আচ্ছা ধরে নাও কোনো একদিন যদি এমন হয় ,
আমি নেই , কোথাও নেই…
তখন কার বিষে নীল হবে ?
জানো , যখন তুমি চোখের আড়ালে থাকো
তোমাকে অনেক গভীরে পেয়ে যাই ।
তোমার নিঃশ্বাস তখন আমার চোখে-মুখে লাগে ।
বুঝে পাইনা ,
খুঁজে পাইনা…
কেন , কেন , কেন এমন হয় ?
আমার এই বিষ আমাকে জ্বালিয়ে-পুড়িয়ে
আমাকে বাঁচিয়ে রাখছিলো ।
তুমি এসে সবটুকু নিয়ে গেলে ,
তাইতো এই মন জুড়ে বিশাল বড়ো বড়ো ফোষ্কা ।
অবাক হই ,
কেন যে এতো আপন লাগে এই ফোষ্কাগুলোকে ।
হ্যামিল্টন , ওন্টারিও , ক্যানাডা
১-লা অক্টোবর , ২০১২ ইং ।
১৫টি মন্তব্য
ছাইরাছ হেলাল
এ দেখছি বড়ই কঠিন প্রেম………………
আহারে…………………
নীলাঞ্জনা নীলা
হ্যা কঠিন প্রেম। ধন্যবাদ ছাইরাছ হেলাল ভাই।
জবরুল আলম সুমন
ভালোবাসা ও মদ দুটোই নেশা জাতীয় কিছু বলেই আমার ধারণা… দুটোই বিষাক্ত! দুটোই আনন্দ দেয় সাময়িক আর বিষে জ্বালিয়ে মারে বাকিটা সময়।
নীলাঞ্জনা নীলা
ঠিক বলেছিস সুমন ।
বনলতা সেন
এভাবে ভাবিনি কখনো , ভালবাসার বিষ !! কতটা ভালবাসলে এমন কবিতা লেখা যায় কবি ?
নীলাঞ্জনা নীলা
ভাবতে শিখুন আজ হতে 🙂 ভালবেসে খুনি হলে এমন লেখা যায় ।
জিসান শা ইকরাম
ফোস্কা নাম দেখে বেশ অবাক হয়েছিলাম
কত বোধ খেলা করে তোর মনের মাঝে !!
দারুন লিখেছ ।
নীলাঞ্জনা নীলা
আমি তো এমনই , নানা ।
HAPA
হাহাহা হ্যাঁ আহা হিহিহ
এইটা কিছু হইল 🙁
নাহইল গল্প নাহইল কবিতা
পুরাই ফাউল হেহেহে হফহহাহাহা
হাহাআ হাহা
যারা সুখে আছে তাগরে এইরম ভূতে কিলায় 🙂
অই আরেকটা আছে ছবি (তগো এই মেগ এই রুদুর) কাজ কাম নাই খালি কবিতা লিখা লিখি ।
এই দিকে আবার কাইকা পিকনিক আছে। লালাখাল(সিলেট) জামু সবাই মিল্লা 🙂
যাই সকাল সকাল গুমাই গিয়া , এই সব পাগল দের কেন যে পাগলা গারদে পাঠায় না আল্লাই যানে ।
নীলাঞ্জনা নীলা
মেঘ আপু খুব সুন্দর লেখেন । আপনিও লিখুন না কিছু 🙂 -{@
আফ্রি আয়েশা
সুন্দর কবিতা 🙂
নীলাঞ্জনা নীলা
ধন্যবাদ আপুমনি । 🙂
শুন্য শুন্যালয়
মরে গিয়ে বেঁচেছে, এবার তুমি ফোস্কা নিয়ে ধুকেধুকে মরো। তোমার প্রেম থেকে ১০০ হাত দূরে থাকবো, তুমি বিপদজনক। 🙂
যন্ত্রণাকে আপন ভাবা ঠিক না আপু, দুর করতে পারবেনা। কবে থেকে এত ভালো লিখছো?
নীলাঞ্জনা নীলা
আরে সেই ফোস্কা তো ঔষধ পেয়ে একেবারে ঠিক।
আপু যন্ত্রণা আমায় আপন করে নিতে পারেনা। নানা জানে ভালো করে আমার পাগলামী। এখন তোমাকেও দিচ্ছি বোঝোনা?
সুরাইয়া পারভীন
আহা ভালোবাসা!
বিষাক্ত ভালোবাসা
দারুণ লিখেছেন