যে লেখার শুরুটাই হয় একটা দীর্ঘশ্বাস দিয়ে, জানি না সে লেখার শেষটা কেমন হওয়া উচিত। শুরুর আগেই শেষের কথা আঁওড়াচ্ছি কারন আজ তো শুধুই শেষের মেলা। প্রথমেই লিখার মূখ্য উদ্দেশ্য বলে দেয়া উচিত না হলে পাঠকের ধৈর্য্যচূত্যি ঘটাটাই অবশ্যম্ভাবী। আজ থেকে ফেসবুক, ব্লগ কিংবা কারো চিন্তা চেতনায় থাকবে না ” হিপনোটক্সিক ইরেকটাস ” নামক নিকটা।
হুম। বেশিরভাগেরর কাছে হয়তোবা আমি কিছুই না, তবে কিছু মানুষের কাছে আমি অনেক কিছু। সেই মানুষগুলোর কাছে আমি আজ ক্ষমাপ্রার্থী। বিনম্রচিত্তে শ্রদ্ধা আর ভালোবাসা জানাই তাদের যারা ঠিক এ জিনিস গুলোই আমাকে করে এসেছেন। আর কি বোর্ড ধরা হবে না এ নিকটির হয়ে ।
যাদের অনুপ্রেরনায় আমার এ পথচলা সে মানুষগুলা বিদায়বেলা আমার কাছ থেকে কিছু ব্যাখ্যা অবশ্যই দাবী করতে পারেন। আসলে যখন আপনি নিজেই বুঝবেন যে আপনি ফুরিয়ে যাচ্ছেন, তখন ফুরিয়ে যাবার আগেই আপনার পথ ছেড়ে দেওয়া উচিত। আর আমাদের পৃথিবীটা বড়ই অদ্ভুদ। এ পৃথিবীটা একজনকে একসাথে দু কাজ করতে দেয় না। নিজেকে ব্যাতিক্রম প্রমানিত করবার মিথ্যে অভিনয় করতে করতে আমি ক্লান্ত। নিজের প্যাশনের বদলে পেশাটাকেই হয়তোবা মূখ্য ভাবা উচিত আমার মতো ছাপোষাদের। আমি তাই করতে যাচ্ছি যা পরিবারেরর সবাই আমার কাছ থেকে আশা করে।
আমি আটকে থাকবো আমার ছোট্ট গন্ডির মাঝে । পথ চলতে চলতে দেখা হয়ে যাবে একদিন । অতোদিন ভালো থাকুন সবাই , ভালো থাক ভালোবাসাগুলা, ভালো থাকুক আমার গল্পছায়াগুলা।
ব্লগ সঞ্চালকদের কাছে অনুরোধ থাকবে নিকটা ব্লগ থেকে মুছে দিতে ।
বিদায়।।
১৩টি মন্তব্য
স্বপ্ন
মানতে পারলামনা আপনার সিদ্ধান্ত। পরিবারকে অবশ্যই সময় দিবেন। অবসরে এই লেখালেখি। ভেবে দেখবেন।
হিপনোটক্সিক ইরেকটাস
আমি এখনো ছাত্র মানুষ। পড়াশুনার জন্যই এ সিন্ধান্ত । আর মেডিকেলের পড়ার সাথে তাল মেলাতে হিমশিম খাচ্ছি ।
প্রহেলিকা
Sorry ami akhon banglate type korte parchi na. Apni jodi onomoti den tahole avabei montobbo korte pari r nahole sondhay amar montobbo pore jaben vaiya.
হিপনোটক্সিক ইরেকটাস
ei vabei korun….aaj na hoy rules kichu banga hok… khoti ki tate ?
প্রহেলিকা
Dhonnobad vaiya probashi manush sararat office kore ase suyechilam kintu apnar post ta dekhe kichu na boleto ar thaka jabe na. Chole jaben badha dibo na karon nije jokhon sidhanto niyechen tar upor apnake jor korar kono odhikar nei amar. Apnar sofolota kamona kori mone prane. Jibone sofol hon setai cai.
Tobe apnar postti onek mormahoto korlo karon biday er post onk bedonadayok. majhe majhe onek onek shopno dekhi amra. Dekha jay ghumer majhe kolponate amon kichu jinish dekhchi ja kina onek sukhokor.sesh muhurte ese jokhon ghumta venge jay tokhon ekta afsos kori. Kintu ki janen onek bedonadayok jinish kokhono sopne ase na onek ceshta korar poro ase na. Dhoren Amon jodi hoto apni post dile biday likhe ami kolpona amio comments korlam sobai comments korlo hotat amr ghumta venge gelo dhuke dekhlam na amon biday sironamer kono post nei tokhoner onuvotiki bujhte parchen apni?
