
অস্থির, চটপটে এক তারা সোনেলার উঠোনে বাসা বেঁধেছিলো ২০ জুলাই। তার উডু উডু আবেগী মন, কোনকিছুতেই এক নাগারে লেগে থাকা যার স্বভাবের মধ্যে পড়ে না। মেধাবী মানুষরা অতি আবেগী হলে সমস্যা এটা তাকে বললেই মন খারাপ করে। রাগ করলে পনেরদিন কথা বলে না, আবার তাকেই ট্যাগ করে স্ট্যাটাস দেয়। লোভ- লালসার উর্দ্ধে তার কাছে ভালোবাসাই বড়। ভালোবাসার মানুষগুলোতে ছড়িয়ে ছিটিয়ে থাকবার আশায় সে মালয়েশিয়া পড়তে না গিয়ে ঢাকা ভার্সিটি পড়েছে।
তার ধারনা আমি তাকে ভালোবাসিনা, কেয়ার করিনা, খোঁজ নেই না। সবসময় ব্যস্ততার অজুহাত দেই। তার ম্যারেজ ডে, জন্মদিন মনে রাখিনা। তার গিফট করা জিনিস পরে স্ট্যাটাস দেই না। ছবি তুলতে চাইলে না করি। তার রান্না করা খাবার গপাগপ খাইনা। আসলে আমি ঝাল খেতে পারি না।
আর মানুষটাও আমি সুবিধার না। মাঝে মাঝে আমার উপর এতো বেশী রেগে থাকে যে পারলে খুন করে ফেলবে কিন্তু সামনে গেলেই ভুলে যায়। আবার জডিয়ে ধরে রাস্তায়, মাঠে, ঘাটে, হোটেলে যেখানে সেখানে। তার জামাই বড় বড় চোখে তাকিয়ে থাকে, আশেপাশের মানুষ জনও।
ছবি তোলা, রান্না করা, গান-কবিতা আবৃত্তি তার শখ। নিজের পোশাকের ডিজাইনও নিজেই করে। নীল তার পছন্দের রং, সাথে ম্যাচিং চাইই চাই। আমাকে ফ্যাসানিস্ট বানাতে অদ্যবদি যতগুলো চুড়ি, টিপ, মালা, কানের দুল গিফট করেছে একটাও যেহেতু পরা হয়নি তাই ভাবছি সেগুলো দিয়ে কোনএকদিন দোকান দিয়ে দেব!
ভাবছেন, ২০ জুলাই আবার কে? হ্যাঁ, সাবিনা ইয়াসমিনের দিনে আরো এক তারার জন্ম হয়েছিলো সোনেলার উঠোনে। সে আমার অতি আদরের, স্নেহের বোন রেজওয়ানা কবির!
তবে এবার মনে হচ্ছে কিছুটা হলেও তার অভিযোগ সত্যি কারন ২০ জুলাই সে একবছর পূর্ন করে ফেলেছে আমি খেয়ালই করিনি। অনেক রেগে যাবে বুঝতে পারছি। কি যে হবে? তবুও ক্ষমা চেয়ে শুভেচ্ছা ও শুভকামনা জানাই তার বর্ষপূর্তিতে।
রেজওয়ানা কবিরের ব্লগীয় তথ্যঃ
নিবন্ধন করেছেনঃ ১ বছর ৩ দিন আগে
পোস্ট লিখেছেনঃ ৩৯টি
মন্তব্য করেছেনঃ ১১০০টি
মন্তব্য পেয়েছেনঃ ৯০৭টি
তাকে বলেছি তোমার ব্লগার্স প্রোফাইল লিখি। মহাগরম, কারন আমি নাকি তার দোষ ছাড়া কিছু খুঁজে পাইনা। বোন হিসেবে তার কাছে প্রত্যাশা করা কি দোষের? এটা বুঝবে তবে আর একটু বয়স বাড়লে।
