বিনিময়

সাবিনা ইয়াসমিন ১৪ ডিসেম্বর ২০১৯, শনিবার, ০৩:৩৯:০২অপরাহ্ন একান্ত অনুভূতি ৩৬ মন্তব্য

নিরন্তর প্রেমে ভালোবাসাটুকু কেনার পর,
অবশিষ্ট ভালোবাসাটা গচ্ছিত রাখলাম তোমার কাছেই,

দেনা-পাওনার হিসেব চুকে গেলে
উচ্ছিষ্ট অংশগুলো আমি তোমাকেই দিয়ে দিবো,

হয়তো এমনই এক শীত-বিকেলে
স্মৃতির খসড়ায় জ্বলজ্বলে হয়ে উঠবে
অগোছালো প্রণয় মুহূর্ত গুলো,

তখন কি গুনে দেখবে
কতটা পথ চলেছি হাতে-হাত রেখে?
প্রতিটি হাসির বিন্দুতে রঙ্গীন করেছিলাম
কত পৌষের বিকেল?

তখনো কি অপ্রকাশিত রাখবে
অবাধ্য মনে গাঁথা শত অ-কবিতার পাতা ?

ভালোবাসার দামে কেনা ভালোবাসা গুলো
আমি তোমাকেই দিয়ে দিলাম,
বিনিময়ে নিলাম তোমার অযাচিত উদাসীনতা…

★ অ-কবিতা

১৯৫৯জন ১৫৮২জন
0 Shares

৩৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