দৃষ্টি নন্দন ৩১ মিটার দীর্ঘ এবং ১৫ মিটার চওড়া জাহাজটি চলে সৌর শক্তিতে। সাধারণত ২০KW সৌর শক্তি প্রয়োজন হলেও এটি সৌর শক্তি গ্রহণ করে ১০৩.৪০KW. এই জাহাজের গড় স্পীড ৮ নটস বা প্রতি ঘণ্টায় ১৫ কিলোমিটার।
জাহাজটির মুল্য ১৮ মিলিয়ন ইউরো। জার্মানিতে তৈরি জাহাজটি নির্মাণের ১৪ মাস পরে ২০১০ এর মার্চে প্রথম সফল ভাবে সাগরে ভাসে।
১৩টি মন্তব্য
জিসান শা ইকরাম
নীল সাগরের জলে দারুন সুন্দর লাগছে জাহাজটি।
শেয়ার করার জন্য ধন্যবাদ।
শিশির কনা
আমারও অত্যন্ত ভালো লেগেছে ।
ছাইরাছ হেলাল
চমৎকার ছবি দেখে ভাল লাগল ।
শিশির কনা
ধন্যবাদ আপনাকে ।
লীলাবতী
নতুন কিছু জানলাম ।
শিশির কনা
আমিও
বনলতা সেন
এত খরচ এটি বানাতে ?
শিশির কনা
হ্যা , অনেক মুল্য ।
প্রজন্ম ৭১
জানার আছে অনেক কিছু ।
শিশির কনা
জানার কোন শেষ নাই ।
নীহারিকা
এই জাহাজটায় চড়তে ইচ্ছে হচ্ছে 🙂
শিশির কনা
আপু আমারও :p চলেন চড়ি 🙂
নীলকন্ঠ জয়
আমি একখান সিন্দাবাদের কাঠের জাহাজ বানাতে চাই। জীবনে যত জাহাজ দেখেছি, তার মাঝে সবথেকে ভালো লেগেছে সিন্দাবাদের জাহাজখানি। সিন্দাবাদের জাহাজই সেরা।
পোষ্টে ব্যতিক্রম কিছু তথ্য জানলাম ড. শিশির কনাকে ধন্যবাদ শেয়ার করার জন্য।