আমি তাকে সোনেলায় লিখতে বললে তার সহজাত মুদ্রা দোষীয় উত্তর- কি এক্টা অবস্থা; সময় কই? তারপর জিসান দাদার ধরায় দিলাম নাহ কাজ হয় না। তখন বাইরে গেলেই সাবিনা ম্যামের গল্প শুনাতাম, তার ছবি দেখা, কবিতা শুনানোর পর ফাইনালী আমার মনে হলো এই মানুষটার জন্যই সে লেখা শুরু করলো।
এরপর তার অনেক ভালো ভালো লেখা আমরা পেলাম। সম্পর্ক কি, কেমন, আর কেমন করে তার শুরু বা শেষ। প্রিয় মানুষ বা তার মনের যত্ন কিভাবে নিতে হয়। প্রিয় মানুষগুলোর আরও প্রিয় কিভাবে হওয়া যায় তার কাছ থেকেই শিখেছি। এত ভালো লেখার হাত হবার পরও মাঝে মাঝেই তাকে অলসতা ভর করে বসে। তখন তাকে টেনে তোলা কঠিন। আজ কাল করেই সময় পার করে দেয়/ দিচ্ছে।
লেখা তার কাছে ব্যাপার না কিন্তু “ পাগলা ঘোড়ার পাগলা মন, ছুটে চলে যেথায়- সেথায়, যখন-তখন!’ এই ঘোড়া কন্ট্রোল করা একটু কঠিন। আমি আজ তাকে বলতে চাই তোমার পছন্দের মানুষটাকে হারিয়ে বা জিতিযে দিতে নেমে পডো। তুমিও একদিন সাবিনা ইয়াসমিন হয়ে উঠবে।
আমার অনেক বোকা বোকা কাজে সে আমাকে বলে,তুমি এতো বোকা কেন? হ্যাঁ, আমি অনেক বোকা। কচ্ছপ বোকাই ছিলো খরগোশের চেয়ে, তবুও সে জিতে গেছে, শুধু একাগ্রচিত্ততা ও বোকামীর জন্যই। হাতি যখন শূন্যের দডিতে ওঠে সে জানেনা কতবড় বোকামী করছে, তবুও একসময় সে দড়ি বেয়ে জিতে যায়!
‘ The fool did not know it was possible, so he/she did it,,,,,
সফলতার সিঁডি ডিঙ্গোনোর জন্য হিসেব নিকেশ ছাড়াই মাঝে মাঝেই বোকা হতে হয়। তাহলেই সফলতা এমনি এমনি দুয়ারে আসে। অনেক অনেক দোয়া,সাফল্য ও শুভকামনা রইলো !
ছবি- নেটের
৩৫টি মন্তব্য
রিতু জাহান
অনেক অনেক শুভকামনা রইলো দুজনের জন্যই।
এ পৃথিবীতে সবাই সবার যায়গা থেকে কমবেশি বোকা বা বুদ্ধিমতি।
জীবন যখন যেখানে যেমন চলায় আর কি।
দুজনের এমন মধুর খুনসুটি চলুক।
রোকসানা খন্দকার রুকু
ধন্যবাদ আপু। ভালো থাকবেন।
রেজওয়ানা কবির
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য , শুভকামনা।
ছাইরাছ হেলাল
সব ঠিক-ঠাক আছে, তবে ঐ ঐ যে জড়িয়ে জড়িয়ে জড়াজড়ি ইট্টু সাবধানে!!
