ব্যর্থ সম্বর্ধনা

সাদিক মোহাম্মদ ১৫ মে ২০১৪, বৃহস্পতিবার, ১০:৫৩:৪৯অপরাহ্ন কবিতা, বিবিধ ১০ মন্তব্য

বিজয়ের তিক্ত অভিজ্ঞতা নিয়ে
ফিরেছেন যিনি
এ সম্বর্ধনা তার

হাসি হাসি মুখ
খোশগল্পে মেতে উঠছেন অতিথিরা
মিষ্টি গন্ধ ছড়িয়ে
ডিভানে বসে আছেন অভিজাত রমণীকুল
বর-পুরুষের প্রতীক্ষা
আমি কার সুস্বাস্থ্য কামনায়
পান করবো জাম- জৌবিক শরবত
প্রমত্ত রাত্রির লহরি
সপ্তসুরের মূর্ছনা

কারও উৎকণ্ঠিত চোখে চেয়ে
হঠাৎ মনে হলো- সুসংহত পদক্ষেপে
কিছুটা উচ্চতাভীতিও থাকা চাই
পর্বত-আরোহীর

৪৫৪জন ৪৫২জন
0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