ফেসবুক হলো–
বিশ্বের সস্তা যোগাযোগ ব্যবস্থা,
ফেসবুক হলো–
দূর থেকে কাছে আসার রাস্তা।
ফেসবুক হলো–
ব্যক্তি মতপ্রকাশের স্বাধীনতা,
ফেসবুক হলো–
কারোর কাছে হীনমন্যতা।
ফেসবুক হলো–
কারোর অনুভবে শূন্যতা,
ফেসবুক হলো–
কারোর কাছে উদারতা।
ফেসবুক হলো–
ব্যক্তিগত ডায়েরির পাতা,
ফেসবুক হলো–
অভিভাবকের মতো উপদেশদাতা।
ফেসবুক হলো–
পৃথিবীর মিথ্যাবাদীর জন্মদাতা,
ফেসবুক হলো–
গুজব সৃষ্টিকারীর সৃষ্টিকর্তা।
ফেসবুক হলো–
টাটকা গরম খবরদাতা,
ফেসবুক হলো–
দুনিয়ায় শয়তানদের আশ্রয়দাতা।
ফেসবুক হলো–
দুনিয়ায় সকল ধর্মের কথা,
ফেসবুক হলো–
অনেকের কাছে মাথাব্যথা।
ফেসবুক হলো–
চেনা-জানা অচেনা বন্ধুত্ব,
ফেসবুক হলো–
কাছের মানুষ থেকে দূরত্ব।
ফেসবুক হলো–
ঘুমন্ত মানুষকে জাগানো,
ফেসবুক হলো–
দুশমন দুর্নীতিবাজ হটানো।
ফেসবুক হলো–
কঠিন রোগের সুচিকিৎসা,
ফেসবুক হলো–
ভালো কাজে রটে কুৎসা।
ফেসবুক হলো–
প্রতিবাদের অস্ত্র কলম,
ফেসবুক হলো–
বিখ্যাত খাউজানির মলম।
ফেসবুক হলো–
বিশ্বের উদার মানবতা,
ফেসবুক হলো–
সবাই মিলেমিশে একতা।
২৮টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
কবিতায় ফেসবুকের সম্পূর্ণ ময়নাতদন্ত করে দিয়েছেন।
মুদ্রার এপিঠ-ওপিঠের মতোই ফেসবুক। যে যারমতো চালিয়ে নেয়।
শুভ কামনা রইলো দাদা 🌹🌹
নিতাই বাবু
শ্রদ্ধেয় দিদি, এই সময়ে সপরিবারে ভালো থাকবেন বলে আশা করি।
ফয়জুল মহী
অসাধারণ সাবলীল লেখা
নিতাই বাবু
সুন্দর গঠনমূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, শ্রদ্ধেয় দাদা। আশা করি এই সময়ে সপরিবারে ভালো থাকবেন।
এস.জেড বাবু
একই অঙ্গে কত রূপ
যে যার পছন্দ রূপে ব্যাবহার করে এফবি
চমৎকার বিশ্লেষন দাদা
নিতাই বাবু
বহুরূপী ফেসবুকে বহুরূপী মানুষের কোলাহল। সত্যেরও শেষ নেই, মিথ্যেরও শেষ নেই। তবুও সত্য-মিথ্যায় মিলেমিশে আমরা সকলে একই প্লাটফর্মে।
শুভকামনা থাকলো শ্রদ্ধেয় দাদা।
ছাইরাছ হেলাল
বিনা পয়সার আলকাতরা বা মিঠাই মণ্ডা !!
