃ মজিবর রহমান
কিছু কিছু বানান মনের অজান্তে হয় আর কিছু হয় অজানা হিসেবে তবে ধরিয়ে দিলে খুশি হতাম এবং এডিট করতাম।
ভাল লাগার জন্য অশেষ ধন্যবাদ।
ইঞ্জা
খুব খুশি হলাম ভাই, বানান ভুল আমারও হয়, আমি চেষ্টা করি শুধরানোর জন্য।
ভালো থাকবেন ভাই।
ইকরাম মাহমুদ
একটা মন্তব্য ভুল করে আপনার দ্বারে চলে এসেছিল। তবে এবারের টা ভুল করে নয়। অনেকদিন পর ব্লগে এসেছি। কয়েকটা লেখা পড়েছি। আপনার কবিতাও পড়লাম। ভালো লাগা রইল।
মোঃ মজিবর রহমান
অশেষ ধন্যবাদ লেখা পড়ার জন্য ইকরাম ভাই।
সৈয়দ আলী উল আমিন
খুব ভালো লাগলো লেখাটি ।
মোঃ মজিবর রহমান
আপনাকে ধন্যবাদ যে আমার লেখা পড়েছেন আমি আবেগে আপ্লূত।
শুভেচ্ছা নিরন্তর।
জিসান শা ইকরাম
আপনিও কবি হয়ে গেলেন মজিবর ভাই?!
এত কবির মাঝে আমি একাই অ-কবি 🙂
মোঃ মজিবর রহমান
না ভাইয়া কবি হলেতো কবিতার বিভাগে লিখতাম। মনের মাঝে মাঝে মাঝে যে আকুতি-মিনতি হয় তা আপনার মাঝে শেয়ার করি। তাতে আপনাদের কি উপকার বাঁ কোন খোরাক হলে তাতেই আমার তৃপ্তি।
আপনাকে ধন্যবাদ।
সঞ্জয় কুমার
আমি কবিতা লিখতে পারি না । অল্প অল্প বুঝি । কবিরা অল্প কথায়, সাবলীল উপস্থাপনায় সহজেই মনে কথা প্রকাশ করতে পারে ।
মোঃ মজিবর রহমান
আমিও কবিতা বুঝিনা দাদা। তবে একান্ত কিছু অনুভুতি প্রকাশ করি। আপনাকে -{@
মিষ্টি জিন
এত এত ভালবাসা?
সযতনে রাখুন মজিবর ভাই। :p
কবিতা ভাল লেগেছে।
মোঃ মজিবর রহমান
ধন্যবাদ আপু পড়ার জন্য।