শোন সুরঞ্জনা
তোমার কেশের সুবাস এখন আর আমাকে পাগল করে না।
চারদিকে এখন শুধু পোড়া মাংসের গন্ধ
কে এফসির চিকেন নয় , এখন মানুষই পুড়ছে জ্যান্ত ।
যতটা আগুন জ্বলেছিলো তোমার বিহনে
তারচেয়ে ও বেশী জ্বলছে হৃদয় টা পেট্রোল বোমার আগুনে ।
আমার যে দু চোখে তুমি রাখতে চোখ
চেয়ে দেখ আজ সেখান থেকে বেরুচ্ছে অগ্নি ক্রোধ ।
আজ আমি বামাক্ষেপা আমি অশান্ত
সব অত্যাচারিদের করবই আমি পরাস্ত ।
আমি যুদ্ধে গেলাম বিদায় প্রিয়তমা
জয় বাংলা , জয় বাংলা মা ।
১২টি মন্তব্য
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
জয় বাংলা , জয় বাংলা মা । -{@
সঞ্জয় কুমার
ধন্যবাদ ভাইয়া
খসড়া
দামামা বাজিয়ে দশ দিক তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা।
সঞ্জয় কুমার
অবশ্যই আসতেই হবে ।
ধন্যবাদ ।
জিসান শা ইকরাম
পোড়া মানুষের মাংসের গন্ধে কিছুই ভালো লাগার কথা নয়।
কবিতা ভালো হয়েছে।
সঞ্জয় কুমার
মোটেও ভাল হয়নি মামা । আপনি বোধহয় বাড়িয়ে বলেছেন ।
ভুল আছে অনেক কিন্তু ধরতে পারছি না ।
আপনাদের সহযোগীতা কামনা করি ।
ভাল থাকবেন ।
নুসরাত মৌরিন
আজ আমাদের হৃদয় পুড়ছে সাথে শরীর…।
সত্যিই কি অত্যাচারীরা পরাস্ত হবে?এই আঁধার কাটবে?
সেই অদেখা ভোরের অপেক্ষায়…আমরা সবাই।
সঞ্জয় কুমার
অত্যাচারিদের পরাস্থ করতেই হবে । সবার মাঝে মানবতা জাগ্রত করতেই হবে ।
লীলাবতী
শিরোনাম দেখে ভাবলাম বিদায় নিলেন বুঝি।ক্লিক করে দেখি কবিতা।কবিতা কি এই প্রথম লিখলেন?ভালোই তো লাগলো।সবাই কবি হয়ে যাচ্ছে 🙂
সঞ্জয় কুমার
আপনাদের ছেড়ে যাব কোথায় ? কবিতায় একদম নতুন । আপনাদের হাতধরে শিখতে চাই
শাহ আলম বাদশা
ভালো উপলদ্ধির সময়োচিত কবিতা
সঞ্জয় কুমার
ধন্যবাদ । আমি একবারেই কবিতা লিখতে পারি না ত্রুটি বিচ্যুতি গুলো ধরিয়ে দিলে কৃতজ্ঞ থাকব ।