আপনারা এত্ত কাছাকাছি এ লেখা না পড়লে জানা হতো না।
চলুক তাঁর এগিয়ে চলা, আপনাকেও অভিনন্দন এই প্রোফাইল উন্মোচনের জন্য।
রোকসানা খন্দকার রুকু
হা হা হা হা । কে শোনে কার কথা। অবশ্যই চাই সে এগিয়ে যাক দৃঢ পদক্ষেপে। ধন্যবাদ ভাইয়া।
রেজওয়ানা কবির
হুম ভাইয়া আমি আমার কাজিন, ক্লোজ ফ্রেন্ডদের এভাবেই জড়াজড়ি ধরি 🤪ভয়ের কারন নেই। অনেক অনেক শুভকামনা ভাইয়া,ভালো থাকবেন, দোয়া রইল।
আরজু মুক্তা
পথ চলা এরকম টক ঝাল মিষ্টিতে পূর্ণ থাকুক। আমরা সুন্দর সুন্দর লেখা পড়ে মন ভরাই।
দুজনকেই একশত নীল গোলাপের শুভেচ্ছা।
সবসময় হাসিখুশি থাকেন। এ প্রত্যাশা রাখলাম।
রোকসানা খন্দকার রুকু
সুন্দর সুন্দর লেখা সে দিক এটাই চাওয়া। ধন্যবাদ আপনাকে।
রেজওয়ানা কবির
অনেক অনেক ধন্যবাদ কিউট আপুনি এত সুন্দর করে বলার জন্য।মন ভরাতে পেরে নিজেকে অনেক ধন্য মনে হল।।। আপনিও একজন, উচ্ছল আর ভালো মনের মানুষ। ভালোবাসা অবিরাম রইল আপু।
সুরাইয়া পারভীন
সোনেলায় বর্ষপূর্তি উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা রইলো রেজোওয়ানা আপুর জন্য। দুজনের টক ঝাল মিষ্টি সম্পর্ক অটুট থাকুক আমরণ। দুজনেই ভালো থাকুন সবসময়
অনেক অনেক শুভকামনা রইলো আপনাদের জন্য
রোকসানা খন্দকার রুকু
অনেক ধন্যবাদ আপুনি। ভালো থাকবেন।
রেজওয়ানা কবির
অনেক অনেক ধন্যবাদ আপু।আপনার জন্য ও দোয়া আর ভালোবাসা রইল।
মনির হোসেন মমি
সোনেলায় বর্ষপূর্তিতে শুভে্ছা শুভ কামনা।পোস্ট এবং মন্তব্য পওয়ার তুলনায় মন্তব্য প্রদান অনেক বেশী।এমন ব্লগার সোনেলর রত্ন। অবশ্যই ভুল হবে না হাফ সৃঞ্চুরীর পোস্ট অভিবাদন জানাতে।
রোকসানা খন্দকার রুকু
রত্ন তো বোঝে না। ধন্যবাদ ভাইয়া।
রেজওয়ানা কবির
ধন্যবাদ ভাইয়া,এত সুন্দর শব্দে বিশেষায়িত করার জন্য আসলেই যোগ্য কিনা জানি না আমি খুবই ক্ষুদ্র একজন ছানা🤪🤪চেষ্টা করি এই! ভালো থাকবেন।
সুপর্ণা ফাল্গুনী
বাহ্ ২০শে জুলাই দেখি একটা ব্লগার দিবস। একেকজন খাঁটি সোনা পেয়েছে সোনেলা এই দিনে। আশা করি সোনেলা কর্তৃপক্ষ এই দিনটিকে নিয়ে বিশেষ কিছু ভাববে। তার লেখা খুব মিস করি কারণ সে যে পাগলাটে স্বভাবের তা তার লেখায় ও বেশ ফুটে ওঠে। বর্ষপূর্তির অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা রইলো মিষ্টি আপুটার জন্য। এখন কেউ কি মিষ্টি মুখ করাবে জন্মদিনের এই শুভক্ষণে? আপনাদের দুজনের জন্যই অজস্র ভালোবাসা ও কৃতজ্ঞতা। আপনারা দুজনেই সোনেলাকে অনেক অনেক মজার , সুন্দর সুন্দর লেখা উপহার দিয়েছেন। ভালো থাকুন সুস্থ থাকুন দুজনেই
রোকসানা খন্দকার রুকু
ঘোষনা দেওয়া হোক এই দাবী। ধন্যবাদ দি ভাই।
রেজওয়ানা কবির
ধন্যবাদ আর অজস্র ভালোবাসা দি ভাই। ঠিকানা দিয়েন মিষ্টি পাঠিয়ে দিবো🤪🤪🤪আপনার মন্তব্যে বরাবরের মত লেখায় উৎসাহ পাই। শুভকামনা দিভাই।।।।
হালিমা আক্তার
অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা দুজনের জন্য।
রোকসানা খন্দকার রুকু
ধন্যবাদ আপু।
রেজওয়ানা কবির
ধন্যবাদ আপু,ভালো থাকবেন।
জিসান শা ইকরাম
একজন ব্লগারকে জানলাম, আপনার কাছে তিনি কেমন মানুষ।
সমস্ত লেখায়ই তার প্রতি আপনার শ্নেহ ভালোবাসা প্রকাশ পেয়েছে। আপনার লেখা পড়ে কল্পনায় একটি অবয়ব এনেছি। সদা উচ্ছল, আনন্দময়ী একজন তিনি।
ছবি তোলা, রান্না করা, গান-কবিতা আবৃত্তি, পোশাকের ডিজাইনারও তিনি? এর তো কোন প্রমান পেলামনা ব্লগে। ইউটিউব এ দিয়ে ব্লগে লিংক দিলে তো আমরা দেখতে পেতাম।
তিনি অত্যন্ত দক্ষ একজন লেখক। যে কোনো বিষয়ে লিখতে পারেন, কোন পুর্ব প্রস্তুতি ছাড়াই, এটি আমার ধারনা।
তার সুস্থ এবং সুন্দর জীবন কামনা করি।
রেজওয়ানা কবির
সত্যি ভাইয়া আমার নিজেরও সবার লেখা পড়ে আলাদা আলাদা মানুষের অবয়ব মনের মাঝে আঁকা রয়েছে। ধন্যবাদ আপনি আমাকে প্রথম সোনেলার একাউন্ট করে দিয়েছিলেন তাইতো আমার সোনেলায় একটা পরিচিতির সুযোগ হয়েছে। ইউটিউব দিয়ে ব্লগে ধীরে ধীরে দিয়ে দিব ইনশাআল্লাহ যদিও অত ভালোভাবে ওসব পারিনা তবুও চেষ্টা করে নিজেকে এভাবে ভালো রাখি,
ভালোবেসে সব করি আর কি! লিখতে ভালোবাসি।আমার লেখা সম্পর্কে আপনার এত উঁচু ধারনা পেয়ে আবেগে আপ্লুত হলাম। ভালো থাকবেন,শুভকামনা সবসময়💚।
জিসান শা ইকরাম
রুকু, আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট এর জন্য।
শুভ কামনা।
রোকসানা খন্দকার রুকু
ধন্যবাদ দাদা। শুভ কামনা সবসময়।
রেজওয়ানা কবির
অবাক না হইয়া পারিলাম না আপু 🤩🤩আমার এত গুন,যা তুমি বের করে ফেলেছো,তাইলে তোমার প্রতি অভিমান করা ভুল কি বলো???যে এতগুন খুঁজে বের করে দিতে পারে সে ভালো না বেসে পারে😘😘। যাইহোক অনেক ঢং করলাম, এবার আসল কথায় আসি, সত্যি আমি বুঝিনি যে তোমায় বারন করা সত্বেও আমার প্রোফাইল এত সুন্দর করে লিখেছো, যে আমি সত্যি আমার মাঝে এতকিছু আছেতো একটু সন্দিহান ছিলাম কিন্তু তোমার লেখায় আমার আমির ৭০ পারসেন্ট তুলে ধরেছো বাকিটুকু থাক না, সবতো আর জানা হয় না, কিছু না বলাই থাক। এভাবে সোনেলায় আমার এক বছর পূর্ন হল,এত তাড়াতাড়ি টেরও পেলাম না। আর আমি নিজেই অবচেতন মনে সোনেলায় অসম্ভব ভালোবেসে ফেলেছি। সোনেলা মনে হয় আমার নিজের উঠোন যেখানে আপন মনে মনের হিজি বিজি সব লেখা যায়। সোনেলাকে এভাবে আঁকড়ে ধরে থাকতে চাই যতদিম বেঁচে আছি। যখন থাকব না তখন সোনেলা মনে রাখবে, সাথে আরও মনে রাখবে আমার সকল শ্রদ্ধেয় ব্লগারগন যারা আমার লেখায় অসাধারণ সব মন্তব্য করে আমার লেখার স্পৃহা বাড়িয়ে দেয়, এছাড়া আরও মনে রাখবে আমার চেনা অচেনা সব পাঠক।।। আমি একটু উরনচন্ডী মানুষ তাই প্রতিদিন হয়ত লিখি না,কিন্তু সব লেখা অন্তরে রেখে দেই, আর তা ধীরে ধীরে প্রসারিত হতে দিতে চাই। সোনেলার সবার