নিরন্তর প্রেমে ভালোবাসাটুকু কেনার পর,
অবশিষ্ট ভালোবাসাটা গচ্ছিত রাখলাম তোমার কাছেই,
দেনা-পাওনার হিসেব চুকে গেলে
উচ্ছিষ্ট অংশগুলো আমি তোমাকেই দিয়ে দিবো,
হয়তো এমনই এক শীত-বিকেলে
স্মৃতির খসড়ায় জ্বলজ্বলে হয়ে উঠবে
অগোছালো প্রণয় মুহূর্ত গুলো,
তখন কি গুনে দেখবে
কতটা পথ চলেছি হাতে-হাত রেখে?
প্রতিটি হাসির বিন্দুতে রঙ্গীন করেছিলাম
কত পৌষের বিকেল?
তখনো কি অপ্রকাশিত রাখবে
অবাধ্য মনে গাঁথা শত অ-কবিতার পাতা ?
ভালোবাসার দামে কেনা ভালোবাসা গুলো
আমি তোমাকেই দিয়ে দিলাম,
বিনিময়ে নিলাম তোমার অযাচিত উদাসীনতা…
★ অ-কবিতা
৩৬টি মন্তব্য
সুরাইয়া পারভিন
ভালোবাসার দামে কেনা ভালোবাসা গুলো
আমি তোমাকেই দিয়ে দিলাম,
বিনিময়ে নিলাম তোমার অযাচিত উদাসীনতা…
জাস্ট অনবদ্য
সাবিনা ইয়াসমিন
থ্যাংক ইউ ☺☺
ভালোবাসা + শুভ কামনা 🌹🌹
কামাল উদ্দিন
কবিতা কম বুঝি বলেছিলাম, কিন্তু অ-কবিতা নয়। ভালোবাসার দামে কেনা ভালোবাসাগুলো ভালোবাসার জন্য উৎস্বর্গ করলে ভালোবাসার গভীরতা হয়তো আরো বৃদ্ধিই পাবে………অ-কবিতায় রইল ভালোলাগা।
সাবিনা ইয়াসমিন
বাহ! এটাই তো চাই!
কবিতা বোঝার চেষ্টা আপনার করার দরকারই নেই। আমি এখন থেকে সবগুলোই অ-কবিতা লিখবো কামাল ভাই। এভাবেই পড়ে কমেন্ট দিতে হবে কিন্তু। 😊
শুভ কামনা 🌹🌹
কামাল উদ্দিন
আপনার জন্যও রইল আন্তরিক শুভ কামনা।
ইসিয়াক
খুবই সুন্দর ।
সাবিনা ইয়াসমিন
অনেক ধন্যবাদ,
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
সুপায়ন বড়ুয়া
“ভালোবাসার দামে কেনা ভালোবাসা গুলো
আমি তোমাকেই দিয়ে দিলাম,”
এক কথায় অসাধারন
বিনিময়ে নিসার্থ ভালবাসা
আজ তোমায় কথা দিলাম !
সাবিনা ইয়াসমিন
আপনার কবিতা কমেন্টে মুগ্ধতা।
তাৎক্ষণিক কবিতা লিখতে আপনার জুড়ি নেই দাদা।
অনেক ধন্যবাদ, শুভ কামনা আপনাকে 🌹🌹
নিতাই বাবু
ভালোবাসার দামে কেনা ভালোবাসাগুলো শুধু বিলিয়ে যাচ্ছি। বিনিময়ে কত ঠেলাগুতা যে খাচ্ছি দিদি, তা আর বলে শেষ করা যাচ্ছে না। আপনার কবিতায় নিজের কিছু খুঁজে পাই। তাই পড়তে ভালো লাগে। শুভকামনা থাকলো শ্রদ্ধেয় কবি দিদি।
সাবিনা ইয়াসমিন
