এতো কাঁদছ কেন ? এভার তো একটু বিরতি দেও,আস পাশের মানুস দেখলে কি মনে করবে ?বড়ও বাচ্চা কাঞ্চে টাও আবার মুখ ভেংগিয়ে লাইক অফ উম্মম্মম্মম!
নুরা- তুমি এতো পাষাণ আগে জানতাম না! কোথায় টিস্যু পেপার দিবা তা না দিছ
কি সব ভেজা ভেজা কি জানি বলে এইটাকে !
নাহিদ—আমিও ভুলে গেছি !একটা কাজ করো আমার সানগ্লাস তা পর তাহলে কাঁদছ সেটা বুজা যাবে না!
নুরা- তুমি একটা —-!( জানালার দিকে তাকিয়ে )সবাই কেমন খুঁজছে আমাকে? এত গুলা দিন কিভাবে থাকব সবাই কে ছাড়া !
নাহিদ- আমিও তাই ভাবছি!নতুন নতুন ঝামেলা বুনবে, থানায় থানায় আমাদের ছবি যাবে, পত্রিকায় কোণ এক পাতার কলামে ছোট্ট একটা ব্যারিকেড এ ছবি সহ লিখা থাকবে- ( সন্ধান দিন)
ছবির নিচে লেখা থাকবে —
নাম- নুরিইয়া রাফিয়ান (নুরা)বয়স- ১৯,গাহের রং- উজ্জ্বল ফর্সা হলুদি,উচ্চতা- ৪ ফুট ১০, আনুমানিক দুপুর ২.৩০ নিজ বাসার সামনে থেকে হারিয়ে যায়, তাহার সৃতি শক্তির কিছুটা পাওয়ার কম রয়েছে , যদি কোণ হৃদয় বান বেক্তি।মেয়েটির সন্ধান পেয়ে থাকেন তবে– ০০০০০০০০০ নাম্বারে যোগাযোগ করবেন-
সন্ধান দাতাকে কে এফ ছির ফেমেলি পিঁজা উইথ কোল ড্রিংক খাওয়ান হবে,
নুরা- আর কিছু বাকী থাকলে বলো – থামবা না যদি কথা বলা অফ কর তাহলে জানালা দিয়ে ফেলে দিব!( কাঁদানো চোখ ফুলে রাগে লাল হয়ে আচে)সাথে ঠোট ো ফুলে আছে )
নাহিদ- ( মাথা চুলকিয়ে কি মনে করে আবার বলা শুরু করলো)
তারপর ধর মাইকিং হতে পারে – একটি হারান সংবাদ-একটি হারান সংবাদ-
তারপর কপি পেস্ট –!
নুরা- মানে কি?
নাহিদ – ওই যে তোমার বিবরণ –তারপর শেষে বলবে !
যদি কোণ কপাল পোড়া বেক্তি পাগলীটির সন্ধান পেয়ে যান তবে চোখ বন্ধ করে পরিচয় গোপন রেখে 0000000 নাম্বারে পেটুক ভাইয়ের কাছে যোগাযোগ করবেন!
বিদ্রঃ — ভুলেও খালি গলায় কথা বলবেন না !
কেমন হয়েছে নুরা ?
নুরা- জঘন্য পটি মার্কা- ! ১০০ তে অ্যান্ডা—( নুরা হাসছে চোখের জল এখন আর নেই তবে ও এখন গুমাবে তাই হামি ছাড়ছে জানি অল্প কিছু সময় পর আমার
কাধে মাথা রেখে গুমাবে!)
আট দশটা প্রেমের আবেগ আতেলদের মত কাউকে জানিয়ে আমরাও নিরুদ্দেশ হতে পারতাম কিন্তু সেটা করা হয় নি যদিও নুরা জানে আমারা সেই ভাবে যাচ্ছি!
চুপি চুপি বলি এই সব কিছু না আমার সাজানো নাটক-
পরিচালক — দুই পরিবার ,
অর্থ সহ্তায়— সেই পেটুক মামা-
পরিকল্পনায়— আমি নিজে !
———
ভালোবাসার মানুস টির সখ পুরনের জন্য একজন প্রেমিক অনেক কিছুই করতে পারে
যেমন টা ইতিহাসের সেই সব জনেরা করেছে !
পালিয়ে যাওয়া সখ ছিল নুরার তাই এমন টা করা _
লেখক- সকাল স্বপ্ন !
১১টি মন্তব্য
নীলাঞ্জনা নীলা
বানান এত্তো ভুল?
ইঞ্জা
আমার সখা মনে হয়। :p
সকাল স্বপ্ন
ভুল গুলো দরিয়ে দিন উপকৃত হব——
ধনবাদ—– এমন তাঁর জন্য–
নীলাঞ্জনা নীলা
“ভুল গুলো দরিয়ে দিন উপকৃত হব——
ধনবাদ—– এমন তাঁর জন্য–”
—————————————উপরের দু’ লাইন আপনার মন্তব্যেই দেখুন ভুল। এভাবে হবে লেখাটা,
“ভুলগুলো ধরিয়ে দিন, উপকৃত হব
ধন্যবাদ——–”
আর লেখায় তো অজস্র।
এভার = এবার
আস পাশের = আশপাশের
মানুস = মানুষ
বড়ও বাচ্চা কাঞ্চে টাও = বড়ো বাচ্চা কাঁদছে তাও
ভেংগিয়ে = ভেঙ্গিয়ে
————————————————————–এমন আরোও অনেক। আপনি যখন লিখতে বসবেন, অভিধান পাশে রাখবেন।
সকাল স্বপ্ন
ধনবাদ—-
সকাল স্বপ্ন
ধন্যবাদ—-
মৌনতা রিতু
এটা কি হইল ! এটা পালানোর সুখ! মাথামুন্ডু মুই কিছুই বুঝলাম না।
কাইন্দা চোখ ফুলাইছে,,,,,খালি তাই বুঝলাম। হারানো বিজ্ঞপ্তি কিভাবে হবে তাই বুঝলাম।
বানান,,,,,,,,,,,,
সকাল স্বপ্ন
শেষ টা মনে হয় মন দিয়ে পরেন নি—–
—–
তাই আবার দিলাম—-
পয়েন্ট এক—– আট দশটা প্রেমের আবেগ আতেলদের মত কাউকে জানিয়ে আমরাও নিরুদ্দেশ হতে পারতাম কিন্তু সেটা করা হয় নি যদিও নুরা জানে আমারা সেই ভাবে যাচ্ছি!
চুপি চুপি বলি এই সব কিছু না আমার সাজানো নাটক-
পরিচালক — দুই পরিবার ,
অর্থ সহ্তায়— সেই পেটুক মামা
—–
পয়েন্ট —২
ভালোবাসার মানুস টির সখ পুরনের জন্য একজন প্রেমিক অনেক কিছুই করতে পারে
যেমন টা ইতিহাসের সেই সব জনেরা করেছে !
পালিয়ে যাওয়া সখ ছিল নুরার তাই এমন টা করা ——!
ব্লগার সজীব
সব কিছু মাথার উপর থেকে গেলো আমার ^:^ 🙁
আবু খায়ের আনিছ
ছোট হলেও একটা কথা বলি, অন্যদের লেখা পড়ুন তারপর লিখুন………… ভালো হবে লেখা।
সকাল স্বপ্ন
ধন্যবাদ—– এখন অপরের লেখা পরছি
আর ও বেশি করে পরার চেষ্টা করবো——
শুভ কামনা রইলো——