দেশের মানুষ গোল্লায় যাক! আমার কি?
.
কৃষক তার নিজের চাষকৃত ধানে আগুন দিচ্ছে দিক! আমার কি?
.
কেউ ঘুষ খাক, দুর্নীতি করুক, পারমানবিক বালিশ ফেটে এটোম বোমা বের হোক! আমার কি?
.
কর্মচারী থেকে চাপরাশি সবাই বিলাসবহুল গাড়ীবাড়ির মালিক হোক! আমার কি?
.
প্রশ্নপত্র ফাঁস হোক, ছাত্ররা অস্ত্র ধরুক! আমার কি?
.
প্রতিবাদ করে কেউ মরে মরুক! আমার কি?
.
দেশ অস্থিতিশীল হয় হোক, রোহিঙ্গারা থাকুক না হয় চলে যাক! আমার কি?
.
সংসদ অবৈদ, সরকার অবৈধ -এদের মানিনা মানবোনা। এই সংসদে আমরা যাবোনা বলেও যারা সংসদে যাচ্ছে যাক! আমার কি?
.
হাজার কোটি টাকা লোপাট করে ঋনখেলাপীরা বুক ফুলিয়ে হাটছে হাটুক! আমার কি?
.
পাকিস্তান বিশ্বকাপ জিতুক, একজন মাশরাফী অন্যায়ের প্রতিবাদ করে করুক! আমার কি?
.
আমার বাবার ঘর্মাক্ত উপার্জন জলে যায় যাক, বিচার চাইতে আসা মায়ের কান্নার আহাজারি কেউ শুনুক আর না শুনুক; আমার বোন ধর্ষিত হয় হোক; আমার ভাই বাসচাপায় মরলো কি বাঁচলো এসবে আমার কিচ্ছু এসে যায়না।
.
ধুর ধুর! এসবে আমার কি? তোমরাই এসব নিয়ে ট্রল করো, প্রতিবাদ করো আর আন্দোলন করো। যাই করো তাতে আমার কি?
.
তোমরা যারা এসব করে সময় নষ্ট করো তারা একেকজন আস্ত রামছাগল!!
আমি শুধু সোশ্যাল মিডিয়াতে গল্প আর কবিতা লিখি, নিজের ছবি দেই। দেশের এসব ক্যাচালের(!) কথা আমার ওয়ালে লিখে, পোষ্ট করে শখের আইডি হাড়াতে চাইনা; অন্যের গালাগালিও শুনতে চাইনা। এসবের বিরুদ্ধে বলে কি হবে? একদিনতো মরেই যাব!
এই নিয়েই বেশ আছি। সুখেই আছি, শান্তিতেই আছি। আমার পরিচয়? তোমরা যে যাই বলো, এত কিছুর পরেও আমি কিন্তু ভাই বি পজিটিভ!
.
উপরের এসব যদি আপনার মনের কথা হয় তা ভাই যাননা, বিবাহিত হলে প্যাকেজট্যুরে সেন্টমার্টিনে হানিমুন করে আসুন আরেকবার আর অবিবাহিত হলে জাস্টফ্রেন্ডকে নিয়ে স্টার সিনেপ্লেক্স এ নতুন মুভি এসেছে দেখে আসুন।
…
এমন বি পজিটিভ প্রতিভা কি আসলেই দেশ বা জনগনের জন্য কল্যানকর? সফলতার সাথে নিজের জন্য, পরিবারের সদস্যদের জন্য আজ পর্যন্ত একটি ভালো কাজও কি আমরা করেছি?
আমার কথাগুলো ভালো না লাগলে ইগ্নোর করুন, মনে মনে কিংবা প্রকাশ্যে বকাঝকা করে যান; তবুও দিনশেষে একবার ভাববেন কিন্তু। আর বাকীরা যারা আছি তারা একটু হলেও দু’কলম লিখে প্রতিবাদ করে নিজের মনকে শান্ত্বনা দেই – নাহ! কিছুতো করেছি।
সোশ্যাল মিডিয়া কিংবা অনলাইন মিডিয়া যেখানেই এক্টিভ থাকুন প্রেম পিরিতি ভালোবাসার পাশাপাশি নিজের দেশকে নিয়েও পজিটিভভাবে লিখুন। সবাই নিজের দেশকে ভালোবাসুন, আপন ব্যক্তিসত্ত্বাকে জাগিয়ে তুলুন। মনে রাখবেন,একজন সু-নাগরিকই পারেন দেশের উন্নয়নে নিজেকে সম্পৃক্ত করতে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কি জবাব দেবেন একবারও কি ভেবেছেন?
২২টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
এই লেখা পড়ে কার কেমন লাগবে সেটা ভেবে আমার কি? আমারতো ভালোই লাগছে। 😂😂 প্রথম কমেন্ট দিলাম। পরে আবার দিবো।
তৌহিদ
প্রথম মন্তব্যকারী হিসেবে আপনাকে অভিননন্দন জানাই আপু। আবার আসবেন কিন্তু!
