আমি চেয়েছিলাম,
খুব করে চেয়েছিলাম,
নিজের সীমা ভুলে চেয়েছিলাম,
আমি নামক ব্যথাটা তোমার হোক।
আমি নামক ব্যথার তীব্র যন্ত্রণায়়-
যদি কেউ ছটফট করে তবে সে তুমি হও।
আমার ভালো মন্দে মাথাব্যথা তোমারই হোক।
আমার ভূত ভবিষ্যত নিয়ে উৎকণ্ঠায় দিন তোমারই কাটুক।
অথচ কি নিরর্থক ছিলো এ চাওয়া!
আমার কেউ না হওয়া মানুষটার প্রতি-
আমার এই নিরর্থক চাওয়া,
সেই মানুষটাকে কতোটা অস্বস্তি বিব্রতকর অবস্থায় ফেলতে পারে!
তা কখনো ভাবিনি,
মনে ভুলেও ভাবিনি,
ভাবতে পারিনি বলেই,
মনের কোণে জমে গেছে চাপা অভিমান।
আর এই অভিমানের মেঘগুলো একে অপরের সাথে,
সংঘর্ষে আহত হচ্ছে,ক্ষত বিক্ষত হচ্ছে, ঝর ঝর করে রক্ত ঝরছে ক্ষতস্থান থেকে।
সেই ক্ষতস্থানে ব্যান্ডেজ করার জন্য মেডিসিনের প্রলেপ হিসেবে,
নির্বোধ আমি’র এখনো তোমাকেই চাই।
কি অদ্ভুত না ব্যাপারটা!
যার জন্য এতো সংঘর্ষ, এতো কাটাছেঁড়া,এতো রক্ত ক্ষরণ
প্রতিষোধক হিসেবে বেহায়া মন তাকেই চায় সারাক্ষণ।
২৫টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
সর্বপরি তাকেই চাই।
সুরাইয়া পারভিন
জ্বী শুধু তাকেই চাই
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
মনির হোসেন মমি
সেই কথাই হল
প্রথমত আমি তোমাকে চাই
দ্বিতীয়ত আমি তোমাকে চাই
শেষ পর্যন্ত আমি তোমাকে চাই,,,
ঠিক যেন সেই মানের কবিতা।খুব ভাল লাগল।
সুরাইয়া পারভিন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
সে ছাড়া যেনো আর কিছুই চাইবার নেই
তৌহিদ
এত কিছুর পরেও তাকেই চাই!! এমন ভালোবাসা বেঁচে থাকুক যুগ যুগান্তর।
শুভকামনা।
সুরাইয়া পারভিন
আমীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
জিসান শা ইকরাম
অভিমান খুব খারাপ জিনিস,
অভিমানে ভুল হয় ৯০%,
এই ভুল থেকে অভিমান করে সিদ্ধান্ত নিয়ে ফেললে, তুমি আর আপন থাকেনা,
একটি সময়ে সম্পর্কই শেষ হয়ে যায়।
যৌক্তিক অভিমান ঠিক আছে,
অযৌক্তিক অভিমান সম্পর্কের ক্ষেত্রে প্রধান বাঁধা।
লেখা ভালো লেগেছে।
সুরাইয়া পারভিন
সত্যিই দারুণ বলেছেন
অকারণ অভিমানে দূরে সরে যাবোও না যেতেও দেবো না তাকে।
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
শামীম চৌধুরী
শুধুই তাকে চাই। দারুন লিখেছেন আপু।
সুরাইয়া পারভিন
আন্তরিক ধন্যবাদ জানবেন
শামীম চৌধুরী
আরো পড়তে চাই আপু।
শিরিন হক
ভালোবাসা চিরন্তন। ভালোবাসার জন্যই আমি বেহায়া।কারন ভালোবাসা সবকিছুকে উপেক্ষা করতে শিখায়
সুরাইয়া পারভিন
একদম সঠিক বলেছেন আপু
আন্তরিক ধন্যবাদ জানবেন আপু
শাহরিন
ভালোবাসা তো এমনি হয়। বেদনা, অবহেলা, কষ্ট পাওয়া তারপরও তাকেই ভালোবেসে যাওয়া।
সুরাইয়া পারভিন
একদম সঠিক আপু
আন্তরিক ধন্যবাদ জানবেন আপু
এস.জেড বাবু
খানিকটা বেহায়া হওয়া ভালো,
বিশেষ করে হিসেবটা যেখানে চাওয়া পাওয়ার।
অসাধারণ লিখেছেন।
সুরাইয়া পারভিন
হা হা হা,,,দারুণ বলেছেন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ছাইরাছ হেলাল
দারুন ব্যবচ্ছেদ ভালোবাসার।
লেখা চালু থাকুক।
সুরাইয়া পারভিন
ইনশাআল্লাহ
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
রেহানা বীথি
সত্যি, মন বড়ই বেহায়া।
সুন্দর লিখলেন।
সুরাইয়া পারভিন
আন্তরিক ধন্যবাদ জানবেন আপু
ভালোবাসা অবিরাম
আরজু মুক্তা
অবুঝ ভালোবাসা।
লিখার গাঁথুনি ভালো লাগলো।
সুরাইয়া পারভিন
আন্তরিক ধন্যবাদ জানবেন আপু
চমৎকার মন্তব্যে উৎসাহিত করার জন্য সত্যিই কৃতজ্ঞতা প্রকাশ করছি
সাখিয়ারা আক্তার তন্নী
যার জন্য এতো সংঘর্ষ, এতো কাটাছেঁড়া,এতো রক্ত ক্ষরণ
প্রতিষোধক হিসেবে বেহায়া মন তাকেই চায় সারাক্ষণ।
আপু বেহায়া মনের গলার দড়ি-কলসি বেঁধে জলে ডুবান।
সুরাইয়া পারভীন
ডুবালেও তো ডুববে না আপু
সে যে এতোই বেহায়া কি আর বলবো বলুন
আন্তরিক ধন্যবাদ জানবেন আপু
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়