বন্দী

সঞ্জয় মালাকার ১৯ মার্চ ২০২০, বৃহস্পতিবার, ০২:৫৬:৩৮পূর্বাহ্ন কবিতা ২৭ মন্তব্য

বন্দী,

মন্দির মসজিদ গীর্জা –
বন্ধ প্রার্থনার সকল দরজা,
কত্তো আনন্দে বিশ্বের মানব গণ!
সঙ্কটে আস্হা বিশ্বের বিজ্ঞান।

হচ্ছে সবাই বন্দী
আতংকে হারায় শান্তি
করোনা পায় শক্তি!

মানছে না আইন শাসন
বাঙালি এক জাতি,
পথে পথে দিচ্ছে মিছিল
মৃত্যুর নেই বাঁকি।

বিশ্ব জুড়ে কান্না ধ্বনি
করোনা দেয় হাতে তালি,
বাংলা না-কি করোনার জ্ঞাতী!

চলছে এক মরন খেলা,
কে বাঁচি আর কে মরি!

সাবধান,
বাহিরে গেলে পাইবে প্রতিদান,
সমাধান হবে মৃত্যু,
কেউ ছুঁবে না তোমাকে
বড় অ-যত্নে যাবে কবরে শ্মশানে।

মা,,
ক্ষমা কর আমারে-
করোনা আসছে ছেলের দোয়ারে,
মা পিতার জন্মদিনেও
বন্দী হয়েছি চারদেয়ালের দরজা বন্ধ ঘরে!

বাবা-
তুমি ঘুমাও অকালে,
অকালে হয়েছে তোমার মৃত্যু
আলো ঝলমলে রোদ্দুর্র
রইলো না তোমার কপালে।

ইষ্টি কুটুম,
লোকাবে কোথায়-পালাবি কোথা
সকল দরজা বন্ধ,
তালা বন্দী বিশ্ব মানব
বাংলার মানব কেনো অন্ধ।

শুনছে সবাই, দেখছে দৃশ্য
করোনা এখন বাংলার ভক্ত!

৬৩১জন ৫০৫জন
0 Shares

২৭টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