এটি আমাদের দুর্গা পুজা মন্ডপে যাবার সড়কের একটি ।
দুটি সড়ক প্রায় কোয়ার্টার কিলোমিটার ।
এভাবে নীলাভ চোখ জুড়ানো আলোকসজ্জা সমস্ত সড়ক জুড়ে ।
সেই ছোট বেলা থেকেই আমরা এটি আমাদের পুজা মন্ডপ ভেবে এসেছি।
আলোকসজ্জা , আরতি, বাদ্য , প্রাসাদ এবং সর্বোপরি মা দুর্গার প্রতিমা সেরা হওয়া চাই ই চাই।
নইলে অন্য পুজামন্ডপের সাথে হেরে যাবো। এটি আমরা কখনোই চাইনি , এখনো চাইনা। প্রেজটিজ এর ব্যাপার।

আমাদের দুর্গা মায়ের মুখের হাসি – সবচেয়ে সুন্দর
মা দুর্গার হাতে অসুর বধ – সবচেয়ে সুন্দর
আলোকসজ্জা – সবচেয়ে সুন্দর
আরতি — অন্য পুজা মন্ডপের তুলনায় সেরা
বাদ্য — ঈয়াহু তুলনা নাই
প্রাসাদ — অমৃত সম

যতদিন কর্মক্ষম আছি , বেঁচে আছি – ইনশ আল্লাহ আমরাই সেরা থাকবো।

ধর্ম এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে আমার লেখা

আলো চাই

ধর্ম এবং অসুস্থতা

বলিষ্ঠ ভাবে বলতে পারিনা 

যে সব ভাবনায় আকন্ঠ নিমজ্জিত আমি

৫৪৫জন ৫৪৩জন

১০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