তুমি মন্দির এ গিয়েছ?
ওই সব মূতি` দেখার মত কিছু হইল?
আস্তাগফিরুল্লা সয়তান এর বাসায় গিয়েছিলি?
ও আইচ্ছা হিন্দু নাকি?
হিন্দুদের দেব দেবির ছবি ডিলিট কর মাথাটা গরম হয়ে যায়!!!
————-
এমন অনেক কথা শুনতে শুনতে কান ঝালাপালা
হয়ে গেছে অনেক আগেই তবে আমি প্রতিবার ই প্রতিবাদ করতে করতে বিরক্ত হয়ে যাচ্ছি,
যত ই বুঝাই ভাই আমরা প্রথমে মানুষ তারপর দেশের জাতি এবং এরপর কন এক ধর্মের অনুসারী এই টা কেন বুজতে চাও না?
এই দেশ কার বাপের না!! কন একক ধর্মের না!!
এই দেশ এক মাত্র বাংগালি জাতির!
ছোটকাল থেকে বড় হয়েছি মন্দির দেখে
কখন মনে হয় নি তারা আর আমরা এক নই,
যারা সনাতনধর্ম এর বন্ধু ছিল তাদের সাথেও কখন
এইসব বিষয় নিয়ে মত এর অমিল হয় নি।
বড় সব পূজায় বেশির ভাগ সময় থাকতাম
তাদের কখন ও দেখিনি রাগ করতে কিংবা জাতিগত নিয়ে বিবাদ করতে,
কিন্তু যখন দেখি এসব বিষয় নিয়ে মানুসের বাড়াবাড়ি
তখন আর মন টা ভাল থাকে না
সবচেয়ে বেশী বিবাদ করে মুসলিম নামধারী উগ্র
মানুষ জন।##
কেন এমন হয়?
আমি তাদের প্রশ্ন করি মুক্তিযুদ্ধ কিসের জন্য হয়েছিল?
কারা যুদ্ধ করেছিল?
কেন করেছিল?
তারা উত্তর দেয় ঠিক ই কিন্তু
মন থেকে মানতে নারাজ এমন ভাব
সব সময় দেখছি এবং তা এখন ও আছে অহরহ,
আমরা কি এই ভেদাভেদ ভুলতে পারি না?
কোথায় এত বাধা?
কিসের এত অভাব আমাদের মনের ভিতর?
মন থেকে চাই এর অবসান হক।
মানবতাবাদ জেগে উঠুক সবার মাঝে
সচেতনতা ছড়িয়ে যাক সবার মনের
গভীরতার গহীন এ।
এই দেশ আমাদের সবার প্রানের বাংলাদেশ।
লিখায় – সকাল সপ্ন–!
তাং- ২৭-০৪-২০১৯
মালয়েশিয়া!
১২টি মন্তব্য
রিতু জাহান
আমি খুব রক্ষণশীল পরিবারের মেয়ে। বলা যায় সে বাড়ির মেয়েরা পর্দা ছাড়া বাড়ির বাইরে বের হয় না।
আমার বেশ কড়া শাসনে রাখতেন আমাদের।
আমি সেখানে ব্যাতিক্রম। আমার আব্বাও এসব ব্যাপারে আমার মতোই।
আমি হসপিটাল কোয়ার্টারে বেড়ে উঠেছি। ওখানে আমার সব থেকে প্রিয় আন্টি এক কথায় আমার আর এক মা। উনি ধর্ম মতে হিন্দু ছিলেন। আমার খাওয়া বসা ও বাসায় অবাধ যাতায়াত ছিলো।
আমি ধর্মের পাপা পূণ্য মানি কিন্তু গোড়ামী মানি না। এটা নিয়ে বাসায় কেনো অনেকের সাথেই আমার ঝামেলা বেঁধে যায়। জুলির এক কলিগ আছে এখানে। ওনার মিসেসের সাথে আমার বেশ ভালো সম্পর্ক। আমি পূজায় যাই ওদের ওখানে। সিঁদুর খেলি। সিঁদুর পরেছিও।
আমি শুধু জানি আমার অন্তর কতোটুকু পবিত্র। আমাকে দিয়ে যেনো কোনো সৃষ্টির ক্ষতি না হয়। ঈমান আমার ওখানেই।
এ দেশ স্বাধীন হয়েছিলো যে আবেগে সে আবেগকে আমরা কাজে লাগাতে পারিনি এখোনো।
আর ঠিক সে কারণে রোহিঙ্গারা যত্নে থাকে অবহেলিত হয় আদিবাসী ও সংখ্যালঘুরা।
বেশ লিখেছেন।
শুভকামনা রইলো।
সকাল স্বপ্ন
শুভ কামনা রইল, ধন্যবাদ
মনির হোসেন মমি
গাহি সাম্যের গান
মানুষের চেয়ে বড় কিছু নহে কিছু মহিয়ান….
সুন্দর অনুভুতি
ঠিক যেন একই মন।
সকাল স্বপ্ন
শুভ কামনা রইল, ধন্যবাদ।
তৌহিদ
মানব ধর্মই শ্রেষ্ঠ ধর্ম। প্রত্যেক ধর্মেই মানবতার জয়গান গাওয়া হয়েছে।
শুভকামনা রইলো।
সকাল স্বপ্ন
ধন্যবাদ
ফজলে রাব্বী সোয়েব
আমাদের মধ্যে অনেকেই আছেন লেবাসধারী বাঙ্গালী যারা পড়ে আছেন ধর্মের মুখোশ। সময়োপযোগী লিখা। শুভ কামনা নিরন্তর।
সকাল স্বপ্ন
ধন্যবাদ
শুন্য শুন্যালয়
এদেশের মানুষের ধর্মের গোড়ামি আর পাকিস্থানপ্রিতী দেখে আমার তো মাঝে মাঝে মনে হয় মুক্তিযুদ্ধই ভুল ছিলো।
যারা গোড়া তাদের কোনকিছু বলেই পরিবর্তন করতে পারবেন না।
ভালো পোস্ট।
সকাল স্বপ্ন
ধন্যবাদ
আরজু মুক্তা
সাদা কালো বাহিরেতে শুধু,ভিতরে লাল সবার সমান!
সকাল স্বপ্ন
অসাধারণ বলেছেন, যদি এমন সবাই বুজত
শুভেচ্ছা অফুরন্ত।