Apnar ekta montobbe bollen apni chatro manush vaiya apni akhono chatro. Ami jodi ceshta koren apnake diye hobe na amon kichuto nei. Apni medicel laveler porashona koren apnar brain shomporke kintu kichuta holeo onuvob kora jay.
Bolechi badha dibo na, janento ajkal naki keu kotha rakhe na amio na. Doya kore post ti remove kore din.noton jekono ekti post din apnar pochondo moto. Akul abedon naki ferate pare na Isshoro r apnito sadharon akta manush so joldi koren vaiya.thakna amra keue akhane chirosthayi na akdin sobai cole jabo upore. Khaniker ei jibonta jak na avbei…
প্রহেলিকা
Ferano kintu thik hobe na valobeshilam bole ghrina korte parbo na seta jani tarporo jolonto valobasha kintu pushe rakha koshtokor.
মা মাটি দেশ
না, ভাইয়া এটা ঠিক নয়।আর আপনি যা বলেছেন পরিবারের জন্য তাও মনে হয় মিথ্যে বলছেন কারন কারো ইচ্ছা শক্তিকে পরিবার বাধা হতে পারে না তার উপর মহৎ কাজকে।আপনার ডাক্তারদের নিয়ে একটি পোষ্টে কিছু রূঢ কথা বলেছিলাম কিছু মনে করবেনা।যুক্তি দেয়ার চেষ্টা করেছি সোনেলায় রাগ নেই আছে শুধু ভালবাসা।ধন্যবাদ আপনাকে মতামত চেঞ্জ করলে খুশি হব।
জিসান শা ইকরাম
অনেকে বিদায় বলেও আবার যেতে পারেনা ।
আন্তরিকতার কাছে হেরে গিয়ে আবার ফিরে আসে ।
পড়াশুনার ক্ষতি হোক এমন কিছু চাইবনা আমি ।
এই ব্লগে কয়েকজন আছেন মেডিকেল স্টুডেন্ট ।
পড়াশুনার চাপে অনিয়মিত । মাঝে মাঝে আসেন ।
আপনার লেখা পড়ে মনে হয়েছে – আপনি আর ফিরবেন না ।
তবে আইডি বাতিল করা কি উচিৎ হবে ?
আপনার লেখা এখন পাঠকের সম্পদ
তাদের সামনে থেকে লেখা কি কেড়ে নেয়া উচিৎ হবে ?
থাকুক সব এভাবেই – যখন সময় পাবেন , আসলেন আপনার প্রিয় সোনেলায় ।
আমরা অপেক্ষা করবো আপনার জন্য —
পরিবারের একজন বিদেশে চলে গেলে – তাঁর আগমনের প্রত্যাশায় যেমন থাকি আমরা , তেমনি থাকবো আমরাও ।
পড়াশুনা করুন ভালোভাবে – দেশকে দেয়ার আছে অনেক কিছু আপনার।
শুভ কামনা ।
শুন্য শুন্যালয়
সব মেনে নিলাম, কিন্তু বলে দিলাম ছেড়ে যেতে পারবেন না, মনের মধ্যে হিপনোটক্সিক ইরেকটাস ঠিকই ঘুরে বেড়াবে ।।
ডাক্তারি পড়া, কি আর বলবো, এখনো পড়ি 🙁 তবু যে আসি …
আপনার জন্য শুভকামনা।। সবাইকে সময় দিন, ভালো থাকুন
অপেক্ষা করবো আপনার ফিরে আসার … -{@
ব্লগার সজীব
কি বলবো বুঝতে পারছিনা ভাই । আপনার জন্য আমার এই গান । শুনবেন প্লিজ Play তে ক্লিক করে । মনে করুন এটিই সোনেলার হার্ট থেকে গাওয়া ।
http://mp3skip.com/mp3/chalte_chalte_mere_ye_geet.html
লীলাবতী
এভাবে না গেলে কি হয়না ? আসুন এখানে মাঝে মাঝে । ভালো থাকুন আপনি ভাইয়া ।
খসড়া
ক্ষমা কর ধৈয্য ধর
হউক সুন্দরতর বিদায়ের ক্ষন
মৃত্যু নয় ধ্বংস নয়
নহে বিচ্ছেদের ভয়
শুধু সমাপন।
রিমি রুম্মান
কোন কারনে ফেরানো গেলো না তাকে…ফেরানো গেলনা কিছুতেই… 🙁