তার কিছু ছোট খাটো লেখা বেশ ভালো লাগতো। উচ্ছলতায় পরিপূর্ণ লেখাগুলো। একটু পরিচর্যা পেলে সে অবশ্যই ভালো লিখতে পারবে, এই বিশ্বাস থেকে একদিন তাঁকে বললাম-
* তুই যা লিখেছিস, তা একটু বড় করে লিখতে পারো না?
## বড় করে মানে? এই লেখা বড় করে কিভাবে?
* লেখার ভাব সম্প্রসারণ করবি। যা লিখেছো তা ব্যাখ্যা করবি।
## ওওওওও, বিস্তারিত লেখার কথা বলছেন? কেন দাদা?
* আমাদের একটা সাইট আছে লেখার, সেখানে লিখবি তুই?
## সাইটে লেখা? আমাকে দিয়ে হবেনা।
* আরে লিখে দেখ তুই, কোন চিন্তা ভাবনার দরকার নাই, যা মনে আসে তাই লিখবি।
##আমি কি পারবো? অন্য লোকে পড়ে হাসবে।
* না হাসবে না।
##আচ্ছা দাদা, দেখি।
এরপর লিখে ফেললো রুমমেট বিড়ম্বনা , লেখাটি ছোট তবে বেশ মজার। লেখায় আমার প্রত্যাশা পুরন করেছে সে। নিজস্ব স্টাইলে লিখে যায় প্রতিটি লেখা।আলাদা একটি ধরন তৈরী করেছে তার লেখায়,যেখানে সে তুলনাহীনা। দিন দিন তার লেখা শানিত হয়েছে। বর্তমানে তার লেখা সে ভিন্ন উচ্চতায় নিয়ে গিয়েছে।
নিজের লেখা, অন্যের লেখা পড়ে মন্তব্য করা, একজন ব্লগারের যতগুলো বৈশিষ্ট আছে তার সবগুলোই তার সবগুলোই বেশী পরিমাণেই বর্তমান। ব্লগ জমাতে তার জুড়ি মেলা ভার। তার লেখার ধরন এখন অনেকেই অনুকরণ করছে, এমনকি আমিও।
সোনেলা ব্লগে অপরিহার্য হয়ে যাওয়া সেই ব্লগারের সোনেলায় আজ প্রথম বর্ষপূর্তি।
শুভ বর্ষপুর্তি মেহেরী তাজ
-{@
৬২টি মন্তব্য
ছাইরাছ হেলাল
শুভেচ্ছা এই উচ্ছল ক্ষণজন্মা কে।
যে নিজ গুনে এ পরিবারে একজন হয়ে উঠেছে।
তার সাফল্য কামনা করছি।
জিসান শা ইকরাম
তাজ নিজ গুনে অপরিহার্য হয়ে গেছে সোনেলায়।
মেহেরী তাজ
উফ আপনি এতো ভালো কেনু ভাইয়া?
ধন্যবাদ। 🙂
অরুনি মায়া
শুভ বর্ষপুর্তি বন্দুক ওয়ালী। নতুন নতুন অস্ত্রের কথা, চুরি ডাকাতির কথা লিখতে থাক আমরা প্রাণ ভরে উপভোগ করতে থাকি। যদিও প্রাণের মায়া আছে আমাদের।,,,,,,
\|/ -{@ (3 😀
জিসান শা ইকরাম
তাজের লেখায় প্রচুর ভিন্নতা
আর সবগুলোই প্রচন্ড রকমের ভালো 🙂
মেহেরী তাজ
দাদা আমার সব লেখাই একান্ত অনুভুতি। ভিন্নতা বুঝতে পারি না।
অরুনি মায়া
এই যে দস্যি মেয়ে মিস করছি তোমাকে,,,,, (3
জিসান শা ইকরাম
এমন দিনে সে অসুস্থ্য হয়েছে
অরুনি মায়া
উনার আজ বিচ্ছিরি মাথা ব্যাথা। উনি বিশ্রামে আছেনআছেন। এসেই তোতো গোলাগুলি শুরুশুরু করে দিবে 🙂
জিসান শা ইকরাম
আমাদের ভয় নেই,
আমরা সবাই তাঁকে ভালোবাসি।
মেহেরী তাজ
বন্দুক রেখেই এসেছি। গোলাগুলি করবো না আজ।
মাথা ব্যথা কমে নি। কিন্তু তাও চলে এলাম। 🙂
অরুনি মায়া
আসতেই হবে। সবাই তোমারে ডাকাডাকি করছে তুমি ঘুমাবে কিভাবে
মেহেরী তাজ
শান্তি মত ঘুমাতেও পারলাম না।
সব আপনার দোষ :p
জিসান শা ইকরাম
মায়ার মায়া তোকে নিয়ে এসেছে তাজ 🙂
মেহেরী তাজ
হুম উনি বড্ড মায়াবতী।
কিন্তু মাঝে মাঝে আমায় বন্দুক ওয়ালি বলে বকা দেয়। 🙁
অরুনি মায়া
জি আমি মায়াবতী। মায়ার সাথে সুপার গ্লু মিশিয়ে দিয়েছি।
আর বকার দেখেছ টা কি! আর যদি কোনদিন বন্দুক হাতে দেখি তো দেখ মেয়ে বকা কাকে বলে।
মেহেরী তাজ
