আজ আমার জন্মদিন অথচ আমার মন খারাপ। এইটার কোন মানে হয়? কোন মানে হয় না! অনেক দিন পর আজ আমার মন খারাপ হল, অনেক দিন পর আজকে আমি বুঝলাম অনেকদিন আমার মন খারাপ হয়নি।
দুনিয়ার সব উল্টা পাল্টা সব জিনিস আমার সাথে হয় একটা উ দ হা র ণ দেঈ দুনিয়ার সব মেয়েদের পার্লার থেকে সেজে আসলে খুব সুন্দর লাগে, আর আমারে লাগে পেত্নির মত!
মাঝেমাঝে খুব রাগ লাগে, মাঝেমাঝে খুব খুশি লাগে!
সবচেয়ে বড় জিনিস আজকে আমি হারিয়ে যাব, আজকে আমি ঘরে ফিরব না। চকলেট দিয়ে গরম কফি খাব আর অর্ণবের গান শুনবো! কোন রকম বড় পাগলামিও করে ফেলতে পারি
৫টি মন্তব্য
নীলকন্ঠ জয়
মন খারাপ করা কথা বলে নেই (মাইনাসে মাইনাসে যদি প্লাস হয় আর কি)-
সৃষ্টিকর্তা আপন হাতে একটা রূপদান করেন নারীদেরকে । অথচ নারীরাই আবার সেই রূপে প্রলেপ মারে। ন্যাচারাল সৌন্দর্য্যকে থোড়াই কেয়ার করলে তো পেত্নীর মত লাগবেই।
জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। -{@ কেক পাওনা রইল। আর কফি :T খাওয়ার আগে সোনেলাতেও কয়েক কাপ আপলোড দিয়ে দিয়েন তাতে গলা ক্লিয়ার হবে সবার। চিৎকার করে বলতে পারবে,”হ্যাপী বার্থডে টু ইউ!”
লীলাবতী
জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা । হারিয়ে যান আজকে , শুধু নিজকে নিয়ন্ত্রন রাখুন -{@ -{@ -{@
বনলতা সেন
জন্মদিনে শুভেচ্ছা জানাচ্ছি ।
অল্প-সল্প মন খারাপ মন্দ নয় , মন্দ নয় কফি উইথ চকলেট ।
মন-খারাপ পালিয়ে যাক , মন-ভাল সুখে থাক ।
জিসান শা ইকরাম
শুভ হোক জন্মদিন -{@
সুখ আর আনন্দে ভেসে থাকুন সারাক্ষন ।
পার্লারে গেলে পেত্নীর মতো লাগে ? হা হা হা হা হা
পেত্নীর জন্য শুভ কামনা ।
খসড়া
আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব হারিয়ে যাব আমি ——-