এটি আমাদের দুর্গা পুজা মন্ডপে যাবার সড়কের একটি ।
দুটি সড়ক প্রায় কোয়ার্টার কিলোমিটার ।
এভাবে নীলাভ চোখ জুড়ানো আলোকসজ্জা সমস্ত সড়ক জুড়ে ।
সেই ছোট বেলা থেকেই আমরা এটি আমাদের পুজা মন্ডপ ভেবে এসেছি।
আলোকসজ্জা , আরতি, বাদ্য , প্রাসাদ এবং সর্বোপরি মা দুর্গার প্রতিমা সেরা হওয়া চাই ই চাই।
নইলে অন্য পুজামন্ডপের সাথে হেরে যাবো। এটি আমরা কখনোই চাইনি , এখনো চাইনা। প্রেজটিজ এর ব্যাপার।

আমাদের দুর্গা মায়ের মুখের হাসি – সবচেয়ে সুন্দর
মা দুর্গার হাতে অসুর বধ – সবচেয়ে সুন্দর
আলোকসজ্জা – সবচেয়ে সুন্দর
আরতি — অন্য পুজা মন্ডপের তুলনায় সেরা
বাদ্য — ঈয়াহু তুলনা নাই
প্রাসাদ — অমৃত সম

যতদিন কর্মক্ষম আছি , বেঁচে আছি – ইনশ আল্লাহ আমরাই সেরা থাকবো।

ধর্ম এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে আমার লেখা

আলো চাই

ধর্ম এবং অসুস্থতা

বলিষ্ঠ ভাবে বলতে পারিনা 

যে সব ভাবনায় আকন্ঠ নিমজ্জিত আমি

৫১৩জন ৫১২জন
0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