বঙ্গবন্ধু মুজিব

শান্ত চৌধুরী ১৫ মার্চ ২০২০, রবিবার, ১১:৫৬:৫৫পূর্বাহ্ন কবিতা ২৩ মন্তব্য

বঙ্গবন্ধু মুজিব

মুজিব তুমি সৃষ্টির উল্লাস
তুমি রাজসভা, তুমি উচ্ছ্বাস,
তুমি বাঙালী’র প্রাণ।

মুজিব তুমি জনতার
তুমি সংগ্রাম,
তুমি স্বাধীন বাংলাদেশ।

মুজিব তুমি
৭ই মার্চে রেইসকোর্স ময়দানে
মুক্তির শ্লোগান

এবারের সংগ্রাম
আমাদের মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম
স্বাধীনতা সংগ্রাম

৯৪৯জন ৭৯৮জন

২৩টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