পোস্টমর্টেম নিখুঁত হয়েছে।
যদিও আমি খুব না জেনেই এমন বললাম।
নিতাই বাবু
আসলে ফেসবুক নিয়ে খুব একটা পোস্টমর্টেম আমি করতে পারিনি, শ্রদ্ধেয় কবি মহারাজ। ভেবেচিন্তে এসব বিষয়ে লিখেছি মাত্র।
মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদের শুভকামনাও থাকলো।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
ফেসবুক নিয়ে সুন্দর লেখা। শুভ কামনা রইল দাদা।
নিতাই বাবু
এই সময়ে সপরিবারে ভালো থাকবেন বলে আশা করি।
প্রদীপ চক্রবর্তী
ফেইসবুক সর্বদা ভিন্নরূপে জড়িত।
সুন্দর উপস্থাপন দাদা।
ভালো লাগলো অনেক।
নিতাই বাবু
সুন্দর গঠনমূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শ্রদ্ধেয় দাদা।
সুপর্ণা ফাল্গুনী
দাদা এরচেয়ে ভালো পোষ্টমর্টেম আর হতে পারে না। খুব ভালো লাগলো । ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো
নিতাই বাবু
না না দিদি, আমি ঠিকমতো পোস্টমর্টেম করতে পারিনি। যা লিখেছি, তা নিজের জানাশোনা থেকে।
সুন্দর গঠনমূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
সুপায়ন বড়ুয়া
ফেসবুক হলো গুজব রটানো
সাজানো বাসা।
ছবির আড়ালে মিষ্টি হাসিতে
করোনাকালের সর্বনাশা।
ভাল লাগলো। শুভ কামনা দাদা।
নিতাই বাবু
একদম ঠিক বলেছেন, শ্রদ্ধেয় দাদা। এই সময়কালেও ফেসবুকে নিত্যনতুন ছবি আপলোড করতে কেউ কমও করছে না। নিজের আসল চেহারাটা বিকৃত করেও নিজের প্রোফাইলে ঠেসে দিচ্ছে। বুঝুন ব্যাপার!
সুন্দর গঠনমূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শ্রদ্ধেয় দাদা।
খাদিজাতুল কুবরা
বাস্তবতা নির্ভর কবিতাটি ভালো লাগলো ।
শুভেচ্ছা জানবেন ।
নিতাই বাবু
সুন্দর মন্তব্যের জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শ্রদ্ধেয়।
তৌহিদ
ফেসবুককে যেন আয়নার মাধ্যমে খুঁজে পেলাম আপনার লেখায়, এপিঠ ওপিঠ দুটোই। চমৎকার লিখেছেন দাদা।
শুভকামনা সবসময়।
নিতাই বাবু
সুন্দর গঠনমূলক মন্তব্যের জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সাথে এই সময়ে সপরিবারে ভালো থাকার জন্যও বিধাতার কাছে প্রার্থনা করছি।
মাহবুবুল আলম
বাহ দাদা দারুণ জমিয়ে দিলেন, একটি কথাও অমূলক নয়।
শুভেচ্ছা জানবেন।
নিতাই বাবু
সুন্দর গঠনমূলক মন্তব্যের জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, শ্রদ্ধেয় দাদা। সাথে এই সময়ে সপরিবারে ভালো থাকার জন্যও বিধাতার কাছে প্রার্থনা করছি।
হালিম নজরুল
ফেসবুক আমার কাছে একটা গুরুত্বপূর্ণ ধনাত্মক মাধ্যম
নিতাই বাবু
হ্যাঁ, সত্যি তা-ই! আসলে ফেসবুক আমাদের কিন্তু অনেক দিচ্ছে। অনেক এগিয়ে নিয়ে যাচ্ছে। অথচ আমরা কেউ কেউ এই সুন্দর মাধ্যমটাকে ভিন্নভাবে ব্যবহার করছি।
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শ্রদ্ধেয় কবি দাদা।
আরজু মুক্তা
ফেসবুককে গিরগিটি বানায় ফেললেন
নিতাই বাবু
না, না, দিদি। আসলে গিরগিটি বানাইনি। যাঁরা এই সুন্দর মাধ্যমটাকে ভিন্নভাবে ব্যবহার করছে, আমি তাঁদের উদ্দেশ্য করে লিখেছি।
শুভকামনা থাকলো শ্রদ্ধেয় দিদি।
জিসান শা ইকরাম
ফেসবুক হলো উন্মাদনা,
নির্ঘুম রাত কাটানোর ভালো মাধ্যম,
যেখানে ম্যাসেঞ্জারে থাকে অনেকের প্রান ভোমরা।
ভালো লিখেছেন দাদা।
শুভ কামনা।
নিতাই বাবু
এই যে, এখনও আমি জেগে আছি! অথচ রাত প্রায় শেষলগ্নে! আমি আছি ব্লগ নিয়ে, ফেসবুক নিয়ে।
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছ, শ্রদ্ধেয় দাদা।