বিহঙ্গরা বেঁচে থাক
-আবু জাঈদ
ওড়ে বিহঙ্গ, রক্তাক্ত, নির্জীব
মুক্ত কশেরুকায় তীব্র আর্তনাদ,
ঝুলন্ত উইং এ ঝড়ে পরা অগ্নি,
ধার করা সূর্য্যের উপহার দেয়া উচ্ছ্বিষ্ট
বুক ভরা এলোমেলো কবিতার স্ট্যাঞ্জা,
একের পিঠে এক– এগারো ।
তৃষ্ণায় কাতর অরফানের দৃষ্টি,
সমুদ্র সারফেসে চকচকে লোভ,
সামনে কি দিগন্ত ?
হতেও পারে,লোভী চোখেরা আকাশে মরিচীকা দেখে।
হৃদয়ের মাইটোকন্ড্রিয়ায় অমিমাংসিত পচন
ডি এন এ এর পরিবর্তিত আচরণ,
লোহিত কনিকা রা মরে না,
বোটকা পচা দুর্গন্ধে সেখানে অনিয়মিত স্মৃতির নিয়মিত চর্চা
তবু বলি-
বিহঙ্গরা বেঁচে থাক ।
১৪টি মন্তব্য
নীলাঞ্জনা নীলা
শব্দের সুন্দর ব্যবহার । ভালো লেগেছে খুব ।
পাগলা জাঈদ
ধন্যবাদ জানবেন
নীলকন্ঠ জয়
“হৃদয়ের মাইটোকন্ড্রিয়ায় অমিমাংসিত পচন
ডি এন এ এর পরিবর্তিত আচরণ,
লোহিত কনিকা রা মরে না,
বোটকা পচা দুর্গন্ধে সেখানে অনিয়মিত স্মৃতির নিয়মিত চর্চা
তবু বলি-
বিহঙ্গরা বেঁচে থাক ।”
কবিতায় বিজ্ঞানের ব্যাবহারে চকিত হলাম।
দারুণ লেগেছে কবিতা।
শুভেচ্ছা।
পাগলা জাঈদ
চেষ্টা করেছি কবিতায় সব অধ্যায় নিয়ে আসার, আপনাদের ভাললাগায় জানলাম লেখাটা সার্থক হয়েছে
প্রজন্ম ৭১
সুন্দর কবিতায় অনেক ভালোলাগা ।
সীমান্ত উন্মাদ
চমৎকার শব্দের কাব্যিক উপস্থাপনে +
শুভকামনা জানিবেন নিরন্তর।
জিসান শা ইকরাম
খুব সুন্দর উপস্থাপনা
শেয়ার করার জন্য ধন্যবাদ ।
পাগলা জাঈদ
ধন্যবাদ জানবেন সবাই, আমি সব সময় ব্যাতিক্রম কিছু করার চেষ্টা করি, আপনাদের ভাললাগল জেনে আমার ও ভাল লাগল
প্রিন্স মাহমুদ
ভাল লেগেছে , আলাদা এক্তা লেখা ।
পাগলা জাঈদ
ধন্যবাদ 🙂
ব্লগার সজীব
বেঁচে থাক -{@ (y)
পাগলা জাঈদ
(y)
ছাইরাছ হেলাল
কবিতায় বিজ্ঞান !
পড়তে কিন্তু মন্দ নয় ।
পাগলা জাঈদ
মন্দ বলেননি যখন তাহলে তো আমি স্বার্থক :p