ভোরের শরীরে বিকেলের রোদ এসে পড়ে রোজকার মতো।
তুই চোখ মেলে দেখ;
ওদিকে চাইলেই হীরের মতো দ্যুতি ছড়াবে বন্ধুতা আমাদের
ওই রোদের আলোয় সুন্দর খেলা করে,
নেচে ওঠে আমার পড়ন্ত বিকেল।
অঘ্রাণের এই বেলায় ফসলের মাঠে ঢেউ তুলছে সোনালী ধান।
তার পাশ দিয়ে বয়ে যাওয়া নাম-না-জানা এক নদী
তুই তখন ছুঁয়ে নিস ওই জল।
ওখানে তোর জন্যে রেখেছি আমি, আমার আবেগের একগোছা স্তব্ধতা।
সামাজিক দৃষ্টিকে উপেক্ষা করে চল, আলো ছুঁয়ে আসি
অন্ধকারের ভেতর জোনাকির আলো,
কৃষ্ণপক্ষে নক্ষত্রের আলো,
শুক্লপক্ষে পূর্ণবতী চাঁদের থেকে চুয়ে চুয়ে পড়া জ্যোৎস্না
সব থেকে একটু একটু করে আলো নিয়ে দুটি হাতের পাতায় মেহেদির মতো আলপনা আঁকি।
তারপর নয় ঘাসের বুকে বসে আকাশের দিকে তাকিয়ে দেখবো
ওই যে সাজানো আমাদের শৈশব, কৈশোর, তারুণ্য বেলা পাশাপাশি অথচ সহস্র মাইল দূরে সমান্তরালভাবে ছুটে চলেছে—
পৃথিবী জানতো একদিন আমাদের কথা হবে,
সময় জানতো একদিন তুমুল আড্ডার আসর বসবে।
একদিন এই আসরে আমরা দুজনেই একই আবেগে জড়িয়ে যাবো।
সেদিন সবাই জানবে আমাদের কথা। আমাদের গল্প। আমাদের এই বন্ধুতা।
স্বার্থপরের মতো কেড়ে নেয়া প্রেমের সম্পর্ক নয় যে, এ আমাদের বন্ধুতা।
হ্যামিল্টন, কানাডা
৫ আগষ্ট, ২০১৫ ইং।
বন্ধুত্ত্বের মতো পবিত্র সম্পর্ক আর কোথায়? সম্পর্কের শুদ্ধতা এখানেই। আমরা ছেলে-মেয়ের বন্ধুত্ত্বকে বড়ো বাঁকা চোখে দেখি। বন্ধুত্ত্বর কোনো জেন্ডার নেই। বয়সের উপর ভিত্তি করে বন্ধুত্ত্ব হয়না। সমবয়সী থেকে ছোট কিংবা বড়ো যে কেউ বন্ধু হতে পারে। আজকার এই লেখাটি বন্ধুতাকে তুলে ধরতে। সোনেলা আমায় ভালো বন্ধু দিয়েছে। জয়তু বন্ধুতা! জয়তু সোনেলা!! -{@
**প্রথম ছবিটি ২০০৯ সালের ১৯ মার্চ তারিখে কক্সবাজার সমুদ্র সৈকতে তুলেছিলাম। দ্বিতীয় ছবিটিতে আমার ছেলে নভোনীল তীর্থ আর আমার ভাই রানার মেয়ে রূপকথা রাই। বয়সে দুজনার বিস্তর ফারাক, দেখাও হয়না সেভাবে। কিন্তু ওদের বন্ধুত্ত্বটা অনেক গাঢ়। ২০১৫ সালের মার্চ মাসে ছবিটি তুলে রানা।
৫৪টি মন্তব্য
শুন্য শুন্যালয়
ভোরের শরীরে বিকেলের রোদ ;? তুমি যখন বলছো, তখন ঠিকই আছে। পৃথিবী জানতো একদিন আমাদের কথা হবে, সবকিছুর আয়োজন তো সেজন্যই ঠিক তোমার কবিতার মত অদ্ভূত সুন্দর করে সেজে ছিল সেই কবে থেকে। বন্ধুত্বের উপর কোন সুন্দর সম্পর্ক জানা নেই, পিচ্চি এই দুই বন্ধুর জন্য আমার শুভাশিস রইলো, আজীবন অক্ষয় থাক। সোনেলা আমাদের কিউটি একটা নীলা দিয়েছে, জয়তু সোনেলা!!
