ব্লগার হতে আসছি

মাহবিন কামালী ২৯ সেপ্টেম্বর ২০১৩, রবিবার, ০২:৩১:৫৪পূর্বাহ্ন বিবিধ ১৪ মন্তব্য

ব্লগার হয়ার জন্য রেজিষ্টেশন করলাম! তবে ব্লগিং ব্যাপারে কোন  পৃর্ব অভিজ্ঞতা নাই। ফেইসবুকে আমরা ব্লগার গ্রুফে লিংক পেয়ে রেজিষ্টেশন করছি। সামহোয়ারইন ব্লগে রেজিষ্টেশন করতে চেয়েছি কিন্তু বারবার ব্যর্থ হয়েছি! এক ভাইয়ার কাছে সাহায্য চাইছিলাম। উনি সাহায্য করেন নাই। আমরা ব্লগার সাহায্য চাইছিলাম গ্রুফ মেম্বাররা আমারে নিয়া ঠাট্রা তামাশা করছেন। পরে একি গ্রুফে এই ব্লগে লিংক পেয়ে রেজিষ্টেশন করলাম।

৬১৩জন ৬১৩জন

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

ফেইসবুকে সোনেলা ব্লগ