ব্লগার হয়ার জন্য রেজিষ্টেশন করলাম! তবে ব্লগিং ব্যাপারে কোন পৃর্ব অভিজ্ঞতা নাই। ফেইসবুকে আমরা ব্লগার গ্রুফে লিংক পেয়ে রেজিষ্টেশন করছি। সামহোয়ারইন ব্লগে রেজিষ্টেশন করতে চেয়েছি কিন্তু বারবার ব্যর্থ হয়েছি! এক ভাইয়ার কাছে সাহায্য চাইছিলাম। উনি সাহায্য করেন নাই। আমরা ব্লগার সাহায্য চাইছিলাম গ্রুফ মেম্বাররা আমারে নিয়া ঠাট্রা তামাশা করছেন। পরে একি গ্রুফে এই ব্লগে লিংক পেয়ে রেজিষ্টেশন করলাম।
১৪টি মন্তব্য
আদিব আদ্নান
এখানে আমরাও ব্লগার হতে পেরেছি কীনা জানি না তবে এখানে কেউ কাউকে নিয়ে
অন্তত ঠাট্টা তামাশা করে না এ আমি নিশ্চিত বলতে পারি ।
থাকুন দেখুন , কিছু লেখা পড়ুন ও মন্তব্য করুন ।
নীলকন্ঠ জয়
সোনেলায় স্বাগতম। -{@
এই ব্লগে অন্তত কেউ ঠাট্টা করবেনা এই নিশ্চয়তাটুকু দিতে পারি। আমিও এখানে নতুন কিন্তু সেটা টেরই পাই না।
একজন আদর্শ ব্লগার হওয়া আর একজন সেলিব্রেটি ব্লগার হওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে। আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে আপনি কোনটা হতে চান। একটা আপনাকে বেঁছে নিয়ে এগুতে হবে।
একজন আদর্শ ব্লগার হওয়ার জন্য আপনার নিচের গুণগুলো খুবই জরুরীঃ
১/ শুদ্ধ বানান সহ লিখতে হবে।
২/ লেখনীর ভাষা হতে হবে সহজ এবং বোধগম্য।
৩/ যে বিষয় নিয়ে লিখবেন সেই বিষয় বস্তু সম্পর্কে সঠিক তথ্য এবং জ্ঞান থাকতে হবে।
৪/ যুক্তিখন্ডনে যথেষ্ট পারদর্শী হতে হবে।
৫/ সকলের সাথে আন্তরিক হতে হবে। সকলের লেখা পড়ার মানসিকতা থাকতে হবে।
ইত্যাদি আরো কিছু। এই বিষয়ে একটা পোষ্ট দিব ভাবছি। আর একটা কথা, এই সকল দক্ষতা একদিনে অর্জন করা সম্ভব নয়। তাই লিখতে থাকুন। একদিন নিশ্চয়ই নিজেকে ব্লগার ভাবতে শিখবেন। কে কি বলল তাতে কান না দেওয়ায় উত্তম।
জিসান শা ইকরাম
সুন্দর মন্তব্য -{@ -{@ (y)
বনলতা সেন
স্পষ্ট ধারনার জন্য আপনাকে সাধুবাদ ।
জিসান শা ইকরাম
সোনেলায় স্বাগতম -{@
ব্লগারের কোন পৃর্ব অভিজ্ঞতার দরকার নেই
লিখতে থাকুন যা ভালো লাগে
ভাবুন – ব্লগ একটি রাফখাতা , একটি ডায়েরী – যাতে শুধু আপনি লিখবেন।
আপনার ব্লগটি শুধু আপনার একটি রাফ খাতা এবং ডায়েরী।
নিজে খুজে এসেছেন এখানে – আনন্দিত আমরা সবাই ।
শুভকামনা ।
খসড়া
কিচ্ছু লাগবে না শুধু পড়ুন মন্তব্য করুন লিখুন মন্তব্যের জবাব দিন ব্যাস। ভাল থাকুন।
বনলতা সেন
এত্ত এত্ত চিন্তার কিছু নাই , অন্যদের লেখা পড়ুন মন্তব্য করুন আর যা খুশি লিখুন ,
কোন চিন্তা নেই , পাশে থাকব ।
তওসীফ সাদাত
স্বাগতম। এটা কোন ব্যাপারই না। ব্লগ পড়তে থাকুন নিয়মিত। এবং সাম্প্রতিক বিষয় সম্পর্কে জ্ঞান রাখুন। এবং বানান এর শুদ্ধতার দিকে খেয়াল রাখুন। যদিও প্রথম প্রথম বানান এর সুদ্ধতা রাখা কষ্টকর, এর জন্য নিয়মিত ব্লগ পড়ার আহ্বান করছি। আমি ভাল উপকার পেয়েছি নিয়মিত ব্লগ পড়ে। আপনিও বানান এর সুদ্ধতা জ্ঞান বাড়াতে পারবেন এই কাজ করলে। -{@
এই মেঘ এই রোদ্দুর
শুভ কামনা এবং স্বাগতম
সাথেই আছি
প্রিন্স মাহমুদ
shuvo kamona roilo madam:)
ছাইরাছ হেলাল
স্বাগত আপনি এখানে ।
নিশ্চিন্তে শুরু করে দিন , আমরা সবাই আপনারই পাশে ।
মাহবিন কামালী
Apnader Sobaiki Dhonnobad!
But banglay likhte parchina keno?
মাহবিন কামালী
Post likhte gele Abar banglay likhte pari, kintu Comment pari na keno?
জিসান শা ইকরাম
এমনতো হবার কথা নয় । সমস্যা বিস্তারিত বললে বুঝতে পারতাম । আপনি এখানে লিখে জানান । বা মেসেজ দিতে পারেন – উপরের বাম দিকে নিয়ন্ত্রন কক্ষে ক্লিক করুন , এরপর মেসেজ ।