হ্যা দাদা, ভালোবাসা গড়তে আর বিলিয়ে দেয়ার বিনিময়ে কতযে ঠ্যালা-ধাক্কা-উস্টা খেতে হয়, তা শুধু ভুক্তভোগীরাই বুঝতে পারে। পানেওয়ালাদের এসব নিয়ে কোনো মাথাব্যথা নেই। ফ্রী জিনিসের কদর কোথাও নেই। 😢😢
আপনাকেও অনেক শুভেচ্ছা ও শুভ কামনা জানাই।
ভালো থাকুন দাদা। 🌹🌹
এস.জেড বাবু
ভাগশেষটাও দিলেন-
উজার করেই দিলেন-
সর্বস্ব বিলিয়ে দিয়ে “উদাসীনতা কিনে নিলেন।
এতো কিছু পেলে কেউ উদাসী হবে- স্বাভাবিক।
আরও চাই এর দুনিয়ায়, কারো পেট ভরে না- মন তো ভাবেই না।
অ-কবিতায় মুগ্ধতা।
সাবিনা ইয়াসমিন
এতো কিছু পেলে কেউ উদাসী হবে- স্বাভাবিক।
রাইট, এ জগতে যার পেট যত ভরা থাকে, তার মনের ক্ষুধাও ততোবেশি থাকে – বাস্তব উপলব্ধি।
ধন্যবাদ ক্যানসেল,
শুভ কামনা সব সময়ের জন্যে রইলো বাবু ভাই 🌹🌹
এস.জেড বাবু
অনেক শুভেচ্ছা এবং শুভকামনা নিরন্তর।
সাচ্ছন্দ ছুঁয়ে থাকুক সবসময়।
সুপর্ণা ফাল্গুনী
ভালোবাসার দামে কেনা ভালোবাসা গুলো
আমি তোমাকেই দিয়ে দিলাম,
বিনিময়ে নিলাম তোমার অযাচিত উদাসীনতা…
চরম সত্য । ধন্যবাদ আপু
সাবিনা ইয়াসমিন
আপনাকেও অশেষ ধন্যবাদ।
শুভ কামনা ও ভালোবাসা রইলো 🌹🌹
নুরহোসেন
ভালোবাসার দামে কেনা ভালোবাসা গুলো
আমি তোমাকেই দিয়ে দিলাম,
বিনিময়ে নিলাম তোমার অযাচিত উদাসীনতা…
-চমৎকার লিখেছেন।
তবে আপনাকে উদাসীন মানাবে না, আপনি বরং জ্বালাও পোড়াও হতে পারেন ফ্লেইম উইথ ফায়ার!
সাবিনা ইয়াসমিন
হাহাহা, জ্বালাও পোড়াও ভাবটা আমারও পছন্দ। তবে কিনা, কবিতায় মাঝে মাঝে মহান ভাব আনতে হয়। তাই উদাসী ভাব এনেছি।
চমৎকার কমেন্ট এর জন্যে অনেক ধন্যবাদ নুর ভাই।
শুভ কামনা 🌹🌹
নুরহোসেন
শুভ কামনা রইলো ভালো থাকুন।
প্রদীপ চক্রবর্তী
কী কঠিন কঠিন শব্দ সংযোজন।
তিনবার পড়ে প্রদীপ অবশেষে খানিকটা বুঝেছে।
..
বিনিময় বিনিময়কারী দুইই সংস্থাপিত।
বেশ সুন্দর লেখনী দিদি।
সাবিনা ইয়াসমিন
তুমি আমার এত্তো সহজ লেখাটা বুঝলে না! এই জন্যেই আমি ডাইরেক্ট কবিতা লিখতে ভরসা পাই না। অ-কবিতাই যদি বুঝিয়ে লিখতে না পারি, তাহলে কবিতা লিখবো ক্যামনে! 😰😰
জিসান শা ইকরাম
এটা কোনো বিনিময়ই হলো না,
উদাসিনতার বিনিময়ে হতে পারে উপেক্ষা,
ভালোবাসার বিনিময়ে ভালোবাসা।
ভালোবাসা কি কেবল পৌষ মাসের বিকেলে হয়?
বাকী এগারো মাসের হিসেব হবে না ?
