দেখছ আমার ঝাপসা কিছু স্বপ্ন হাসে ?
ঝড়ের মাঝেও টিমটিমিয়ে হাঁটছে পাশে, হালুম করে আঁজলা ভরে সুখ গিলে খায় ভাসায় ভাসায় – সত্যি গো জান, তোমার আশায়। একি! তোমার ঠোঁট পোড়া তিল কাঁপছে গো জান অংকে কাঁচা ! কি আসে যায় আসুক তুফান, প্রেমের হিসেব গন্ডগোলেই দারুন মানায় ভুল গুলোতেই ভরুক হৃদয় কানায় কানায়। বুকের খাঁজে ঘাম জমেছে ? ভয় টা নিবিড় ?
ধুর বোকা মেয়ে ঘাম সে’তো নয় প্রেমের শিশির। দুলবে ঝিঙে, ময়না ফিঙে মনের মাচায় লাউ ডগা ফুল খোঁপায় গুঁজে ভরব খাঁচায়। কি চাই তোমার চকচকে রোদ খুব দুপুরে ? কাঠাল মোচা-তেতুল আঁচার, সুর নূপুরে – তুলবে তুমি। দেখব আমি তোমার নাগর ঝালের চোটে টকটকে লাল দু’চোখ ডাগর। সন্ধ্যা ডাহুক ঘুমিয়ে গেলেই জমবে গো রাত |
৭টি মন্তব্য
হতভাগ্য কবি
ভালো লাগসে 🙂
আবু জাঈদ
(y)
জিসান শা ইকরাম
সুন্দর -{@
আবু জাঈদ
-{@
নীলকন্ঠ জয়
আবু জাঈদ ভাই সর্বদাই ভালো লেখেন। অপেক্ষায় থাকি সুন্দর এমন কবিতা পড়ার জন্য। শুভেচ্ছা।। -{@
আবু জাঈদ
ধণ্যবাদ
খসড়া
সচারাচর দেখা যায় না বোঝা যায় না এমন বিশেষণ।