বিবেক

রিমি রুম্মান ৬ জানুয়ারি ২০১৪, সোমবার, ০৯:০৬:৩৯পূর্বাহ্ন বিবিধ ১৮ মন্তব্য

আগুনপোড়া শিক্ষা প্রতিষ্ঠানটি যেখানে দাঁড়িয়ে
নরপশুদের সকল সুখ, উল্লাস সেখানেই লুকিয়ে!
পবিত্র কোরান আর পতাকার ছাইভস্মের মাঝে
সাধের গনতন্ত্র খুঁজে ফেরা ঐসব পাপীদেরই সাজে
দূরের শহীদমিনারটি ধুলোয় মুখথুবড়ে পড়ে থাকে
নির্বাক তাকিয়ে দেখে পাথর হৃদয় মানুষগুলোর দিকে।

যে মন্দিরটি ভেঙে গুঁড়িয়ে মাটির সাথে মিশে আছে
সে-ও মাথা তুলে ভাবে সৃষ্টির সেরা মানুষ এরা মিছে
বার্ন-ইউনিটে জীবন-যুদ্ধে হেরে যাওয়া জীবন্ত মনুষ্য কাবাব
নির্বাক নিষ্করুণ চাহনিতে খুঁজে এ নির্মমতা নিষ্ঠুরতার জবাব
কালের সাক্ষী নিঃস্বার্থ ছায়া দেওয়া বৃক্ষের আর্তনাদ
মিইয়ে গেছে স্বার্থপর মনুষ্য প্রজাতির গনতন্ত্রের সাধ এ।

স্রষ্টা, তোমার সৃষ্টির তরে বিবেক কেন হয়না উজ্জীবিত
বলো, এই নির্দয় নিষ্ঠুর সময়ে কেন সে বীভৎস, মৃত__??

৮৩৩জন ৮৩৩জন
0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