যাই হোক, অ-কবিতা ভালো হয়েছে,
চলুক কবিতার চেয়ে ভালো অ-কবিতা।
সাবিনা ইয়াসমিন
ভালোবাসার বিনিময়ে ভালোবাসা কিনে তারপর উদাসীনতার দামে বিক্রি করেছি। মন দিয়ে না পড়ে কমেন্ট দেয়া ঠিক না।
কবিদের ইতিহাস সাক্ষী আছে, প্রেমের যত সর্বনাশ সব পৌষ মাসেই হয়। বছরের বাকি এগারো মাস সব সময়ই সুবিধাজনক অবস্থানে থাকে। 😀😀
অনেক ধন্যবাদ,
শুভ কামনা 🌹🌹
জিসান শা ইকরাম
প্রেমকি বাজারের পন্য নাকি? যে বিকি কিনি হয়?! প্রেমের হাট বাজারের ঠিকানা দিয়েন তো।
আরজু মুক্তা
মুগ্ধতা রেখে গেলাম।
সাবিনা ইয়াসমিন
আচ্ছা, মুগ্ধতা এখানেই জমা থাকুক।
সুন্দর করে রেখে দিলাম।
ধন্যবাদ ও শুভ কামনা আপনাকে 🌹🌹
কামাল উদ্দিন
আরো কিছু অ-কবিতা বিনিময় হয়ে যাক………..
সাবিনা ইয়াসমিন
আচ্ছা, চেষ্টা অব্যাহত থাকবে। তখন কিন্তু বলতে পারবেন না, কি লিখেছেন এসব 😀😀
কামাল উদ্দিন
ওটা তো অ-কবিতাই বলার কি আছে আপু?
রেহানা বীথি
দেনা-পাওনার হিসেব চুকে গেলে
উচ্ছিষ্ট অংশগুলো আমি তোমাকেই দিয়ে দিবো।
এমন উজাড় করা ভালোবাসা আর কোথায় পাবে সে হতভাগা?
যাইহোক, অ-কবিতা নামক কবিতাটি মুগ্ধকর।
সাবিনা ইয়াসমিন
হাহাহা, তাই তো। এমন ভালোবাসা কই পাবে হতভাগা,!!
অনেক অনেক ধন্যবাদ আপু,
ভালো থাকুন,
শুভ কামনা 🌹🌹
ছাইরাছ হেলাল
বেচা-কেনার এ সময়ে
এন্তার বিকোয় সব কিছুই
শুধু ভালোবাসাটুকু ছাড়া,
শিকোয় তুলে তাই-ই রেখে দিলাম,
কাকে আর দেব!! তোমায় ছাড়া!
সাবিনা ইয়াসমিন
ভালোবাসা কেবল ভালোবাসার দামেই কিনতে হয়। উহু,, শিকোয় বা শিকে গেঁথে রাখা যাবে না মহারাজ। তাহলে শুকিয়ে আচার হয়ে যেতে পারে,, 😀😀
আসিফ ইকবাল
সাবিনা, আজ প্রথম কেন যেন তোমার কবিতা পড়ে মন বেশ খারাপ হয়ে গেল। কেমন যেন একটা বেদনাবোধ, একটা ব্যথার অনুভূতি হলো। ভালোবাসা চির অম্লান থাক, সে যেন কখনো না হারায়। ভালো থেকো।
সাবিনা ইয়াসমিন
ভালোবাসা অম্লান হয়ে থাকে যদি তা সত্যিকারের হয়। এটা পড়ে খারাপ হলো কেন? এটাতো চিরন্তন প্রেমের কবিতা। যে কবিতায় প্রেয়সী নিজেকে নিবেদন করেছে তার সমস্ত কিছু উজাড় করে। মনে খুশি নিয়ে আরেকবার পড়ুন, এ লেখায় বিরহ নয়, বরং প্রেমের প্রচন্ড বহিঃপ্রকাশ দেখতে পাবেন।
দেরিতে উত্তর দেয়ার জন্যে দুঃখিত আসিফ। কর্মব্যস্ততা আমাকে নিয়মিত হতে দিচ্ছে না। ভালো থাকুন,
শুভ কামনা 🌹🌹
আসিফ ইকবাল
হুম, মন খারাপ হবার কারণ প্রেমিকার মনোবেদনা। হ্যাঁ, সে সব কিছু উজাড় করেই ভালবেসেছে কিন্তু প্রেমিক তাকে বুঝতে পারেনি, উদাসীন থেকেছে। তোমার কোথায় আরেকবার পড়লাম। ঠিক-ই বলেছ, চমৎকার প্রেমের কবিতা। শুধু শেষ লাইনে রয়েছে প্রেমিকার অভিমান।
কামনা করি তোমার ব্যস্ততা কমুক। নিয়মিত হও।
ভালো থেকো।