বন্দী,
মন্দির মসজিদ গীর্জা –
বন্ধ প্রার্থনার সকল দরজা,
কত্তো আনন্দে বিশ্বের মানব গণ!
সঙ্কটে আস্হা বিশ্বের বিজ্ঞান।
হচ্ছে সবাই বন্দী
আতংকে হারায় শান্তি
করোনা পায় শক্তি!
মানছে না আইন শাসন
বাঙালি এক জাতি,
পথে পথে দিচ্ছে মিছিল
মৃত্যুর নেই বাঁকি।
বিশ্ব জুড়ে কান্না ধ্বনি
করোনা দেয় হাতে তালি,
বাংলা না-কি করোনার জ্ঞাতী!
চলছে এক মরন খেলা,
কে বাঁচি আর কে মরি!
সাবধান,
বাহিরে গেলে পাইবে প্রতিদান,
সমাধান হবে মৃত্যু,
কেউ ছুঁবে না তোমাকে
বড় অ-যত্নে যাবে কবরে শ্মশানে।
মা,,
ক্ষমা কর আমারে-
করোনা আসছে ছেলের দোয়ারে,
মা পিতার জন্মদিনেও
বন্দী হয়েছি চারদেয়ালের দরজা বন্ধ ঘরে!
বাবা-
তুমি ঘুমাও অকালে,
অকালে হয়েছে তোমার মৃত্যু
আলো ঝলমলে রোদ্দুর্র
রইলো না তোমার কপালে।
ইষ্টি কুটুম,
লোকাবে কোথায়-পালাবি কোথা
সকল দরজা বন্ধ,
তালা বন্দী বিশ্ব মানব
বাংলার মানব কেনো অন্ধ।
শুনছে সবাই, দেখছে দৃশ্য
করোনা এখন বাংলার ভক্ত!
২৭টি মন্তব্য
সুপায়ন বড়ুয়া
“শুনছে সবাই, দেখছে দৃশ্য
করোনা এখন বাংলার ভক্ত!”
হতাশ বা আতন্কিত হওয়ার কারন নেই
ভয়কে জয় করে এগুতে হবে।
শুভ কামনা।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধে দাদা, আপনার জন্যও শুভ কামনা, ভালো থাকুন সব সময়।
ফয়জুল মহী
বেশ মন ছুঁয়ে গেল লেখা।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ কবি, শুভ কামনা রইলো
রেহানা বীথি
পরম করুণাময় সহায় হোন।
ভালো লিখেছেন।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দিদি,
ভালো থাকুন সব সময় শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
করোনা নিয়ে কবিতা ভালো লেগেছে দাদা। ঈশ্বর সহায় হবেই। ধৈর্য্য ধারণ করতে হবে। শুভ কামনা রইলো
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দিদি, আপনিও ভালো থাকুন সব সময় শুভ কামনা।
মনির হোসেন মমি
সমসাময়িক চমৎকার কবিতা।
মন্দির মসজিদ গীর্জা –
বন্ধ প্রার্থনার সকল দরজা,
কত্তো আনন্দে বিশ্বের মানব গণ!
সঙ্কটে আস্হা বিশ্বের বিজ্ঞান।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধে দাদা ,
আপনিও ভালো থাকুন সবসময় শুভ কামনারইলো।
আলমগীর সরকার লিটন
বাহ বেশ অনুভূতির প্রকার কবি দা
অনেক শুভ কামনা রইল
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দাদা , ভালো থাকুন সবসময় শুভ কামনা।
আরজু মুক্তা
আল্লাহ্ সবাইকে হেফাজত দান করুন
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দিদি, ঈশ্বর আল্লাহ ছাড়া আর কে আমাদের সহায়।
ছাইরাছ হেলাল
হ্যা, অবশেষে করোনা তার মৃত্যু থাবা আমাদের ঘাড়ে ও বসিয়েছে।
এর শেষ কোথায় আমরা কেই জানি না।
সঞ্জয় মালাকার
ঠিকই বলেছেন ভাইজান, এর শেষ কোথায় আমরা কেউ জানিনা।
ধন্যবাদ শ্রদ্ধেয় ভাইজান আমি ভালো থাকুন সব সময় শুভ কামনা।
সঞ্জয় মালাকার
আপনিও ভালো থাকুন সব সময় শুভ কামনা ।
তৌহিদ
এখন ইশ্বরই সহায় দাদা। আমাদেরকেও সতর্ক থাকতে হবে।
কবিতা ভালো লেগেছে।
সঞ্জয় মালাকার
হু ঠিক বলেছেন দাদা ঈশ্বর আল্লাহ সহায় , আমাদের কে সতর্ক থাকতে।
ধন্যবাধ শ্রদ্ধেয় ভাই জান আপনিও ভালো থাকুন সবসময় শুভ কামনা।
সুরাইয়া নার্গিস
সুন্দর লেখা।
শুভ কামনা রইল।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ আপু, আপনিও ভালো থাকুন সব সময় শুভ কামনা।
জিসান শা ইকরাম
অনেকদিন পরে লিখলেন দাদা। নিয়মিত লেখুন।
কবিতা ভাল হয়েছে।
প্রবাসে সাবধানে থাকুন,
শুভ কামনা।
সঞ্জয় মালাকার
ভাইজান কাজের ব্যস্ততা অনেক দিন আসতে পারিনি,
ধন্যবাদ ভাইজান আপনিও ভালো থাকুন সুস্হ্য থাকুন নিরাপদ থাকুন শুভ কামনা রইলো।
সাবিনা ইয়াসমিন
করোনার ভয়াল রুপ সম্পর্কে শুনবে জানবে সবাই এক সময়, কিন্তু ভয় হচ্ছে তাতে খুব বেশি দেরি না হয়ে যায়। এখন শুধু মহান সৃষ্টিকর্তাই আমাদের একমাত্র ভরসা। সবাই মিলে একে অপরের জন্যে তার কাছে দোয়া চাইছি, ইনশাআল্লাহ তিনি তার সৃষ্টি জগতকে রক্ষা করবেন।
ভালো থাকুন দাদা, যথা সম্ভব নিরাপদে থাকার চেষ্টা করুন।
শুভ কামনা 🌹🌹
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দিদি, ঠিকই বলেছেন এখন মহান সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ নেই আমাদের রক্ষা করার
তিনিই আমাদে ভরসা।
শুভ কামনা দিদি, ভালো থাকুন সুস্হ্য থাকুন নিরাপদ থাকুন সব সময়।
হালিম নজরুল
মানছে না আইন শাসন
বাঙালি এক জাতি,
পথে পথে দিচ্ছে মিছিল
মৃত্যুর নেই বাঁকি।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধেয় দাদা, ভালো থাকুন সুস্হথাকুন সবসময় শুভ কামনা।