বৃষ্টি কাব্য : ১

আরজু মুক্তা ১০ জুলাই ২০১৯, বুধবার, ০৪:১৯:১৩অপরাহ্ন কবিতা ২৩ মন্তব্য

(  ১ )
তুমি হারিয়ে গেলে
এক বৃষ্টিভেজা শহরে
এখন দারুণ খরা
তোমাকে খুঁজিনা!

(২)
বৃষ্টি অভিমানী পদ্য
অলিখিত গদ্য
মনের ঝাপসা চাহনি !

(৩)
যদি মনে পরে একদিন
বৃষ্টির কাছে যেও
চোখের জমানো অশ্রুগুলো
তুমি বুঝে নিও!

(৪)
আমার মেঘ
তোমার চোখে বৃষ্টি
রৌদ্র ভেজা ভেজা
রাতদিন করে খেলা
হ্যামিলনের বাঁশীওয়ালা!

(৫)
বৃষ্টির ভিতরে
তুমি কি মেঘকে দেখতে পাও?
অথচ মেঘ ছাড়া বৃষ্টি হয়না!
তুমি কি দেখবে ?
এই প্রিয় আকাশে
মেঘ,বৃষ্টি না রোদ্দুর আছে?

(৬)
একদিন ঝুম বৃষ্টিতে
দেখা হয়েছিলো আমাদের
টং এর দোকান আর
সাক্ষি চায়ের কাপ।
আমাদের বয়স কমেছে
উজ্জ্বলতা হারিয়েছে চায়ের কাপ!

(৭)
কাক ভেজা শহর
বৃষ্টিমুখর দুপুরে
বড্ড প্রয়োজন তোমাকে!
কিছুটা মেসেঞ্জারে
কিছুটা হোয়াটস্ এ্যাপে
কথাগুলো হোক কবিতায়
কখনো কমা, কখনো সেমিকোলনে!
কখনো ইমোতে, কখনো বাহারি জিফ এ!

(৮)
আধুনিক প্রেম
কবিতার বই পাশে
হাতে কফি, ঝালমুড়ি!
তবুও চলুক প্রেম
বসন্ত আসতে আছে দেরি! !

১জন ১জন
0 Shares

২৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