Friend
আমার প্রেম তোমাকে দেই,
আমি নহি তব প্রেমিকা
আমার সোহাগ তোমাকে দেই,
আমি নহি তব সঙ্গিনী
আমার সেবা তোমাকে দেই,
আমি নহি তব অর্ধাঙ্গিনী
তোমার ব্যাথার ভাগী হতে চাই,
আমি নহি তব বংশ ধারিনী ।।
আমি পেশাদার আমি বন্ধু নহি
বন্ধু বলে তাকেই, যে পিতার মতো রক্ষা করে
বন্ধু বলে তাকেই, যে মায়ের মতো স্নেহ করে
বন্ধু বলে তাকেই যে, বোনের মতো খুনসুটি করে
বন্ধু বলে তাকেই যে, ভায়ের মতো ঠাট্টা করে
সব শেষে বন্ধু হোল সেই যে
দোষে গুণে তোমাকে ভালবাসে।
:=
১১টি মন্তব্য
ছাইরাছ হেলাল
হ্যাঁ , এটি-ই বন্ধুত্বের প্রকৃত সংজ্ঞা ।
অনেকদিন পর লিখলেন ।
জিসান শা ইকরাম
বন্ধু বলে তাকেই, যে পিতার মতো রক্ষা করে
বন্ধু বলে তাকেই, যে মায়ের মতো স্নেহ করে
বন্ধু বলে তাকেই যে, বোনের মতো খুনসুটি করে
বন্ধু বলে তাকেই যে, ভায়ের মতো ঠাট্টা করে— ঠিক , একমত ।
লীলাবতী
বন্ধুর ভালো বিশ্লেষন দিলেন ।
স্বপ্ন
এমনই হওয়া উচিৎ
মোঃ মজিবর রহমান
“সব শেষে বন্ধু হোল সেই যে
দোষে গুণে তোমাকে ভালবাসে।”
সুন্দর একটি বন্ধুত্বের সংজ্ঞা
নীলকন্ঠ জয়
বন্ধুত্বের দারুন বিশ্লেষন, বন্ধুর দারুন সংজ্ঞা। (y)
আফ্রি আয়েশা
সব শেষে বন্ধু হোল সেই যে
দোষে গুণে তোমাকে ভালবাসে। – ঠিক 🙂
খসড়া
এমনই হওয়া উচিত।
শুন্য শুন্যালয়
হ্যাঁ সে ই বন্ধু …
রিমি রুম্মান
একেই বলে বন্ধু…
বিমান
আপনাদের সকলের মন্তব্যের জন্য আমার হার্দিক ধন্যবাদ গ্রহণ করবেন।
আপনাদের মন্তব্য আমাকে অনুপ্রাণিত করে।
নমস্কার।