এটি আমাদের দুর্গা পুজা মন্ডপে যাবার সড়কের একটি ।
দুটি সড়ক প্রায় কোয়ার্টার কিলোমিটার ।
এভাবে নীলাভ চোখ জুড়ানো আলোকসজ্জা সমস্ত সড়ক জুড়ে ।
সেই ছোট বেলা থেকেই আমরা এটি আমাদের পুজা মন্ডপ ভেবে এসেছি।
আলোকসজ্জা , আরতি, বাদ্য , প্রাসাদ এবং সর্বোপরি মা দুর্গার প্রতিমা সেরা হওয়া চাই ই চাই।
নইলে অন্য পুজামন্ডপের সাথে হেরে যাবো। এটি আমরা কখনোই চাইনি , এখনো চাইনা। প্রেজটিজ এর ব্যাপার।
আমাদের দুর্গা মায়ের মুখের হাসি – সবচেয়ে সুন্দর
মা দুর্গার হাতে অসুর বধ – সবচেয়ে সুন্দর
আলোকসজ্জা – সবচেয়ে সুন্দর
আরতি — অন্য পুজা মন্ডপের তুলনায় সেরা
বাদ্য — ঈয়াহু তুলনা নাই
প্রাসাদ — অমৃত সম
যতদিন কর্মক্ষম আছি , বেঁচে আছি – ইনশ আল্লাহ আমরাই সেরা থাকবো।
ধর্ম এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে আমার লেখা –
যে সব ভাবনায় আকন্ঠ নিমজ্জিত আমি
১০টি মন্তব্য
রাহুল উজ্জ্বল
ধর্ম যার যার উৎসব সবার।
জিসান শা ইকরাম
ঠিক , ধর্ম যার যার উৎসব সবার -{@
লীলাবতী
ভালো লাগলো এমন লেখা ।
জিসান শা ইকরাম
ভালো লাগতেই হবে ।
আদিব আদ্নান
আমাদের ঐতিহ্যের সার্বজনীনতার উদাহরন ।
জিসান শা ইকরাম
হ্যা , আমাদের ঐতিহ্যের সার্বজনীনতার উদাহরন ।
শুন্য শুন্যালয়
আমার জীবনের অনেক প্রিয় একটি দিন… দুর্গা প্রতিমা বিসর্জনের এক দিনে নৌকা ভ্রমণ…অনেক স্মরণীয় একটি দিন… জিসান ভাইয়া অনেক ধন্যবাদ এমন পোষ্ট এর জন্য…আলোকসজ্জা দেখে চোখ জুড়িয়ে গেলো…
জিসান শা ইকরাম
এমন আনন্দ আমাদের সবার । ভাল থাকুন ।
খসড়া
ধর্ম যার যার উৎসব সবার। :c
ব্লগার সজীব
আমরা বাঙ্গালী , এই হোক আমাদের পরিচয় -{@ (y)