আপু যঅঅত ইচ্ছে বকতে পারেন কিন্তু বন্দুক আমি ছাড়ছি না। :p
সেল্ফ ডিফেন্স….. 🙂
শুন্য শুন্যালয়
মাত্র একবছর!! এই ভূতটাকে তো আমি পিচ্চিবেলা থেকে চিনি। শুধু আপনি কেন জিসান ভাই, এই পিচ্চির লেখা দেখে আমিও কপি করার চেষ্টা করি চুপিচুপি, কিন্তু পারিনা। হিংসাও হয়।
আমাদের পিচ্চি ভূত তাজ, লাভ ইউ ম্যাক ম্যাক। সোনেলা ছেড়ে কোনদিন গেলে তোর খবর করে দেব, আম্মার মত লাঠি হাতে নিয়ে, বন্দুক দেখিয়েও লাভ হবেনা। অভিনন্দন প্রথম বর্ষ্পূর্তিতে। -{@
লাভু এত্তো এত্তো (3
জিসান শা ইকরাম
তাজের কথোপকথন আমি এখন অনুকরণ করি 🙂
মেহেরী তাজ
দাদা ঝুট বেলেগা কাউয়া কাটেগা….
জিসান শা ইকরাম
দাদা ঝুট বলে না 🙂
মেহেরী তাজ
আপু ভাগ্যিস পিচ্চি কাল থেকে চেনেন তার আগে থেকে না। :p
হাহাহা আপনি আমার লেখা কপি করার চেষ্টা করছেন?
যাক আমার চুরি টা ঢাঁকা পরেছে। 😀
আমি লেখা লেখি যতদিন করবো সোনেলা ছাড়ার চান্স নাই। আপনাদের সবাই কে ছেড়ে যাবো কোথায় বলেন???
আপনাকেও এত্তো গুলা লাভু। (3 (3 (3 (3
শুন্য শুন্যালয়
তুই আবার কি চুরি করলি রে? ;?
লেখালেখি ছেড়ে দিসনা কখনো, এই একটা জিনিসই থাকবে তোর সাথে সবসময়। আর আমি কিন্তু তোর লেখা সত্যি কপি করি। তোর লেখাগুলো ভাবতে শেখাচ্ছে। ভালো থাকিস পাশে পাশে। (3
মরুভূমির জলদস্যু
অভিনন্দন রইলো। -{@
জিসান শা ইকরাম
তাজের হয়ে আপনাকে শুভেচ্ছা -{@
মেহেরী তাজ
ধন্যবাদ ভাইয়া। 🙂
শুন্য শুন্যালয়
পিচ্চিটা গেলো কই?
জিসান শা ইকরাম
মাথা ব্যাথা হয়েছে।
মোঃ মজিবর রহমান
শুভেচ্ছা রইল।
-{@
জিসান শা ইকরাম
আপনাকেও শুভেচ্ছা তাজের পক্ষ থেকে।
মেহেরী তাজ
ধন্যবাদ ভাইয়া। 🙂
লীলাবতী
এইত সেদিন এলো তাজ,আমাদের সবার নয়নের মনি,সজীবের ওস্তাদ 🙂 একবছর হয়েও গেলো -{@
কত ধরনের লেখা যে লিখতে পারে!আমি অবাক হয়ে যাই।
অভিনন্দন,শুভেচ্ছা,ভালোবাসা তাজকে (3 (3 (3
জিসান শা ইকরাম
ভালো বলেছে তাজ আমাদের সকলের নয়নের মণি।
মেহেরী তাজ
ইইইইই পাইছি আমার লীলা আপুকে যদিও বা আংশিক তার পরেও চলবে। 🙂 \|/
অনেক অনেক ধন্যবাদ ও লাভু আপু। 🙂 (3 (3 (3
ছাইরাছ হেলাল
মাথা ব্যথার ভূত টিকে নামাতে হবে দেখছি।
সময় পেলনা আর।
জিসান শা ইকরাম
মাথা ব্যাথা কি তাজকে দমাতে পারে? সে আছে অনলাইনে 🙂
মেহেরী তাজ
চলে এসেছি ভাইয়া। মাথা ব্যথা আমার অত্যাচারেই পালিয়েছে। টিকতে পারেনি 🙂
মেহেরী তাজ
যার হাত ধরে আমি এই ব্লগে এসেছি,যার জন্য আমি আজকে সবার পরিচিত তাজ,তাকে আমার দিনের শুরুতেই ধন্যবাদ জানানো উচিৎ ছিলো। সরি দাদা আমি একটু লেট করে ফেলেছি।
আপনি না থাকলে এতো গুলা গ্রেট মানুষের উইশ, ভালোবাসার কিছুই আমার পাওয়া হতো না। দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ। 🙂
জিসান শা ইকরাম
তোমার যোগ্যতা,আন্তরিকতা,একাগ্রতা তোমাকে এই স্থানে এনেছে। আমি কেবল তোমাকে একটা রাফখাতা দিয়েছি, ইচ্ছে মত লিখছো তাতে।
শুভ কামনা।
অরুনি মায়া
মাথা ব্যাথা কে গুলি করে দিয়েছে তাজ 🙂
জিসান শা ইকরাম
কার ছোট বোন দেখতে হবে।
অরুনি মায়া
কেন ভাইয়া আপনি কি এ যুগের ডন নাকি? আর তাজ কি আপনার সাগরেদ???