নীলাঞ্জনা নীলা
শুন্য আপু ভোরের আলো ফুরিয়ে যায় বিকেলে গিয়ে। কিন্তু বন্ধুত্ত্ব ফুরায় না। আর আমি বন্ধুত্ত্বের পুজা করি, ভালোবাসি। আমি মনে করি প্রেম বড়ো স্বার্থপর, হিসেব করে চলে চাওয়া-পাওয়ার। এই যে সোনেলা আমায় তোমাদের মতো বন্ধু দিয়েছে, কোথায় পেতাম? অফুরান ভালোবাসা তোমায়। আর শোনো তুমি একজন ভালো বন্ধু হয়ে যেখানে ছিলে, সেখানেই আছো। সেখানেই থাকবে। কেউ তোমার জায়গা নিতে পারবেনা। তোমার কষ্ট আমারও, কেন জানিনা অনেক ভালোবাসি তোমাকে। কখনো আমার থেকে কোনো কষ্ট পেলে আমায় বলো, পাশে থাকবো। -{@ (3
শুন্য শুন্যালয়
তুমি কি করে কষ্ট দেবে? সবাই সব কিছু পারেনা বুঝলে!! তোমাকে দিয়ে কষ্ট দেয়া হবেনা। ফাঁকি দিলে কোথায়? জানোই তো খুঁজবো। তাই বুঝি চাও? জলদি এসো (3
নীলাঞ্জনা নীলা
ডাকার সাথে সাথেই আসতে পারিনি গো আপু। ব্যস্ততা মাকড়শার জালের মতো আটকে ফেলে মাঝে-মধ্যে। এইতো আজ ক্লায়েন্ট ক্যান্সেল চলে এলাম।
কখনো হারিয়ে যেওনা। কেন জানি লাগছে তোমার মনটা বিষণ্ণ। ভুলও হতে পারি।
ভালো রেখো। আর আমায় বলো মন খুলে, হয়তো ভালো করিয়েও দিতে পারি। ঠিক কষ্ট দিতে পারিনা, তাও দেয়া হয়ে যায়। -{@ (3
শুন্য শুন্যালয়
মন সত্যিই একটু খারাপ ছিলো কএকটা দিন, কিন্তু তুমি কি করে বুঝলে? কাল একদম ঝরঝরে হয়ে গেছি, আর এখন তুমি আছোনা! তুমি নিয়মিত এলে এমনিতেই মন ভালো থাকবে। তুমি এমন সহজ প্রানবন্ত, তোমার কষ্ট ক্ষতিকারক হবেনা, চিন্তা করোনা। লাভু 100% (3
নীলাঞ্জনা নীলা
আপু সবটুকু চেনা-বোঝা যায়না কারুরই। কিছুটা তো বুঝতে পারা যায়!
ভালোবাসলে ওটা হয়ে যায়। নিখাঁদ ভালোবাসা কিন্তু একধরণের ম্যাজিক।
সেভাবেই হয়তো বুঝেছি।
ভালোবাসিইইইইইইই…… (3
শুন্য শুন্যালয়
নিখাঁদ ভালোবাসা এক ধরনের ম্যাজিক, দারুন বলেছ আপু।
এখন ছুটবো, পরে কথা হবে। আপু ভালো থেকো।
নীলাঞ্জনা নীলা
আপু ওই নিখাঁদ ভালোবাসা কোথাও নেই। বাবা-মা ছাড়া আর কেউ দেয়না।
ছুটে এসে স্থির হয়ে বসো, একটু যত্ন-আত্তি করি। 🙂 -{@ (3
অরুনি মায়া
ছেলে আর মেয়ের বন্ধুত্ব ভাল চোখে দেখেনা আমাদের সমাজ। অবশ্য বাইরের দেশ গুলোর কথা আলাদা।
এই কারণে আমরা জীবন থেকে হারিয়েও ফেলি অনেক ভাল মানুষ কে। যাদের আঁকড়ে ধরে রাখলে হয়ত একজন ভাল বন্ধু পেতাম জীবনে।
বন্ধুত্ব বয়স মানেনা, বন্ধুত্ব জাতি ধর্ম শ্রেণী দেশ মানেনা।
যেখানে মনের মিল, যেখানে দুটি আত্মার মিল, যেখানে ভাবনার মিল, যেখানে বিশ্বস্ততা, যেখানে নির্মল ভালবাসা, যেখানে বোঝাপড়ার সমন্বয় সেখানেই বন্ধুত্ব।
ভাল লেগেছে নীল আপু,,,,,
নীলাঞ্জনা নীলা
অরুনি আপু তুমি অনেক সুন্দর মন্তব্য করো। জানো তাৎক্ষণিক ভাবে মন্তব্য করা অনেক কঠিন? কিন্তু তুমি কি সহজে লিখে ফেলো।
তোমার মন্তব্য কবিতা যেনো। (y) -{@
অরুনি মায়া
আমি কিন্তু লজ্জা পাচ্ছি আপু 🙂
নীলাঞ্জনা নীলা
তাই? লজ্জ্বার কিছু নেই, খুবই সত্যি। -{@
মেহেরী তাজ
হ্যা বন্ধুতা বয়স, জেন্ডার মানে না…..
