( ১ )
তুমি হারিয়ে গেলে
এক বৃষ্টিভেজা শহরে
এখন দারুণ খরা
তোমাকে খুঁজিনা!
(২)
বৃষ্টি অভিমানী পদ্য
অলিখিত গদ্য
মনের ঝাপসা চাহনি !
(৩)
যদি মনে পরে একদিন
বৃষ্টির কাছে যেও
চোখের জমানো অশ্রুগুলো
তুমি বুঝে নিও!
(৪)
আমার মেঘ
তোমার চোখে বৃষ্টি
রৌদ্র ভেজা ভেজা
রাতদিন করে খেলা
হ্যামিলনের বাঁশীওয়ালা!
(৫)
বৃষ্টির ভিতরে
তুমি কি মেঘকে দেখতে পাও?
অথচ মেঘ ছাড়া বৃষ্টি হয়না!
তুমি কি দেখবে ?
এই প্রিয় আকাশে
মেঘ,বৃষ্টি না রোদ্দুর আছে?
(৬)
একদিন ঝুম বৃষ্টিতে
দেখা হয়েছিলো আমাদের
টং এর দোকান আর
সাক্ষি চায়ের কাপ।
আমাদের বয়স কমেছে
উজ্জ্বলতা হারিয়েছে চায়ের কাপ!
(৭)
কাক ভেজা শহর
বৃষ্টিমুখর দুপুরে
বড্ড প্রয়োজন তোমাকে!
কিছুটা মেসেঞ্জারে
কিছুটা হোয়াটস্ এ্যাপে
কথাগুলো হোক কবিতায়
কখনো কমা, কখনো সেমিকোলনে!
কখনো ইমোতে, কখনো বাহারি জিফ এ!
(৮)
আধুনিক প্রেম
কবিতার বই পাশে
হাতে কফি, ঝালমুড়ি!
তবুও চলুক প্রেম
বসন্ত আসতে আছে দেরি! !
২৩টি মন্তব্য
প্রদীপ চক্রবর্তী
তুমি বৃষ্টি হলে আমি চাতক হব,
এই ভরাবর্ষায় তোমায় খুঁজব।
বাহ্
দারুণ লেখনী দিদি।
আরজু মুক্তা
শুভকামনা!
প্রেয়সীকে খোঁজার জন্য চাতক হতেই হবে।
রেহানা বীথি
ভালো লাগলো খুব
আরজু মুক্তা
শুভকামনা,আপু
সাবিনা ইয়াসমিন
বসন্তের কি দরকার ! প্রেমের মৌসুমে সব ঋতুই বসন্ত ঋতু। প্রেম চলুক, দরকারি মানুষটা সদর্পে প্রবেশ করুক ইমু, ম্যাসেন্জার, হোয়্যাটস এ্যাপস সহ আরও যেগুলোর নাম দিলেন, সব জায়গায়।
শুভ কামনা 🌹🌹
আরজু মুক্তা
তাইতো,প্রেমের ক্ষেত্রে সব ঋতুই বসন্ত।।
শুভকামনা!
মনির হোসেন মমি
বৃষ্টির ভিতরে
তুমি কি মেঘকে দেখতে পাও?
অথচ মেঘ ছাড়া বৃষ্টি হয়না!
তুমি কি দেখবে ?
এই প্রিয় আকাশে
মেঘ,বৃষ্টি না রোদ্দুর আছে?
দারুণ৴লাগল।
আরজু মুক্তা
ভালো লাগা থেকেই আগ্রহ বেড়ে যায়!
ধন্যবাদ।
ছাইরাছ হেলাল
বসন্ত দিয়ে জাতি কী করিবে!
বর্ষার হুলাহুলি প্রেমেই তো দুরন্ত অস্থির অবস্থা!!
এতগুলো একবারে!!
ঝালমুড়ি আর কবিতা দারুন সমন্বয়।
চালু থাকুক জোর কদমে!
আরজু মুক্তা
বসন্ত দিয়ে জাতি কি করবে?একদম ঠিক।এখানে বসন্তকে এ্যাবসট্রাক্ট সেন্সে ব্যবহার করা হয়েছে।
চলুক বর্ষায় প্রেম,ঝালমুড়ি আর কবিতা।
শাহরিন
“তবুও চলুক প্রেম বসন্ত আসতে দেরি আছে”
ভালো লেগেছে লাইনটি।
আরজু মুক্তা
শুভকামনা।
ভালো লাগলেই লিখার স্পৃহা বেড়ে যায়।
মোঃ মজিবর রহমান
৭ নাম্বার ভালই বললেন। কিহবে কাগজ কলমের দোহায় দিয়ে। আধুনিকতা আছে না????
এই বৃষ্টি আর জ্বালাস না, কাছে আসিস না, ভিজে ভিজে দু’জনে গল্প করে সময় কাটাব।
আরজু মুক্তা
চলুক গল্প।কফিতে চুমুক না দিলেও চলবে।
শুভকামনা!
মোঃ মজিবর রহমান
গরম কফি উফ! আহা! কি দারুন………।।
জিসান শা ইকরাম
বৃষ্টিকে নিয়ে বিভিন্ন ভাবনায় ছোট ছোট কাব্য ভালো হয়েছে খুব।
বৃষ্টিতে আমাদের মনের ভাবনার দরজা খুলে যায়।
আরো লিখুন এমন কাব্য,
শুভ কামনা।
আরজু মুক্তা
ঠিক বলেছেন,বৃষ্টিতে মনের দরজা খুলে যায়!
লিখবো।।
শুভকামনা।
বন্যা লিপি
কাক ভেজা শহর
বৃষ্টি মুখর দুপুরে
তোমাকে চাই……….
বসন্ত গোল্লায় যাক।
কি হবে বসন্ত দিয়ে?
এমন বর্ষণ মুখর একটা শহরে শুধু সে থাকলে
বয়েই গেলো বসন্তদিনের!!
বৃষ্টি কাব্য ভালো লাগলো আরজু💜💜
আরজু মুক্তা
ওরে বাবা আপনি তো কবিতায় অবগাহিত হয়েছেন।
শুভকামনা আপু।
তৌহিদ
বসন্ত যখন আসবে আসুক তখন দেখা যাবে। এখন বৃষ্টি উপভোগ করি। কাব্য ভালো লেগেছে আপু।
আরজু মুক্তা
চলেন,বৃষ্টি উপভোগ শুধু করবোনা! ছড়া,কাব্য ও গল্পে এবং আড্ডায়ও বৃষ্টি থাকবে।
ধন্যবাদ আপনাকে।
শামীম চৌধুরী
চলুন আপু আমরা একদিন এই বৃষ্টিতে কোথাও বসে জমপেশ আড্ডা জমাই। সাথে থাকবে কাঠালের বিচি ভাজি ও ঝাল মুড়ি ভর্তা। রং চা এর কথা নাই বা বললাম।
আরজু মুক্তা
মজাই হবে।