ফেসবুক

নিতাই বাবু ২৬ জুন ২০২০, শুক্রবার, ০২:৩৮:১১পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২৮ মন্তব্য

ফেসবুক হলো–

বিশ্বের সস্তা যোগাযোগ ব্যবস্থা, 

ফেসবুক হলো–

দূর থেকে কাছে আসার রাস্তা।

ফেসবুক হলো–

ব্যক্তি মতপ্রকাশের স্বাধীনতা,

ফেসবুক হলো–

কারোর কাছে হীনমন্যতা। 

ফেসবুক হলো–

কারোর অনুভবে শূন্যতা,

ফেসবুক হলো–

কারোর কাছে উদারতা। 

ফেসবুক হলো–

ব্যক্তিগত ডায়েরির পাতা,

ফেসবুক হলো–

অভিভাবকের মতো উপদেশদাতা। 

ফেসবুক হলো–

পৃথিবীর মিথ্যাবাদীর জন্মদাতা, 

ফেসবুক হলো–

গুজব সৃষ্টিকারীর সৃষ্টিকর্তা। 

ফেসবুক হলো– 

টাটকা গরম খবরদাতা,

ফেসবুক হলো–

দুনিয়ায় শয়তানদের আশ্রয়দাতা।

ফেসবুক হলো–

দুনিয়ায় সকল ধর্মের কথা,

ফেসবুক হলো–

অনেকের কাছে মাথাব্যথা। 

ফেসবুক হলো–

চেনা-জানা অচেনা বন্ধুত্ব,

ফেসবুক হলো–

কাছের মানুষ থেকে দূরত্ব।

ফেসবুক হলো–

ঘুমন্ত মানুষকে জাগানো,

ফেসবুক হলো–

দুশমন দুর্নীতিবাজ হটানো। 

ফেসবুক হলো–

কঠিন রোগের সুচিকিৎসা,

ফেসবুক হলো–

ভালো কাজে রটে কুৎসা।

ফেসবুক হলো–

প্রতিবাদের অস্ত্র কলম,

ফেসবুক হলো–

বিখ্যাত খাউজানির মলম।

ফেসবুক হলো–

বিশ্বের উদার মানবতা,

ফেসবুক হলো–

সবাই মিলেমিশে একতা।

 প্রথম প্রকাশ 

৬৭৫জন ৫১৭জন
0 Shares

২৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