বর্ষার প্রথম প্রহরে;
একগুচ্ছ শুভ্র হলুদ কদম ফুল নিয়ে
সামনে এসে দাঁড়ায় নি কেউ, বলেনি কখনো
তুমি আমার ভালোবাসার প্রথম কদম ফুল।

কদম ফুলের তোড়া হাতে দিয়ে
আমায় কেউ বলেনি কখনো
এই নাও বর্ষার প্রথম প্রহরে-
আমার ভালোবাসার প্রথম উপহার,
কদম ফুল তোমাকে দিলাম প্রিয়।

তুমি তা ভালোবেসে আগলে রেখো,
আদরে আদরে সযত্নে তুলে রেখো-
বুকের ফুলদানিতে খেয়াল রেখো ফুল গুলো যেনো-
শুকিয়ে না যায় অযত্ন আর অবহেলায়।

কদম ফুলের সুমিষ্ট শুভেচ্ছা সবাইকে। যদিও দেরীতে তবে মন থেকে জানালাম কিন্তু।

৩৩৯১জন ৩২৯২জন

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

ফেইসবুকে সোনেলা ব্লগ