#১
বুকের ভেতর একটা জারুলের বন ঢুকে পরে –
একটা ঘুঘু ডাকা বিরান দুপুর।
বুকের ভেতর একটা মরা জোছনার রাত নেমে আসে –
আনমনা বেজে যায়, বেসুরো ছন্দে একগাছি মায়াবী নূপুর।
#২
সেই কবে শেষ জেগেছিল পত্ররাজি
বুনো ফুলের গন্ধমাখা হাওয়ারে ছোঁয়ার উল্লাসে,
সেই কবে জেগেছিল তৃষ্ণা
যেদিন মেঘেরা
শেষবার ছুঁয়ে ছিলো জল ; ভালোবেসে।
– তুমিতো দেখনি তৃষিত আত্মা, দেখনি দহন
#৩
যতখানি তৃষ্ণা ছিলো জমাট
শোধ করে যাই ততখানি লোনাজলে,
যতটুকু আধাঁর পোষা বুকের ভেতর
ততখানি হাসিমুখ কান্না ঢাকার ছলে।
#৪
কেন যে হাওয়ারা আসে ধূলো সরে যায়
কেনইবা পুরনো ক্ষতের গায়ে পরশ বুলায়,
বিবাগী বাতাস আজ জেনে গেছে নাকি
ভালোবাসা মিছেমিছি শুভংকরের ফাকি।
#৫
বিন্দুর ছিলো বৃত্ত হবার সাধ
শব্দের ছিলো কবিতা হবার,
সরলরেখার তোমায় ছুঁয়ে চিত্রকল্প।
অক্ষর আছে, বিন্দুও;
সরলরেখা একাই চলেছে
অন্ধবৃত্তে ঘুরে মরে মিছে,
আধাঁরে মিলানো রাঙা আলোর পিছে।
৩৩টি মন্তব্য
মেহেরী তাজ
বাউড়ী বাতাস আনন্দ হয়ে আসুক। ৩, ৫ বেশি ভালো লেগেছে।
সাইদ মিলটন
বাউড়ি বাতাস জাগায় কেবল সময়ের ছেঁড়াখোঁড়া পোস্টার
সময় বয়ে যায় টিক টক টিক টক নির্বিকার।
ধন্যবাদ মেহেরী পড়ার জন্য 🙂
ওয়ালিনা চৌধুরী অভি
বাউরী বাতাসে কত যে ভাবনা আসে, ওলট পালট করে দেয় সব।
সাইদ মিলটন
বাউড়ি বাতাস বলে কথা 🙂
ছাইরাছ হেলাল
বাউড়ী বাতাসের বাওয়াল ভাব্নায় লেখা ও ছবিতে কবির হৃদয়ের আঁকুপাঁকু স্পষ্ট দেখা হচ্ছে।
বাতাস চালু থাকুক।
সাইদ মিলটন
মনের জোরে চলছে দেহ
দেহের ভিতর মন 🙂
শুন্য শুন্যালয়
25 তারকা। সবগুলোই অনেক সুন্দর। আলাদা করে বলতে পারছিনা। কি আর বলবো? মাঝে মাঝে একটু পঁচা করে লিখলে আমাদের জন্য সুবিধা হতো।
সাইদ মিলটন
এতো তারাতে তো আকাশ হইয়া যামু 😀
আর জানেনতো আকাশ নির্বিকার 🙂
অলিভার
প্রতিটাই ভিন্ন, প্রতিটাই অসাধারণ। শেষটা মনের মধ্যে কোথায় যেন একটু বেশি নাড়া দিয়ে গেছে।
সাইদ মিলটন
থ্যাঙ্কু অলিভার 🙂
অলিভার টুইস্ট আমার প্রিয় চরিত্র , দুঃখী অলিভার
বন্য
আঁধার গুঁজে পাশবালিশে অলৌকিক এক বর্ষণে ধুয়ে যাক সব সাধ
এই পান্থশালায় নিবিড় অনুরাগে।
লাক্ষারসে রঙিন হোক বৃত্তের ঘোলাটে জল।
শুভেচ্ছা সাইদ ভাই, সবগুলোই ভালো হয়েছে। -{@
সাইদ মিলটন
