বর্ষপুর্তিতে তাজ

জিসান শা ইকরাম ১৫ সেপ্টেম্বর ২০১৫, মঙ্গলবার, ১০:০৫:৫১অপরাহ্ন একান্ত অনুভূতি ৬২ মন্তব্য

তার কিছু ছোট খাটো লেখা বেশ ভালো লাগতো। উচ্ছলতায় পরিপূর্ণ লেখাগুলো। একটু পরিচর্যা পেলে সে অবশ্যই ভালো লিখতে পারবে, এই বিশ্বাস থেকে একদিন তাঁকে বললাম-

* তুই যা লিখেছিস, তা একটু বড় করে লিখতে পারো না?
## বড় করে মানে? এই লেখা বড় করে কিভাবে?
* লেখার ভাব সম্প্রসারণ করবি। যা লিখেছো তা ব্যাখ্যা করবি।
## ওওওওও, বিস্তারিত লেখার কথা বলছেন? কেন দাদা?
* আমাদের একটা সাইট আছে লেখার, সেখানে লিখবি তুই?
## সাইটে লেখা?  আমাকে দিয়ে হবেনা।
* আরে লিখে দেখ তুই, কোন চিন্তা ভাবনার দরকার নাই, যা মনে আসে তাই লিখবি।
##আমি কি পারবো? অন্য লোকে পড়ে হাসবে।
* না হাসবে না।
##আচ্ছা দাদা, দেখি।

এরপর লিখে ফেললো রুমমেট বিড়ম্বনা , লেখাটি ছোট তবে বেশ মজার। লেখায় আমার প্রত্যাশা পুরন করেছে সে। নিজস্ব স্টাইলে লিখে যায় প্রতিটি লেখা।আলাদা একটি ধরন তৈরী করেছে তার লেখায়,যেখানে সে তুলনাহীনা। দিন দিন তার লেখা শানিত হয়েছে। বর্তমানে তার লেখা সে ভিন্ন উচ্চতায় নিয়ে গিয়েছে।

নিজের লেখা, অন্যের লেখা পড়ে মন্তব্য করা, একজন ব্লগারের যতগুলো বৈশিষ্ট আছে তার সবগুলোই তার সবগুলোই  বেশী পরিমাণেই বর্তমান। ব্লগ জমাতে তার জুড়ি মেলা ভার। তার লেখার ধরন এখন অনেকেই অনুকরণ করছে, এমনকি আমিও।

সোনেলা ব্লগে অপরিহার্য হয়ে যাওয়া সেই ব্লগারের সোনেলায় আজ প্রথম বর্ষপূর্তি।
শুভ বর্ষপুর্তি মেহেরী তাজ
-{@

৫৯৪জন ৫৯৪জন
0 Shares

৬২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