তীব্র-কুয়াশা-ভোরে, অভেদ্য দৃষ্টিতে
এক-ঝাঁক আরক্ত-পলাশ-গুচ্ছ,
ক্ষণিকের বিস্মৃতিতে হারিয়েছে সহসা;
হয়ত অমূর্ত-আবর্তে কোথাও কোন চিত্রকল্পে
অনায়াস-পদ্ম মেলেছে মনোজ্ঞ আঙ্গিকে!!
প্রবেশাধিকার সংরক্ষিত যখন।
আত্মহারা রোমাঞ্চ!সে হয়ত ক্ষণিকের
পুষ্পিত-অবয়বে।
এ-কুয়াশার কিনার ঘেঁষে উকি-দিয়ে
যদি কিছু একটা
দেখা-অনুমান করা যায়,উদগ্রীব-অতীন্দ্রিয়তায়,
সুখকর নয়,সে চিন-চিনে ব্যথা।
চকিতে ফুঁ হয়ে উড়ে যাওয়া
ফুঁ দিয়ে উড়িয়ে দেওয়া
কুয়াশা হেসে বলে,
পলাশ-অরণ্যে আমরা তো
মাত্র-ই পৌঁছেছি।
ছবি………নেট থেকে।
২০টি মন্তব্য
হালিম নজরুল
“এ-কুয়াশার কিনার ঘেঁষে উকি-দিয়ে
যদি কিছু একটা
দেখা-অনুমান করা যায়,উদগ্রীব-অতীন্দ্রিয়তায়,
সুখকর নয়,সে চিন-চিনে ব্যথা”
———-প্রাণ ছোঁয়া
ছাইরাছ হেলাল
নিয়মিত পড়ার জন্য অবশ্যই ধন্যবাদ।
সুপর্ণা ফাল্গুনী
কুয়াশা নিয়ে এমন ভাবনাকে ধন্যবাদ ভাইয়া। শুভ কামনা রইলো
ছাইরাছ হেলাল
কুয়াশাকে আমার খুব মায়াবী হেয়ালি মনে হয়, আমার প্রিয়।
কুয়াশার উপর সিরিজ ফটোগ্রাফি করেছি একবার।
এবারেও কুয়াশার ছবি নিয়েছি, প্রাণে পেলে লিখে ফেলব কয়েক লাইন, হয়ত।
ভাবনাটি স্থির হলেই।
আপনিও ভাল থাকবেন।
সুপায়ন বড়ুয়া
কুয়াশার নিয়ে দৃষ্টিনন্দন লেখা ভালই লাগলো।
শুভ কামনা।
ছাইরাছ হেলাল
আপনি মনোযোগী পাঠক,
অনেক ধন্যবাদ, আপনাকে।
কামাল উদ্দিন
দুদিন তো বেশ কুয়াশা ছিল, তখন যাওয়া হয়নি পলাশদের বনে। তাই দেখতে পারিনি তাদের কুয়াশা ভেজা রূপ।
আজকে কিন্তু আপনার কাকবাসী রূপটা অন্য দিন থেকে ভিন্ন মাত্রার বড় ভাই।
ছাইরাছ হেলাল
বলে কী বলে কী!!
ভাল করে তাকিয়ে দেখুন, পলাশ বনে কীসব হয়।
ভাল থাকুন।
কামাল উদ্দিন
আপনিও ভালো থাকুন সব সময় বড় ভাই।
ছাইরাছ হেলাল
ধন্যবাদ।
ফয়জুল মহী
মুগ্ধ । এক রাশ ভালো লাগা ।
ছাইরাছ হেলাল
শুভ কামনা আপনার জন্য -ও।
জিসান শা ইকরাম
আশা জাগানিয়া !
ছাইরাছ হেলাল
অবশ্যই।
নিতাই বাবু
শুভ বসন্তে ফাল্গুনী শুভেচ্ছা রইল!
ছাইরাছ হেলাল
আপনাকে-ও শুভেচ্ছা অনেক অনেক।
দালান জাহান
আত্মহারা রোমাঞ্চ! সে হয়ত ক্ষণিকের
পুষ্পিত-অবয়বে। সঠিক ও সুন্দর।
ছাইরাছ হেলাল
ভাক থাকবেন সারাক্ষণ।
সাবিনা ইয়াসমিন
প্রবেশাধিকার সংরক্ষিত যখন
আত্মহারা রোমাঞ্চ!…
কুয়াশার আড়ালে পলাশ অরণ্য দূর থেকে দেখাই ভালো। বেশি কাছে গিয়ে, ঝুঁকি নিয়ে উঁকি দিয়ে দেখা-দেখি ঠিক না। 🙂
হাহাহা, কি লিখেছেন মহারাজ?
ছাইরাছ হেলাল
আপনাকে তো বিশেষজ্ঞ মানি।
নাহ! আমি কিচ্ছু লিখি-নাই/লিখিনি বিশ্বাস করুন।