বিদায় প্রিয়তমা ।

সঞ্জয় কুমার ৫ ফেব্রুয়ারি ২০১৫, বৃহস্পতিবার, ০৬:৫৩:৪৫অপরাহ্ন কবিতা, সমসাময়িক ১২ মন্তব্য

ম

শোন সুরঞ্জনা
তোমার কেশের সুবাস এখন আর আমাকে পাগল করে না।

চারদিকে এখন শুধু পোড়া মাংসের গন্ধ
কে এফসির চিকেন নয় , এখন মানুষই পুড়ছে জ্যান্ত ।

যতটা আগুন জ্বলেছিলো তোমার বিহনে
তারচেয়ে ও বেশী জ্বলছে হৃদয় টা পেট্রোল বোমার আগুনে ।

আমার যে দু চোখে তুমি রাখতে চোখ
চেয়ে দেখ আজ সেখান থেকে বেরুচ্ছে অগ্নি ক্রোধ ।

আজ আমি বামাক্ষেপা আমি অশান্ত
সব অত্যাচারিদের করবই আমি পরাস্ত ।

আমি যুদ্ধে গেলাম বিদায় প্রিয়তমা
জয় বাংলা , জয় বাংলা মা ।

১জন ১জন
0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