একদিন ঈশ্বর এক প্রেমিক প্রেমিকা কে একটা উপহার পাঠালেন।
একটা বিশেষ চেয়ার ।। চেয়ারটির বিশেষত্ব ছিলো যে, সেই চেয়ারে বসে কোন প্রশ্নের সত্যি উত্তর দিলে সাথে সাথে নীল রংএর বাতি জ্বলে ওঠে আর মিথ্যে উত্তর দিলে সাথে সাথে লাল রংএর বাতি জ্বলে।
ছেলেটিকে চেয়ারে বসিয়ে মেয়েটি প্রশ্ন করলো :
★★★ তুমি কি আমাকে ভালবাস ???
ছেলেটি উত্তর দিলো :
★★★ হ্যাঁ, আমি তোমাকে ভালবাসি ।।
——- ( সাথে সাথে লাল বাতি জ্বলে উঠল)
মেয়েটি তখন বললো —- দু:খিত হয়োনা ।।
ঈশ্বর হয়তো কোন ভুল করে ফেলেছেন ।।আমি আবার জিজ্ঞেস করছি, দেখো কি হয় ।।মেয়েটি আবার জিজ্ঞেস করলো :
★★★ তুমি কি আমাকে ভালবাস ??
ছেলেটি উত্তর দিলো :
★★★ হ্যাঁ , আমি তোমাকে ভালবাসি ।।
—— (সাথে সাথে নীল বাতি জ্বলে উঠল) — মেয়েটি খুশীতে তাকে জড়িয়ে ধরলো ।।
★ বলতে পারবেন প্রথম বার আসলে কি ঘটেছিল ??
★★★ আসলে ছেলেটি ঐ মেয়েটিকে সত্যি করে ভালবাসতো না ।।
—- সে মিথ্যে বলেছিলো ।।
কিন্তু যখন দেখলো মেয়েটি তাকে ঈশ্বরের চাইতেও বেশি বিশ্বাস করে
—- তখনি সে সত্যি করে মেয়েটিকে ভালবেসে ফেললো ।।
৭টি মন্তব্য
জিসান শা ইকরাম
ছোট লেখা , তবে দারুন লাগলো ।
মিসু
ভালো লেগেছে দাদা
মর্তুজা হাসান সৈকত
বাহ ! অন্যরকম ভালো লাগা ।
শিশির কনা
ভালো লাগা জানালাম (y) -{@
ছাইরাছ হেলাল
এমন ভালবাসা হয় নাকী!
ব্লগার সজীব
ঈশ্বর এমন চেয়ার যেন এখন আর না দেন । সব সময়েই লাল বাতি জ্বলে উঠতো তাহলে ।
স্বপন দাস
ধন্যবাদ ।।