জিসান শা ইকরাম
ক্ষোভ থেকে এমন লেখাই প্রকাশ হবে,
সব কিছুতে বি পজেটিভ চলে না।
লেখার মুল আকর্ষন শেষ তিন লাইনে অনেক ভালো লাগা।
তৌহিদ
ফেসবুক এইজন্যই আর ভালো লাগছেনা ভাই। অনেকেই সামান্য প্রতিবাদ করে দুইটা লাইনও লিখেনা। আর যখন নিজেরা লিখি তারা আসেন মাতাব্বরি ফলাতে।
নিজেদের ঝামেলামুক্ত রেখে তারা ভাবে আমি পজিটিভ। সব গোল্লায় যাক! আমার কি? মোটেও গ্রহণযোগ্য নয় এটা।
মন্তব্যের জন্য ধন্যবাদ জানবেন।
তৌহিদ
গ্রুপে লিংক শেয়ার করে এই পোস্টের ফিচার ফটো আসেনি কেন বুঝতে পারছিনা ভাই। ব্লগের কাভার ফটো এসেছে লেখার লিংক এ।
জিসান শা ইকরাম
সম্ভবত ফিচার ফটো পরে যুক্ত করেছেন।
প্রথমেই ফিচার ফটো দিন, এরপর দেখা যাক কি হয়।
শুভ কামনা।
তৌহিদ
লেখা পোস্ট করার আগেই যোগ করেছিলাম। আচ্ছা দেখি কি হয়। আজকের পোস্টেও সেম অবস্থা!
বন্যা লিপি
প্রশ্ন তো প্রশ্নের জায়গায় থেকেই যায় ভাই, এ হেন ক্ষোভ আর বিক্ষোভের পরিনতি কি? ভীষণ ক্রোধে ফেটে পরা আত্মমননের প্রতিফল কি? উঁচু পর্যায় থেকে সর্বনিন্ম পর্যায় ঠাঁসা বিশৃঙ্খলার পরিত্রান কোথায়? স্যোস্যাল মিডিয়া বলুন আর প্রিন্টিং মিডিয়া বলুন, যারাই প্রতিবাদী হয়ে যা কিছু লিখছেন বা প্রতিবাদী হচ্ছেন! ফলাফল কি হচ্ছে? যেখানকার পানি সেখানেই তো থেকে যাচ্ছে!! অনেক ভালো প্রতিবাদি লেখা। সাধুবাদ জানবেন।
তৌহিদ
বুঝতে পারছি আপনার কথা আপু। তবে আমি নিশ্চিত সুদিন আসবেই। বিশ ভাগ মানুষও যদি সচেতন হোন পরিবর্তন আসবেই। আমি আশাবাদী।
শুভেচ্ছা জানবেন আপু।
সঞ্জয় মালাকার
অনেক ভালো প্রতিবাদি লেখা।আপনাকে সাধুবাদ জানাই- শুভ কামনা।
তৌহিদ
আপনিও শুভেচ্ছা জানবেন দাদা।
সঞ্জয় মালাকার
অনেক অনেক শ
সঞ্জয় মালাকার
শুভেচ্ছা ভাইয়া২
রাফি আরাফাত
অনেকদিন পর প্রতিবাদি কিছু পরলাম। সেটা আপনার জন্য সম্ভব হইলো। ভালো লাগছে ভাই। ধন্যবাদ।
তৌহিদ
শুভকামনা জানবেন ভাই। কাউকেনা কাউকেতো বলতে হবে ভাই।
ছাইরাছ হেলাল
আমি আশাবাদি মানুষ,
অনেক নগন্যতা অন্যায্যতা সত্বেও স্বপ্ন দেখতে ভালোবাসি।
তৌহিদ
আশা নিয়েই বেঁচে থাকি, থাকতে হয় আমাদের। যে স্বপ্ন দেখতে জানেনা আশা তার কাছে মুল্যহীন।
ধন্যবাদ জানবেন ভাই।
মনির হোসেন মমি
লেখাটি ফেইস বুকেই পড়েছিলাম।চমৎকার একটি লেখা। সামাজিক অবক্ষয়ের কতটা অধপতন চোখে পড়লে এমন লেখা আসে।সব কিছুই খুব সহ্যের বাহিরে চলে গেছে।ভাল লিখেছেন।
তৌহিদ
শুভেচ্ছা জানবেন দাদা
শামীম চৌধুরী
হুম তাইতো…!!
দেশের মানুষ গোল্লায় যাক! আমার কি?
আমিতো বি পজেটিভ।
তৌহিদ
এই মনোভাব পোষণকারীরা আসলে সু নাগরিকের পর্যায়ে পরে না। একজন মানুষ তখনই সমাজে দেশে আর নিজের পরিবারে অবদান রাখতে পারেন যখন তিনি সু নাগরিক হন।
আমি এমন বি পজিটিভ হতে চাইনা ভাই।
শুভকামনা জানবেন।
শামীম চৌধুরী
হা হা হা