সোনেলার সৃষ্টি একজন নীলা আর নীলার সৃষ্টি এমন কবিতা।
জয়তু বন্ধুতা! জয়তু সোনেলা!!
নীলাঞ্জনা নীলা
পিচ্চি আপু এখন আমায় লজ্জ্বা দিচ্ছো। খুব লজ্জ্বা পাচ্ছি সত্যি।
জয়তু পিচ্চি আপু! জয়তু বন্ধুতা!! জয়তু সোনেলা!!!
মেহেরী তাজ
আপু সোনেলার ইমোতে লজ্বা পাওয়ার ইমোটা যোগ হওয়া দরকার।
😀
নীলাঞ্জনা নীলা
ঠিক বলেছো। ড্যাস ড্যাস মডু ভাইকে চলো বলি আমরা সবাই বলি।
মেহেরী তাজ
হ্যা চলেন বলি…. 🙂
নীলাঞ্জনা নীলা
পিচ্চি আপু বলেছো কি? :p
মেহেরী তাজ
বল্লাম তো….
উনারা তো আবার কা এ খাটো, কথা আস্তে শুনে। :@
নীলাঞ্জনা নীলা
:D) :D) :D) :D)
এভাবে হাসালে হার্ট ফেইল।
অরণ্য
:c
“স্বার্থপরের মতো কেড়ে নেয়া প্রেমের সম্পর্ক নয় যে!” ;?
“এ আমাদের বন্ধুতা।” 🙂
নীলাঞ্জনা নীলা
একটা কথা বলে নিই, আজ আপনার সম্পর্কে কথা বললাম নানার সাথে।
আগেও বলেছি এখন আবারও বলছি, আমি আপনার লেখা এবং মন্তব্যের ভক্ত। গভীরতায় যেতে পারেন,
ডুব দিয়ে হীরে-মুক্তোও তুলে নিয়ে আনার ক্ষমতা আছে আপনার।
ভাবতে হবেনা, প্রেম ব্যাপারটা স্বার্থপর খুব। হিংসার জন্ম দেয়। শুধু ভাবনায় থাকে আমার আমার। বন্ধুত্ত্বে এসব নেই।
আসুন বন্ধুত্বের গান শুনি। এ গানটা গেয়ে শোনাতে হবে কিন্তু। আবদার রইলো -{@
https://www.youtube.com/watch?v=es1gsODRGdk
অরণ্য
নীলা আপু আমি বলতে পারব না “আমি খুব লজ্জা পাচ্ছি”। আপনার এমন মন্তব্যে আমার খুব ভাললাগা কাজ করছে আমার লেখা বা মন্তব্য ডিজার্ভ করুক আর নাই করুক। আজ আমিও একজনকে বললাম “ইনার লেখা আমার খুব পছন্দ”। হুম! প্রেমে স্বার্থপরতা মারাত্মকভাবেই আছে। 🙂
জিসান ভাই কই? বটতলার আসর কোথায়? কবে? আওয়াজ চাই।
নীলা আপু, “Done”. 🙂
নীলাঞ্জনা নীলা
ঘটনা কি!!! সবাই লজ্জ্বা পাচ্ছে (আপনি বলতে পারছেন না, তার মানে কি লজ্জ্বা পাচ্ছেন আপনিও? 😮 )। পিচ্চি আপু, অরুনি আপু সবাই এতো লজ্জ্বা পাচ্ছে তাও আমার কথায়। এখন আমার নিজেরই লজ্জ্বা লাগছে।