জিসান শা ইকরাম
নারে ভাই,আমি এক নিরীহ প্রানী।
অরুনি মায়া
জি বুঝেছি বিবাহিত পুরুষ মানুষ এমনিতেই অর্ধমৃত,,,,,
মেহেরী তাজ
ইয়ে অরুনি আপু আপনি কি বলছেন??
বন্দুকের গুলি রিলোডেড….
অরুনি মায়া
বাচাঁও বাঁচাও কে কোথায় আছ তাজ আমারে গুলি করে দিল,,
নীলাঞ্জনা নীলা
ওমা আমাদের পিচ্চি আপুটার বর্ষপূর্তি হয়ে গেলো! স্যরি রে আপু ব্যস্ততার জন্যে আসা হয়নি ব্লগে। অনেক আদর, ভালোবাসা। আরোও অনেক অনেক লেখো। লিখে চলুক তোমার মন প্রতিক্ষণ। নিরন্তর শুভকামনা।
-{@ (3
জিসান শা ইকরাম
পিছিকে শুভ কামনা জানাতেই হয় -{@
মেহেরী তাজ
নীলা আপুউউউউউউউ থাংকু আন্ড লাভু।।।।।।
ব্লগার সজীব
ওস্তাদের এক বছর হয়ে গেলো? 🙂 শুভেচ্ছা অভিনন্দন ওস্তাদকে।আমি তো একারণেই ওস্তাদকে ওস্তাদ মেনেছি বহু পূর্ব হতেই। আমি প্রথমেই বুঝেছিলাম ওস্তাদ আসলেই একজন ওস্তাদ 🙂
ওস্তাদ আপনার জন্য উপহার নিয়ে এসেছি,অপেক্ষা করুন।নেট থাকলে উপহার আজ রাতেই পাবেন -{@
মেহেরী তাজ
ওয়েলকাম ব্যাক শিষ্য। তোমার গিফট আমার পছন্দ হয়েছে। থাংকু 🙂
ব্লগার সজীব
ওয়েলকাম ওস্তাদ 🙂 -{@
অরণ্য
তাজের জন্য অনেক অনেক শুভ কামনা। -{@
জিসান ভাইকে সাধুবাদ। (y)
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
শুভ কামনা পথচলা -{@
ইমন
আমার পক্ষ থেকে অভিনন্দন এবং ভালোবাসা রইলো।
জিসান শা ইকরাম
আপনাকেও শুভেচ্ছা তার পক্ষ হতে -{@
নাসির সারওয়ার
যাদের লেখার মেধা নাই (আমার মত) কিন্তু তারা মন্তব্য নামক এলাকাতে আছে, তাদের জন্য কি আছে?
জিসান শা ইকরাম
লেখার চেয়ে শুধু মন্তব্য করে উৎসাহ দেয়া অনেক কঠিন
মন্তব্যকারীকে প্রতিটি লেখা পড়ে মন্তব্য করতে হয়
একজন লেখক অন্যের লেখা পড়তেও পারেন আবার নাও পারেন
কিন্তু একজন মন্তব্যকারী সবার লেখা পড়েন এবং দুই এক লাইনের মধ্যে পুরো লেখাকে এনে মন্তব্য করেন।
তাঁদের জন্য শুভ কামনা -{@
নাসির সারওয়ার
“উৎসাহ”! উৎসাহীত হলাম। অনেক ধন্য হলাম।
শুন্য শুন্যালয়
আমাদের এক আপু সেরা মন্তব্য গুলো নিয়ে একটা পোস্ট দিয়েছিল, কাজেই কিছুতো একটা আছেই নাসির ভাইয়া। 🙂
লেখা পাইনি আপনার, তাই সোনেলায় স্বাগতম টা আপনাকে এখানেই জানিয়ে রাখলাম। আপনাকে সোনেলায় স্বাগতম ভাইয়া -{@
জিসান শা ইকরাম
আমি স্বাগত জানাতে ভুলে গিয়েছিলাম 🙂
সোনেলায় স্বাগতম নাসির ভাই -{@
জিসান শা ইকরাম
ধন্য করতে পেরে ধন্য হলাম নাসির ভাই 🙂