অনুপ্রেরণা আমার বাকিটা পথের লেখার স্পৃহা, এভাবেই সবাই পাশে থাকবেন, আমিও এভাবেই থাকতে চাই সোনেলার পাশে। ধন্যবাদ রুকু আপু এত সুন্দরভাবে আমাকে উন্মোচন করার জন্য ,,,,। অনেক ভালোবাসি তোমাকে যতই মুখে বলি না কেন আমিও জানি তুমিও আমাকে ভালোবাসো❤️❤️❤️। সুতরাং ১৫ দিনের ডিভোর্স এবার নিলাম না তোমার সাথে🤪🤪ভালো থেক,এভাবে সাথে থেক,আমিও আছি ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা। যারা এই লেখায় এত সুন্দর করে কমেন্ট করেছেন তাদের সবাইকে আমার মন থেকে শ্রদ্ধা আর ভালোবাসাভ।আপনাদের এত সুন্দর সুন্দর মন্তব্যই আমার লেখার উৎসাহ আর আমার বড় পাওয়া, সবার জন্য শুভকামনা। খুব শীঘ্রই আসব নতুন লেখা নিয়ে এই কামনা। আল্লাহ হাফেজ।
রোকসানা খন্দকার রুকু
যাক তাহলে আপনার আসার সময় হলো। এ কাজ আমি করলে তো খবরই ছিলো। চল্লিশ বার কোন কথা বললে কিন্তু কবুল হয় তাই আর না বলাই ভালো। তারাতারী লেখা চাই,,,,
রেজওয়ানা কবির
হা হা হা 🥰৪০ বারতো বলবই না।হুম লিখব।।।।
তৌহিদুল ইসলাম
রেজওয়ানা আপু সম্পর্কে অনেক কিছু জানলাম আপনার লেখায়। আপনারা দুজনাই নিজেদের জায়গায় অনন্য। লেখা চমৎকার হয়েছে আপু।
শুভকামনা জানবেন।
রেজওয়ানা কবির
ধন্যবাদ ভাইয়া, ভালো থাকবেন, শুভকামনা।
তৌহিদুল ইসলাম
আপনিও ভালো থাকবেন আপু।
রোকসানা খন্দকার রুকু
ধন্যবাদ ভাই। ভালো থাকবেন।
সাবিনা ইয়াসমিন
রেজওয়ানার এক বছর হয়ে গেছে! কখন কীভাবে হলো কিছুই তো টের পেলাম না! ভাগ্যিস আপনি ব্লগার্স প্রফাইল লিখতে শুরু করেছেন, নয়তো শুভেচ্ছা দিতে কতদিন লাগতো কে জানে! এইজন্য একটা বিশাল ধন্যবাদ দিলাম 🙂
রেজওয়ানা আমার ভীষণ পছন্দের একজন লেখিকা। তাকে নিয়ে আমার সম্পুর্ন অনুভূতি লিখতে বসলে কমেন্টের ঘর বিরাট আকারে পৌঁছে যাবে।
তাই ছোটো করে বলছি—- রেজওয়ানাকে আমার কাছে একটা দুরন্ত প্রজাপতি মনে হয়। যখন হাসে তখন নানা রঙে উড়ছে তো উড়ছেই,, কোন ক্লান্তি নেই এই মিষ্টি মেয়েটার মাঝে। আবার যখন লিখতে বসে তখন মনে হয় একটা পরিপূর্ণ শব্দের ভান্ডার। মনের সব এলোমেলো দুর্বোধ্য কথা গুলো এত সহজ করে লিখে ফেলে!….. আমি পড়ি আর অবাক হই।
অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন তাকে।
দুজনের জন্যই শুভ কামনা রইলো 🌹🌹
রোকসানা খন্দকার রুকু
বিশাল ধন্যবাদ ও শুভকামনা নিলাম। প্রজাপতির পাখা মেলুক, লিখতে শুরু করুক এই কামনা।।।
রেজওয়ানা কবির
ওরে আপু এত সুন্দর মন্তব্যে আমিতো সত্যি সত্যি আবেগে আপ্লুত হয়ে গেলাম। যাক রুকু আপুর এই লেখা না পড়লে বুঝতামই না আপনার আমার প্রতি এইসব অনুভূতির কথা।।। এইজন্য রুকু আপুকে ধন্যবাদ। আর সাবিনা আপু,কি বলব বুঝতেছি না অসম্ভব ভালো লাগা রেখে গেলাম শুধু এইটুকু বললাম বাকিটা বুঝে নিতে হয়,,,,,, , ভালো থাকবেন,সুস্থ থাকবেন শুভকামনা সবসময় ❤️❤️❤️।