আগুনপোড়া শিক্ষা প্রতিষ্ঠানটি যেখানে দাঁড়িয়ে
নরপশুদের সকল সুখ, উল্লাস সেখানেই লুকিয়ে!
পবিত্র কোরান আর পতাকার ছাইভস্মের মাঝে
সাধের গনতন্ত্র খুঁজে ফেরা ঐসব পাপীদেরই সাজে
দূরের শহীদমিনারটি ধুলোয় মুখথুবড়ে পড়ে থাকে
নির্বাক তাকিয়ে দেখে পাথর হৃদয় মানুষগুলোর দিকে।
যে মন্দিরটি ভেঙে গুঁড়িয়ে মাটির সাথে মিশে আছে
সে-ও মাথা তুলে ভাবে সৃষ্টির সেরা মানুষ এরা মিছে
বার্ন-ইউনিটে জীবন-যুদ্ধে হেরে যাওয়া জীবন্ত মনুষ্য কাবাব
নির্বাক নিষ্করুণ চাহনিতে খুঁজে এ নির্মমতা নিষ্ঠুরতার জবাব
কালের সাক্ষী নিঃস্বার্থ ছায়া দেওয়া বৃক্ষের আর্তনাদ
মিইয়ে গেছে স্বার্থপর মনুষ্য প্রজাতির গনতন্ত্রের সাধ এ।
স্রষ্টা, তোমার সৃষ্টির তরে বিবেক কেন হয়না উজ্জীবিত
বলো, এই নির্দয় নিষ্ঠুর সময়ে কেন সে বীভৎস, মৃত__??
১৮টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
এদের বিবেক তাঁদের স্বার্থের নিকট বিক্রিত, তাই তাঁদের পাথর হৃদয় মানুষের কষটে কাঁদে না।
রিমি রুম্মান
ঠিক বলেছেন আপনি। এদের বিবেক জাগ্রত হোক, করুণাময়ের কাছে আকুতি।
মা মাটি দেশ
স্রষ্টা, তোমার সৃষ্টির তরে বিবেক কেন হয়না উজ্জীবিত
বলো, এই নির্দয় নিষ্ঠুর সময়ে কেন সে বীভৎস, মৃত__?? ঠিক তাই (y)
রিমি রুম্মান
শুভ কামনা… ভাল থাকবেন।
জিসান শা ইকরাম
যারা এসব করে তারা এদেশের কেউ না
বিবেকহীন পশু তারা।
ভালো লিখেছেন আপা ।
রিমি রুম্মান
এরা মানুষ নামের কলঙ্ক …
ছাইরাছ হেলাল
এই সব বিবেকহীনদের অভব্যতায় বিদ্ধ আমরাও ।
সময়োপযোগী সুন্দর লেখা ।
রিমি রুম্মান
এদের বিবেক জাগ্রত হোক…
খসড়া
শিক্ষাপ্রতিষ্ঠান পোড়ানো কোন সুস্থ চিন্তার মানসিকতা নয়।দেশকে মেধাশূন্য করারই একটি প্রচেষ্টা।
রিমি রুম্মান
তবুও বিবেকবোধ সম্পন্ন সুশীল’রা আজ চুপ কেন… বড় জানবার সাধ হয়।
শিশির কনা
এইসব ঘটনার জন্মদেয়া বিবেকহীন দের কঠিন শাস্তি দেয়া উচিৎ । (y) -{@
রিমি রুম্মান
কঠিন শাস্তি এরা পাবে, আজ নয়তো কাল… আমি সেই দিনের অপেক্ষায়।
বনলতা সেন
সাধারণদের শুধুই ক্ষণে ক্ষণে হোচট খাওয়া আর পদে পদে হেরে যাওয়াই
একমাত্র নিয়তি ।
রিমি রুম্মান
সেদিন আর বেশি দূরে নয়, ক্রমাগত হোঁচট খেয়ে পড়ে যাওয়া’রা মাথা তুলে দাঁড়াবে … শুভ কামনা।
নীলকন্ঠ জয়
🙁
রিমি রুম্মান
ধন্যবাদ সাথে থাকার জন্যে…
স্বপ্ন নীলা
স্রষ্টা, তোমার সৃষ্টির তরে বিবেক কেন হয়না উজ্জীবিত
বলো, এই নির্দয় নিষ্ঠুর সময়ে কেন সে বীভৎস, মৃত__??’’,,,,,,,,,,,,,,,,,,,,,,কবিতা কথা বলছে,,,,,,,,ভাল লাগলো
শুন্য শুন্যালয়
অনেক ভালো লাগলো লেখাটা …