“আমিও ঝরে যাবো ঝরা পাতার মত,
শুনতে পাবে বন্ধুরা সব মরমর ধ্বনি শত।
আমিও হারিয়ে যাব নীল আকাশের তারার মত,
নিয়ে যাব সঙ্গী করে এই পৃথিবীর ক্ষত আছে যত।আমিও হারিয়ে যাব রেখে যাব স্মৃতি,
তুমি-আমি, এই পিছুটান হারাবে পূর্ণতা,গতি;
আমিও হারিয়ে যাব করবো স্বীকার নতি,
তোমার-আমার ব্যবধান হবে সহস্র ক্রোষ অতি।
আমিও ছেড়ে যাব বন্ধু আছে যত,
এই ধরণীর মায়াময় সংসারে আর যাতনা কত?
আমিও মুছে ফেলবো নয়ন,দুঃখকে করে গত,
স্বপ্নডানায় পাখা মেলে জানাবো বিদায় সতত। ”
১২টি মন্তব্য
জিসান শা ইকরাম
স্বাগতম সোনেলায় -{@
কবিতা ভালো লেগেছে –
কষ্ট হলেও এটিই সত্যি – সব কিছু রেখে চলে যেতে হবে ।
শুভকামনা সব সময়ের জন্য।
নীলকন্ঠ জয়
অনেক ধন্যবাদ জিসান শা ইকরাম ভাই।
আপনার প্রতিও রইলো আন্তরিকতা শুভকামনা। -{@
আদিব আদ্নান
এখানে দেখছি শুধুই বিষাদ বিদায়ের সুর ।
ছন্দ ছন্দে ভালোই লিখছেন ।
নীলকন্ঠ জয়
অনেক ধন্যবাদ আদিব আদনান ভাই । মাঝে মাঝে চীরসত্য কিছু কথাও যে শুনতে হয়।
শুভকামনা।
বনলতা সেন
সত্য সত্যি ই , তা যতই কঠিন বা কোমল হোক না কেন ।
মুখোমুখি হব , না পালিয়ে ই ।
নীলকন্ঠ জয়
বনলতা দি, অনেক ধন্যবাদ।
শুভেচ্ছা এবং শুভকামনা।
ছাইরাছ হেলাল
আপনার লেখা পছন্দ হয়েছে শুধু ছেড়ে যাওয়ার আকুতি টুকু ছাড়া ।
সব ছেড়ে দিন ছেড়ে যান শুধু লেখালেখিটুকুর মাঝেই বেশি করে বাঁচুন ।
নীলকন্ঠ জয়
হেলাল ভাই অনেক ধন্যবাদ। ছেড়ে যাওয়ার জন্য আসিনি। বরং লেখার আকুতি থেকেই এসেছি। তাই থাকব আপনাদের ভালবাসা পেলে।
শুভকামনা সতত।
লীলাবতী
প্রথম লেখায়ই বিদায়র কথা কেনো ভাইয়া ?
নীলকন্ঠ জয়
বিদায় তো একদিন নিতেই হবে লিলাবতী আপি। তাই আগেভাগেই বিদায় চেয়ে নিলাম। যদি সুযোগ না পাই।
ভালো থাকুন। অনেক অনেক শুভ কামনা।
খসড়া
স্বাগতম।আমি এক কট্টর খারাপ মন্তব্যকারীহিসেবে পরিচিত।
তবে ভাল লেখাকে অবশ্যই ভাল বলি আর যে লেখায় ভুল বা অসংগতি থাকে তা ধরিয়ে দেই। এই ধরিয়ে দেবার জন্যই আমি খারাপ। যাই হোক। এবারে আপনার কথা বলি।
কবিতাটা সত্যিই চমতকার। 🙂
নীলকন্ঠ জয়
খুশি হলাম খসড়া সাহেব। ভুল হলে ধরিয়ে দেওয়া দোষের কিছুতো নয়।
শুভ কামনা।