বসন্ত আজ ফাগুন মেলায়

ছাইরাছ হেলাল ২০ ফেব্রুয়ারি ২০১৯, বুধবার, ০৫:৩২:১৭অপরাহ্ন একান্ত অনুভূতি ১৬ মন্তব্য

পাখি-মুখে খবর পেলাম, বসন্ত আজ ফাগুন মেলায়!
হুররে!! এমন খবর কী আর সহসা পাওয়া যায়, হবে সেথায় ম্যালা হৈচৈ;
আহ্লাদে ষোল/ বত্রিশ খানা, পাইক/বরকন্দাজ/গোমস্তা থৈ থৈ!
ফলোয়ার পরিবৃত্ত; লাইভে থাকবে সারাক্ষণ।

নিরন্তর বিভ্রম-ম্যাজিকে মর্ত্যের ধুলোয় ছুটোছুটি
এ যেন খুঁজে ফেরা, হারিয়ে খোঁজা নিপুণ দীর্ঘশ্বাস,
ঝাঁক ঝাঁক একাকীর সোনালী দুপুর খান খান হয়ে লুটিয়ে পড়ছে
বন্য-জমায়েত ভেদ করে নিটোল বিকেল গড়িয়ে যাচ্ছে;
ফুচকা, কফি, বাদাম-বিলাস, চটুল টিপ্পনী, খুনসুটি-হাসাহাসিতেও
নিত্যের হুলুস্থুলু-পিছুটান দিগ্বিদিক ছুটছে!

বই-মাতাল উন্মাদ বাতাসের তীব্র তোলপাড় কোথায় হারিয়ে গেল!

দিনান্তের সারমর্ম,
ভাগ্যিস আজ ওমুখো হইনি, টুইট-ও কেউ করেনি,
তৈরি হয়নি নূতন কোন প্রতীকী নাটুকে কাহিনী;

১জন ১জন
0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