নীলকন্ঠ জয় নভেম্বর ২৩, ২০১৩ at ৬:২২ অপরাহ্ন তন্দ্রা দি(!) আলাদা আলাদা করে উত্তর দিতে জবাবে ক্লিক করুন। তাহলে যার যার মন্তব্য অনুযায়ী জবাব দেওয়া যাবে এবং মন্তব্যদাতা বুঝবে প্রতিমন্তব্য করা হয়েছে। জীবন কি? সেটা একটা বিরাট রহস্য।
বনলতা সেন নভেম্বর ২৪, ২০১৩ at ১১:০৭ পূর্বাহ্ন কিছুই আপনার না , এমনটি কি ভাবা ঠিক ? অবশ্যই অনেক কিছুই আপনার ।
তন্দ্রা নভেম্বর ২৫, ২০১৩ at ৯:০১ পূর্বাহ্ন দিদি, সময়মত কেউ কারো নয়, প্রিয়শিল্পী কিশোর কুমারের আমার প্রিয় গান, ”কারো কেউ নয়তো আমি, কেউ আমার নয়, কোন নাম নেইত আমার শুনুন মহশয়”
শুন্য শুন্যালয় নভেম্বর ২৪, ২০১৩ at ১১:১৩ পূর্বাহ্ন পড়ন্ত গোধূলি লগ্নে দেখি কিছুই আমার না। ঠিক বলেছেন আপু…আসলেই কিছুই আমার না… 🙁
জিসান শা ইকরাম নভেম্বর ২৪, ২০১৩ at ৯:১৯ অপরাহ্ন বুঝাতে আসলে বেশী কোথা দরকার নেই ছোট কবিতাই এর প্রমান ।
তন্দ্রা নভেম্বর ২৫, ২০১৩ at ৯:০৩ পূর্বাহ্ন গুরু আমি কিন্তু লেখক না। আমার মনের কথা যখন মনে আসে লিখি, এই যা। থন্যবাদ ভালো থাকুন।
২৩টি মন্তব্য
শিশির কনা
কিছুই আমার না , এটিই একমাত্র সত্যি উপলব্ধি (y)
মা মাটি দেশ
এক কথায় লিখে দিলেন জীবনের অর্থ (y) চমৎকার।
তন্দ্রা
ভাই হতভাগা জিবিনে বেশি কি চাইব?
তন্দ্রা
ডক্টর দিদি এই ছোট্ট জীবন।
ভালো থাকুন।
নীলকন্ঠ জয়
তন্দ্রা দি(!) আলাদা আলাদা করে উত্তর দিতে জবাবে ক্লিক করুন। তাহলে যার যার মন্তব্য অনুযায়ী জবাব দেওয়া যাবে এবং মন্তব্যদাতা বুঝবে প্রতিমন্তব্য করা হয়েছে।
জীবন কি? সেটা একটা বিরাট রহস্য।
তন্দ্রা
এই তুমিও
মর্তুজা হাসান সৈকত
হুম, নিজের কিছুই না থাকেনা। 🙁
তন্দ্রা
সত্যই বস।
খসড়া
এত পিচ্চি 🙁
তন্দ্রা
বাবা-মার পেট মুছা ছেলেত তাই।
ছাইরাছ হেলাল
এত সহজে বুঝে গেলেন ?
তন্দ্রা
হ্যাঁ ভাই, সামনে পিছনে কেউ নাই যে।
স্বপ্ন
ছোট হলেও সুন্দর ।
তন্দ্রা
ধন্যবাদ, ভালো থাকুন।
আদিব আদ্নান
এত ছোট্ট করে বুঝতে পারলে ভালই হয় ।
তন্দ্রা
চেষ্টা করুন।
বনলতা সেন
কিছুই আপনার না , এমনটি কি ভাবা ঠিক ?
অবশ্যই অনেক কিছুই আপনার ।
তন্দ্রা
দিদি, সময়মত কেউ কারো নয়,
প্রিয়শিল্পী কিশোর কুমারের আমার প্রিয় গান, ”কারো কেউ নয়তো আমি, কেউ আমার নয়, কোন নাম নেইত আমার শুনুন মহশয়”
শুন্য শুন্যালয়
পড়ন্ত গোধূলি লগ্নে দেখি
কিছুই আমার না।
ঠিক বলেছেন আপু…আসলেই কিছুই আমার না… 🙁
জিসান শা ইকরাম
বুঝাতে আসলে বেশী কোথা দরকার নেই
ছোট কবিতাই এর প্রমান ।
তন্দ্রা
গুরু আমি কিন্তু লেখক না। আমার মনের কথা যখন মনে আসে লিখি, এই যা।
থন্যবাদ ভালো থাকুন।
আবু জাঈদ
উত্তরাধুনিক—- যথার্থ
তন্দ্রা
ধন্যবাদ ।