আজো আমি বাতাসে লাশের গন্ধ পাই
আজো আমি মাটিতে মৃত্যূর নগ্ননৃত্য দেখি,
ধর্ষিতার কাতর চিৎকার শুনি আজো আমি তন্দ্রার ভেতরে…
এ দেশ কি ভুলে গেছে সেই দু:স্বপ্নের রাত, সেই রক্তাক্ত সময় ?
বাতাসে লাশের গন্ধ ভাসে
মাটিতে লেগে আছে রক্তের দাগ।
এই রক্তমাখা মটির ললাট ছুঁয়ে একদিন যারা বুক বেঁধেছিলো।
জীর্ণ জীবনের পুঁজে তারা খুঁজে নেয় নিষিদ্ধ আধাঁর,
আজ তারা আলোহীন খাঁচা ভালোবেসে জেগে থাকে রাত্রির গুহায়।
এ যেন নষ্ট জন্মের লজ্জায় আরষ্ট কুমারী জননী,
স্বাধীনতা – একি তবে নষ্ট জন্ম ?
একি তবে পিতাহীন জননীর লজ্জার ফসল ?
জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরোনো শকুন।
বাতাশে লাশের গন্ধ
নিয়ন আলোয় তবু নর্তকীর দেহে দুলে মাংসের তুফান।
মাটিতে রক্তের দাগ –
চালের গুদামে তবু জমা হয় অনাহারী মানুষের হাড়
এ চোখে ঘুম আসেনা। ঘুম আসেনা। সারারাত আমার ঘুম আসেনা-
বাতাসে লাসের গন্ধ
তন্দ্রার ভেতরে আমি শুনি ধর্ষিতার করুণ চিৎকার,
নদীতে পানার মতো ভেসে থাকা মানুষের পচা লাশ
মুন্ডহীন বালিকার কুকুরে খাওয়া বিভৎস্য শরীর
ভেসে ওঠে চোখের ভেতরে। আমি ঘুমুতে পারিনা, আমি
ঘুমুতে পারিনা…
রক্তের কাফনে মোড়া – কুকুরে খেয়েছে যারে, শকুনে খেয়েছে যারে
সে আমার ভাই, সে আমার মা, সে আমার প্রিয়তম পিতা।
স্বাধীনতা, সে আমার – স্বজন, হারিয়ে পাওয়া একমাত্র স্বজন –
স্বাধীনতা – আমার প্রিয় মানুষের রক্তে কেনা অমূল্য ফসল।
ধর্ষিতা বোনের শাড়ী ওই আমার রক্তাক্ত জাতির পতাকা।
৩০টি মন্তব্য
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
দেহে শিহরণ জাগায় মনে আনে প্রতিবাদের ঝড়…..বিশেষ ধন্যবাদ এমন একটি পোষ্টের জন্য। -{@
আবিদ রোজীনা
আপনাকেও ধন্যবাদ,আমরা এই নৃশংসতা ভুলবো না।
ছাইরাছ হেলাল
প্রিয় কবির বিখ্যাত কবিতা।
অনেকদিন পরে আপনাকে দেখছি।
আবিদ রোজীনা
স্যরি ভাইয়া,সংসারের কাজের পর আর আসা হয়না।চেষ্টা করবো নিয়মিত আসার।
খেয়ালী মেয়ে
ধন্যবাদ শেয়ার করার জন্য 🙂
আবিদ রোজীনা
আপনাকেও ধন্যবাদ আপু।
জিসান শা ইকরাম
প্রিয় কবির প্রিয় কবিতা নিয়ে এলেন আজ
আবৃত্তি সহ।
ধন্যবাদ শেয়ার করার জন্য।
পোষ্ট দিয়ে চলে গেলে ব্লগিং হবেনা।
আবিদ রোজীনা
ধন্যবাদ ভাইয়া। সময়ের যে বড্ড অভাব। চেষ্টা করবো নিয়মিত হবার।
অরণ্য
বহুদিন পর শুনলাম। এ ভালোলাগা থেকে যাবে যুগ যুগ, তবু ফুরাবে না। শেয়ার করার জন্য ধন্যবাদ – অনেক, অনেক।
আবিদ রোজীনা
এ আমাদের রক্তের ঋণ ভাইয়া। ধন্যবাদ আপনাকে।
শিশির কনা
কবিতাটি পড়তে গিয়ে গায়ে কাটা দিয়ে ওঠে। ধন্যবাদ আপনাকে। এমন কবিতার শেয়ার এখন প্রয়োজন খুব।
আবিদ রোজীনা
আপনাকেও ধন্যবাদ ভাইয়া। যা ভালো লাগে তা শেয়ার করি আমি। নিজে লিখতে না পারার কষ্টে আছি।
সীমান্ত উন্মাদ
রুদ্র আমার প্রিয় কবিদের অন্যতম। অনেক ধন্যবাদ আপনাকে প্রত কবির কবিতা পোষ্ট দেয়ার জন্য
আবিদ রোজীনা
আপনাকেও ধন্যবাদ ভাইয়া। আপনার নামটি এমন কেনো?
