তুমি মন্দির এ গিয়েছ?
ওই সব মূতি` দেখার মত কিছু হইল?
আস্তাগফিরুল্লা সয়তান এর বাসায় গিয়েছিলি?
ও আইচ্ছা হিন্দু নাকি?
হিন্দুদের দেব দেবির ছবি ডিলিট কর মাথাটা গরম হয়ে যায়!!!
————-
এমন অনেক কথা শুনতে শুনতে কান ঝালাপালা
হয়ে গেছে অনেক আগেই তবে আমি প্রতিবার ই প্রতিবাদ করতে করতে বিরক্ত হয়ে যাচ্ছি,
যত ই বুঝাই ভাই আমরা প্রথমে মানুষ তারপর দেশের জাতি এবং এরপর কন এক ধর্মের অনুসারী এই টা কেন বুজতে চাও না?
এই দেশ কার বাপের না!! কন একক ধর্মের না!!
এই দেশ এক মাত্র বাংগালি জাতির!
ছোটকাল থেকে বড় হয়েছি মন্দির দেখে
কখন মনে হয় নি তারা আর আমরা এক নই,
যারা সনাতনধর্ম এর বন্ধু ছিল তাদের সাথেও কখন
এইসব বিষয় নিয়ে মত এর অমিল হয় নি।
বড় সব পূজায় বেশির ভাগ সময় থাকতাম
তাদের কখন ও দেখিনি রাগ করতে কিংবা জাতিগত নিয়ে বিবাদ করতে,
কিন্তু যখন দেখি এসব বিষয় নিয়ে মানুসের বাড়াবাড়ি
তখন আর মন টা ভাল থাকে না
সবচেয়ে বেশী বিবাদ করে মুসলিম নামধারী উগ্র
মানুষ জন।##

কেন এমন হয়?
আমি তাদের প্রশ্ন করি মুক্তিযুদ্ধ কিসের জন্য হয়েছিল?
কারা যুদ্ধ করেছিল?
কেন করেছিল?
তারা উত্তর দেয় ঠিক ই কিন্তু
মন থেকে মানতে নারাজ এমন ভাব
সব সময় দেখছি এবং তা এখন ও আছে অহরহ,
আমরা কি এই ভেদাভেদ ভুলতে পারি না?
কোথায় এত বাধা?
কিসের এত অভাব আমাদের মনের ভিতর?
মন থেকে চাই এর অবসান হক।
মানবতাবাদ জেগে উঠুক সবার মাঝে
সচেতনতা ছড়িয়ে যাক সবার মনের
গভীরতার গহীন এ।

এই দেশ আমাদের সবার প্রানের বাংলাদেশ।

লিখায় – সকাল সপ্ন–!
তাং- ২৭-০৪-২০১৯
মালয়েশিয়া!

১জন ১জন
0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