আমার লেখা আমি লেখার পর আর নিজে পড়িনা। তাই জানিনা। তবে বহুবার পড়ি আপনাদের লেখা। আরেকটি গোপন কথা, অন্যদের লেখায় করা আপনার মন্তব্যও আমি পড়ি। মন্তব্য করার মতো কঠিন কাজ এই ব্লগে কয়েকজনকে দেখি খুব সহজভাবে করেন। তাদের মধ্যে আপনিও একজন। যা আমায় দিয়ে হয়না।
লজ্জ্বা পাবেন না যেনো। (y)
জিসান নানা এখন ঘুমাচ্ছে। হবে হয়তো একদিন। শুধু জানিনা আমার থাকা হবে কিনা।
অরণ্য ভাইয়া 😀 -{@ (3
অরণ্য
আপনার শোনা গান; তবুও শেয়ার করছি।
আকাশ ভরা হাজার তারা…
https://www.youtube.com/watch?v=5puI54hufKo
নীলাঞ্জনা নীলা
বাহ! নাহ এই গানটি শোনা হয়নি। আমায় কি মনে করেন সব গানই আমার জানা?
তবে জানা হলো আমার পছন্দ আপনি বুঝেছেন। 😀
-{@
জিসান শা ইকরাম
আড্ডার ব্যবস্থা হবে অরণ্য ভাই
নীলা আসুক দেশে তখন
ও না থাকলে আড্ডা জমবে না।
অরণ্য
গ্রেট! \|/
আরেকটু দেরি করলে তো আপনাকে সম্ভাষণ করে ছড়াই লিখে ফেলতে চেয়েছিলাম…
জিসান ভাই তুমি কই?
কবে হবে সেই বটতলার আসর?
করব যে হৈ চৈ। 😀
ভাল থাকবেন জিসান ভাই।
নীলাঞ্জনা নীলা
ওয়াও নানা—————লাভ ইয়্যু। (3
এ তো বিরাট কমপ্লিমেন্ট! আমি ছাড়া আড্ডা জমে না 😀 \|/
যাও এজন্য একটা গিফট থাকলো তোমার জন্য। না পেলে বারবার মনে করিয়ে দিও কিন্তু। :p
নীলাঞ্জনা নীলা
সবুজ অরণ্য আমার নানার আসর-আড্ডায় এই গানের ট্র্যাক নিয়ে আসতে হবে কিন্তু। আমি গাইবো :p
লজ্জ্বার ইমো নেই, মুখ ঢাকার ইমোও নেই, কি যন্ত্রণা! :p
নীলাঞ্জনা নীলা
ধ্যত্তের গানই তো দেয়া হলোনা।
https://www.youtube.com/watch?v=95uiKqK-L_s
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
বন্ধুত্বের জয় হোক -{@ -{@
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
https://www.youtube.com/watch?v=A9odudeiSG4
নীলাঞ্জনা নীলা
মনির ভাই ধন্যবাদ আপনাকে মন্তব্যের সাথে গান দেয়ার জন্যে।
বন্ধুত্ত্বের জয় হবেই। -{@
জিসান শা ইকরাম
বন্ধুতার আলো
ঘড়ে ঘড়ে জ্বালো -{@
মুগ্ধ হয়েছি লেখায় 🙂
নীলাঞ্জনা নীলা
নানা ঘরে ঘরে আলো জ্বলবে কিনা জানিনা, আগুণ ঠিকই জ্বলবে।
আমার মন খারাপ হয়েছে। 🙁
তুমি আমায় কষ্ট দিয়েছো আজ।
জিসান শা ইকরাম
এখন ভালো হইছে না মন?
