জীবনের সবসময় বাস্তবতা কথাটা উঠে আসে, কেননা বাস্তবতা অনেক কঠিন, সেখানে আবেগের জায়গা নেই। তাই আবেগকে পিছে রাখে সামনে এগিয়ে যাওয়ার জন্য আমরা সবসময় বাস্তবতার উদাহরণ দেই। কিন্তু আসলেই কি বাস্তবতা তাই বলে,যা আমরা বলে থাকি? একটা ভালবাসার সম্পর্ক মানে দুটি মানুষ শুধু এক হওয়া নয়,তার সাথে কিছু স্মৃতি, কিছু আবেগ,কিছু বিবেক, কিছু রাগ, কিছু অভিমান,কি স্পর্শ নিয়ে মিলিয়ে যাওয়া। কিন্তু এতো কিছুর পরও যখন আমরা সেই ভালবাসার মানুষটাকে নিজের করে পাই না, তখন বলি বাস্তবতা এমনি,আমাদের মানতে হবে, ভুলে যেও আমাকে। আসলেই কি তাই? বাস্তবতা আমাদের শক্ত হতে বলেছে, আমাদের সচেতন হতে বলেছে, সবকিছু আকড়ে ধরে সামনে এগিয়ে যেতে বলেছে। তাহলে কেন তাকে বাস্তবতার দোহাই দিয়ে ফিরিয়ে দিচ্ছি? বাস্তবতা বলে নি, তুমি আমার হবে না, বাস্তবতা বলেছে নিজেকে শক্ত করে সামনে এগিয়ে চলো,জীবনে কষ্ট আছে, এখন কষ্ট করো একদিন সুখ আসবেই। কিন্তু ভালবাসা গুলো আজ এতোটা শক্ত না। ভালবাসি আজ আমরা ৩ সেকেন্ডে বলে ফেলি,অথচ এই ভালবাসি কথাটা বলার জন্য কেউ ৩ বছর লাগাতো, কারন এখন ভালবাসা আকাশে উড়ে, আর তখন মনে তালাবদ্ধ ছিলো। তাই এখন বাস্তবতা অনেক নিষ্ঠুর,আর তখন হয়তো কমল ছিলো। ভালবাসাগুলো আজকে শরীরকেন্দ্রিক। উত্তর জানতে গেলে পাবলিক দৌড়ানি দিবে।
বর্তমান যুগের ভালোবাসা এখন আলু পটলের মত বাজারেও বিক্রি হয় বলে শুনেছি। কিন্তু দেখিনি। নিজেই ৪বছর চেষ্টা করে ইয়ে করেছি। আর এখন দেখি দুইদিনের দেখায় প্রেম, ভালোবাসা অতঃপর ইয়ে। তারপর বিচ্ছেদ।
ভালোবাসা সব কালে একই রকম থাকে। আগেও শরীর কেন্দ্রীক প্রেম-ভালোবাসা ছিলো এখনো আছে। আগে পরকিয়া ছিলো, তা এখনো বিদ্যমান। আগে যেমন ভালোবাসার জন্যে মানুষ প্রান দিতো এখনো বহু প্রেমিক-প্রেমিকা আত্মহনন করে। ভালোবাসা সার্থক সুন্দর হওয়ার জন্যে কাল লাগেনা, লাগে মনের স্বচ্ছতা। আর বাস্তবতার নিরীক্ষক সব কালেই ছিলো, আছে, থাকবে।
ভালোবাসা ভালোই আছে। মানুষ সেটার সঠিক ব্যাবহার ভূলে গিয়েছে। অনেক সুন্দরভাবে উল্লেখ করেছেন মনের কথা গুলো। কেউ-ই কথা গুলোর সাথে অমত হতে পারবে না। ধন্যবাদ।
১৪টি মন্তব্য
তৌহিদ
ভালোবাসারা এখন জানালা দিয়ে ঢোকে আর দরজা দিয়ে পালায়। বাস্তবধর্মী লেখা নিয়ে অনেকদিন পরে এলেন ভাই। ভালো লাগলো।
অনেক শুভকামনা রইলো।
রাফি আরাফাত
এখনকার অবস্থা ঠিক এমনি ভাই। অসংখ্য ধন্যবাদ ভাই৷ ভালো থাকবেন!