শুন্য শুন্যালয়
আরো একবার পড়ে নিলাম কবিতাটি। অনেক ধন্যবাদ আপনাকে। এমন কবিতার শেয়ার হওয়া উচিত। আরো এমন কবিতা লেখা উচিত আরো।
আবিদ রোজীনা
আপনা্কেও ধন্যবাদ আপু।এমন লেখা শেয়ার দেয়া উচিৎ বলেই দিয়েছি। নতুন কবিতা তো আপনারা লিখবেন। আমি আপনাদের তেমন কবিতা আবার শেয়ার দেবো।
সাতকাহন
আমার শৈশব স্মৃতি অনেকটা জড়িয়ে আছে রুদ্র দা’দের পরিবারের সাথে, রুদ্র দা’র ছোট ভাই হিমেল বরকত আমার খুব ভালো বন্ধু, হিমেল এখন জাহাঙ্গীগরনগর বিশ্ববিদ্যালয়ের বাঙলার সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত, একসাথে কতো আড্ডা, কতো স্মৃতি, সব যেন আবারও রঙিন হয়ে উঠলো। ধন্যবাদ আবিদ রোজীনা।
আবিদ রোজীনা
আপনাকেও ধন্যবাদ ভাইয়া। প্রিয় কবিকে দেখেছেন, কথা বলেছেন,আর আপনি এই সোনেলায় আছেন, এটি আমার চরম প্রাপ্তি।
মামুন
সেই কলেজ জীবন থেকে এই প্রিয় কবির কবিতার সাথে পরিচয়।
আজ আপনার পোষ্টের দ্বারা আরো তাজা হয়ে উঠল সেই সব বিবর্ণ সময়ের স্মৃতিগুলো। কিছুক্ষণ নস্টালজিয়ায় ভোগালো।
অনেক ধন্যবাদ আপনাকে এমন একটি পোষ্টের জন্য।
শুভসকাল। -{@
আবিদ রোজীনা
আপনাকেও ধন্যবাদ ভাইয়া। এই কবিতার আবেদন কোনোদিন শেষ হবেনা।
রিমি রুম্মান
কিছু কবিতা শিহরণ জাগায় মনে… এটি তেমনই একটি কবিতা। আবার পড়লাম অনেকদিন পর… ধন্যবাদ।
আবিদ রোজীনা
এ কবিতা আমাদের রক্তের ঋণ আপু। ধন্যবাদ আপনাকে।
মোঃ মজিবর রহমান
কবির দ্রোহে জাগে নাই শাসকগোষ্ঠীর
শাসনের নিতি,
তাই আমরা আজ পুড়ছি
তাদের শোষণে।
শুভেচ্ছা রইল এই পোষ্টের জন্য।
আবিদ রোজীনা
ধন্যবাদ ভাইয়া।
মরুভূমির জলদস্যু
ভুলোমনা বাঙ্গালী, সব ভুলে যায়।
আবিদ রোজীনা
তারপরেও কিছু মানুষ পথ দেখায়।
হৃদয়ের স্পন্দন
অসাধারন লেগেছে রুদ্র মোহাম্মদ শহিদুল্লাহ এর লেখার সাথে আপনার চুজ করা ছবি অসাধারন হয়েছে শুভ কামনা জানবেন
আবিদ রোজীনা
ধন্যবাদ আপনাকে। আপনার জন্যও শুভ কামনা ভাইয়া।
সীমান্ত উন্মাদ
আপনি যদি কষ্ট করে আমার আমার লিখা পড়েন তা হলে হয়তো বুঝতে পারবেন
আমার নাম এমন কেন?
আবিদ রোজীনা
পরতে কষ্ট হয় নাকি?পড়বো ভাইয়া।