কষ্ট মনে হয় সব তোমার কেনা হয়েছে
আমার জন্য নাই এটা? 🙂
নীলাঞ্জনা নীলা
কষ্ট আমার আছে নাকি? আমার কষ্ট হলো অমাবস্যার চাঁদ। তোমাদের মতো না।
হাসো-নাচো-গান গাও। আরে আমি মুহূর্তে বাঁচি, নানা এটা জানোনা? \|/
ছাইরাছ হেলাল
জানা-অজানার বেলা-অবেলায় অন্তহীন যন্ত্রনা ভস্মীভূত হয় এই বন্ধুত্বেই,
সাধের স্বর্গপুরী চাই না বন্ধুত্বের বিনিময়ে। প্রজ্বলিত উন্মীলনে উদ্ভাসিত বন্ধু জ্যোতি,
শ্যামল সবুজের সমারোহে বিকেলের সোনা সাজ, বন্ধুত্বের সোনালী দিনে অফুরান খুশির কলতান।
নভোনীল তীর্থ ও রূপকথা রাইকে বন্ধুত্বের শুভেচ্ছা।
এত্তো ভালো লেখেন কী করে?
নীলাঞ্জনা নীলা
কবি ভাই মন্তব্য আপনার এতো কঠিন কেনে?
সোজা বাংলায় ভাঙ্গাইয়া কন রে ভাই। বন্ধুত্ত্বের লেখা লেইখা মন্তব্য ভাবতে ভাবতেই তো মাথা ঘুরায়। ^:^
ঠিক আছে নভোনীল তীর্থ আর রূপকথা রাইকে পৌঁছে দেবো শুভেচ্ছা।
ভালো লিখি নাকি? ;?
ঝানলাম আজ। 😀
ছাইরাছ হেলাল
কোজাগরী পূর্নিমা নিয়ে আসুক বন্ধুত্বের পেলবতা
সকল আধার হারিয়ে যাক এ জ্যোৎস্না দিনে।
আজকে ঝানিয়ে দিলাম আপনার লেখা খুব ভালু।
নীলাঞ্জনা নীলা
এখন তো কৃষ্ণপক্ষ। আকাশ লেপ্টে আছে আমার প্রিয় তারা-নক্ষত্ররা।
তবুও এটুকু ঝানলাম, আপনার বলা ভালুর ভ্যাল্যু আছে। 😀
তানজির খান
প্রিয় বন্ধু, আপি ও প্রিয় ব্লগার কে শুভেচ্ছা অনেক অনেক ।
নীলাঞ্জনা নীলা
ভাইয়া বন্ধুতার শুভেচ্ছা তোমাকেও। -{@
ব্লগার সজীব
বন্ধুতার আলোয় আলোকিত হোক সবকিছু -{@
নীলাঞ্জনা নীলা
আলোয় আলোয় ছেয়ে যাক আমাদের সবার জীবন এই বন্ধুতার স্পর্শে।
সজীব ভাইয়া বন্ধুতা আপনার জন্যেও। -{@
মরুভূমির জলদস্যু
কিচ্চু বলার নেই।
আমার সব (হাতেগোনা কয়েকজন) বন্ধুদের তরফ থেকে দুনিয়ার সবার বন্ধুদের শুভেচ্ছা -{@
নীলাঞ্জনা নীলা
শুভেচ্ছা যত্নে রক্ষিত হলো। -{@
অরুণিমা
বন্ধুত্বের সম্পর্কের চেয়ে বড় কোন সম্পর্ক নেই।এখানে কোন স্বার্থপরতা কাজ করেনা।বন্ধুতা জনম জনম -{@ -{@
নীলাঞ্জনা নীলা
আসলেই। জীবনে কেউ না থাকলেও চলে, যার একজন বন্ধু আছে।
তাই কখনো নিজেকে একা ভাবিনা।
ধন্যবাদ দিদি সুন্দর একটি মন্তব্যের জন্যে। -{@
স্বপ্ন
আপনার লেখায়ও এই গানটিই আমার মন্তব্য 🙂 -{@ https://www.youtube.com/watch?v=0TtzbBQmJQs
নীলাঞ্জনা নীলা
আমার অনেক প্রিয় একটি গান। ধন্যবাদ স্বপ্ন। -{@
লীলাবতী
তেমন আলো পাই কোথায় নীলাদি?আপনি অনেক ভাগ্যবতী -{@
নীলাঞ্জনা নীলা
লীলাবতীদিদি কোথায় থাকেন আপনি? লেখা দিন।
ভাগ্য তো আমার খারাপ। ব্লগে নিয়মিত হবার পর আপনার লেখা কমে গেছে। 🙁
অপেক্ষা করছি। তাড়াতাড়ি পোষ্ট দিন। -{@ (3