নাজমুল আহসান
ব্যাপারটা আপেক্ষিক। বহুলাংশেই বোঝাপড়া আর ছাড় দেওয়ার মানসিকতার ওপর নির্ভর করে। আমি নিজে ভালবাসার কথা বলতে সময় লাগিয়েছিলাম পুরো ১০ মাস।
পর সমাচার, ভাইজানের কি গার্লফ্রেন্ডের সাথে ক্যাচাল হইছে নি?
রাফি আরাফাত
হাহাহা না তেমন কিছু না। কল্পনায় যা আসে তাই লিখি ভাই।
ভালো থাকবেন ভাই। ধন্যবাদ
নিতাই বাবু
বর্তমান যুগের ভালোবাসা এখন আলু পটলের মত বাজারেও বিক্রি হয় বলে শুনেছি। কিন্তু দেখিনি। নিজেই ৪বছর চেষ্টা করে ইয়ে করেছি। আর এখন দেখি দুইদিনের দেখায় প্রেম, ভালোবাসা অতঃপর ইয়ে। তারপর বিচ্ছেদ।
রাফি আরাফাত
হাহাহা।।।মন্তব্যটা লেখায় যোগ করতে ইচ্ছে করছে ভাই।
ভালো থাকবেন
নিতাই বাবু
খুশি হলাম।
মনির হোসেন মমি
তখন তিন বছর কেন কখনো কখনো বাসাবাসি বলাও হত না। চমৎকার অনুভুতি।
শবনম মোস্তারী
‘এখন ভালোবাসা আকাশে উড়ে’ – ভালো বলেছেন।
সত্যি এখনকার ভালোবাসা গুলো ঠুংকো হয়ে গেছে। হতেও সময় লাগেনা, ভাংতেও সময় লাগেনা।
শিরিন হক
কোনোকিছু একটু বেশি হলে তো একটু উপচে পরবেই। ভালোবাসা যেমন আকাশে ওড়ে তেমনি পানিতে ডোবে।
আগের ভালোবাসা আর বর্তমানে তফাৎ করলেন সুন্দর।
ভালোথাকুন।
মাসুদ চয়ন
এ যুগের সব কিছুতেই অস্বচ্ছতার নির্জাস পরিলক্ষিত।ভালো লিখেছেন
সাবিনা ইয়াসমিন
ভালোবাসা সব কালে একই রকম থাকে। আগেও শরীর কেন্দ্রীক প্রেম-ভালোবাসা ছিলো এখনো আছে। আগে পরকিয়া ছিলো, তা এখনো বিদ্যমান। আগে যেমন ভালোবাসার জন্যে মানুষ প্রান দিতো এখনো বহু প্রেমিক-প্রেমিকা আত্মহনন করে। ভালোবাসা সার্থক সুন্দর হওয়ার জন্যে কাল লাগেনা, লাগে মনের স্বচ্ছতা। আর বাস্তবতার নিরীক্ষক সব কালেই ছিলো, আছে, থাকবে।
অনেক দিন পর এলে। শুভ কামনা 🌹🌹
আরজু মুক্তা
ভালোবাসা এমনি। আঁকড়ে ধরলেও যে যাবার সে যাবে।
শাহরিন
ভালোবাসা ভালোই আছে। মানুষ সেটার সঠিক ব্যাবহার ভূলে গিয়েছে। অনেক সুন্দরভাবে উল্লেখ করেছেন মনের কথা গুলো। কেউ-ই কথা গুলোর সাথে অমত হতে পারবে না। ধন্যবাদ।