ভয়ের কুয়াশা

ছাইরাছ হেলাল ১৬ ফেব্রুয়ারি ২০২০, রবিবার, ০৯:০৬:২৯অপরাহ্ন একান্ত অনুভূতি ২০ মন্তব্য

 

তীব্র-কুয়াশা-ভোরে, অভেদ্য দৃষ্টিতে
এক-ঝাঁক আরক্ত-পলাশ-গুচ্ছ,
ক্ষণিকের বিস্মৃতিতে হারিয়েছে সহসা;

হয়ত অমূর্ত-আবর্তে কোথাও কোন চিত্রকল্পে
অনায়াস-পদ্ম মেলেছে মনোজ্ঞ আঙ্গিকে!!
প্রবেশাধিকার সংরক্ষিত যখন।
আত্মহারা রোমাঞ্চ!সে হয়ত ক্ষণিকের
পুষ্পিত-অবয়বে।

এ-কুয়াশার কিনার ঘেঁষে উকি-দিয়ে
যদি কিছু একটা
দেখা-অনুমান করা যায়,উদগ্রীব-অতীন্দ্রিয়তায়,
সুখকর নয়,সে চিন-চিনে ব্যথা।

চকিতে ফুঁ হয়ে উড়ে যাওয়া
ফুঁ দিয়ে উড়িয়ে দেওয়া
কুয়াশা হেসে বলে,
পলাশ-অরণ্যে আমরা তো
মাত্র-ই পৌঁছেছি।

ছবি………নেট থেকে।

৫৬৬জন ৪২৯জন
0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