জলের কপালে সুখ নেই , থাকেনা কখনো ।
বুকে করে পলি বয়ে এনে উর্বরা করে দিয়ে প্লাবন ভুমি , জল মিলায় সুদুর 🙂
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
সব গুলো লেখাই মনে গেথে গেল।
সাইদ মিলটন
থ্যাংকস ভাই 🙂
মোঃ মজিবর রহমান
যতখানি তৃষ্ণা ছিলো জমাট
শোধ করে যাই ততখানি লোনাজলে,
যতটুকু আধাঁর পোষা বুকের ভেতর
ততখানি হাসিমুখ কান্না ঢাকার ছলে।
মনে দাগ রেখে গেল।
সাইদ মিলটন
🙂
মোঃ মজিবর রহমান
-{@
aynal
-:- নিবিড়
সাইদ মিলটন
😮
ব্লগার সজীব
আমারো বাউরী বাতাস লাগপে :p তাহলেই এভাবে লিখতে পারবো। +++++
সাইদ মিলটন
না ছোয় যেন ভুলেও 🙁
এই বাতাসে আগুনের ঘ্রাণ
এই আগুনে দীপ্তি নেই
শুধুই দহন ।
আবু জাঈদ
বাহ
সাইদ মিলটন
থেঙ্কু
মিথুন
মল আমার খুবই পছন্দের। আমি একজনকে বলেছি, সে নাকি আমাকে গিফট করবে। ছবিটির দিকে শুধু তাকিয়েই আছি। চোখ ফেরাতে পারছিনা। লেখার প্রতিটি অংশ ভালো লেগেছে ভাইয়া।
সাইদ মিলটন
গ্রেট 😀
খুশী হইলাম , কিনা দিলে পরায়ে দিতে বইলেন 🙂
থ্যাংকস মিথুন
লীলাবতী
প্রতিটিই ভালো লেগেছে ভাইয়া। এমন বহুদিন পড়া হয়নি, সোনেলায় অনুপস্থিতের কারনে।
সাইদ মিলটন
ধন্যবাদ ভত্তাবতী 😀 তেতুল দ্বিতীয় পর্বের অপেক্ষায় আছি
নুসরাত মৌরিন
কবিতার মত সুন্দর আর কিছু হয় না,আর কিছু কিছু কবিতা সুন্দরের চেয়েও বেশি কিছু…।
🙂
সাইদ মিলটন
থ্যাংকস মৌরিন 🙂
শিশির কনা
বেশ কিছুক্ষন তাকিয়ে ছিলাম নুপুর পরা পা দুটোর দিকে, না কোন পরিচিত পা নয় 🙂
সোনেলায় অনিয়মিত হবার কারনে আপনার এমন ভালো লেখা মিস করেছি। একদিন সব পড়ে ফেলবো।
পোষ্ট করার তারিখ ২৮ অক্টোবর। আজ কত তারিখ ভাইয়া? সোনেলার আলসে ব্লগারের তালিকা করে একটি লিষ্ট করে পোষ্ট দেবো ভাবছি। আপনি কি সে তালিকায় থাকতে চান ভাইয়া? 🙂
সাইদ মিলটন
^:^
শিশির মিষ্টি কোমল হয় জানি ;?
এতো পুরাই হুমকি 🙁
এই পায়ের মালিক কে আমিও জানিনা , আমার এক প্রিয় ব্লগার একবার ইলখান দিন আছিল শিরোনামে সিলেটী ভাষার একটা কবিতা লিখেছিলেন 🙂 উনার কাছ থেকে পাওয়া এই ছবিটা
শিশির কনা
ভাইয়া আমি খুব কোমল, মিষ্টি। লিখতে গেলে অনেক সময় মিষ্টেক হয়ে যায় ( ইচ্ছে কৃত ভুল আর কি) 🙂
ধন্যবাদ ভাইয়া। এত ভালো একটি লেখা আজ পোষ্ট করেছেন বলে -{@
সাইদ মিলটন
😀 😀
থেঙ্কু থেঙ্কু