শীতের রাতে লেপ মুড়ি দিয়ে গভীর ঘুম।মুড়ি দিয়া হলেও শুধু নাকের জায়গা ফাঁকা রেখে।হঠাৎ ঘুম ভেঙ্গে গেল।প্রচণ্ড ভয়ে মুহূর্তের মধ্যে এই শীতে ঘামতে শুরু করে দিলাম।গলা শুকিয়ে কাঠ।শব্দ করার চেষ্টা করছি কিন্তু গলা দিয়ে শব্দ বের হচ্ছে না।আমার হাঁটুর উপর কে যেন চেপে বসে আছে।কোন রকম সব শক্তি সঞ্চয় করে দিলাম চিৎকার।এবারে গলা দিয়ে শব্দ ঠিক-ঠাক বের হয়েছে।পড়িমরি করে অন্য রুম থেকে বড়রা হাজির।সব আলো জ্বলে উঠল।দেখল সবাই।শুনল মিউ ডাক।সবার হাসাহাসিতে ভীত বিহ্বল আমি লজ্জা পেলাম।
আর একবার,
যথারীতি ঘুমের আয়োজন।লেপ মুড়ি-মুড়ি করছি। খেয়াল হলো লেপের উপর কী যেন পা টিপে টিপে হাঁটছে। এবারে ভয় না পেয়ে লেপের মধ্য থেকে সামান্য উঁকি দিলাম। দেখি কি মিনি খুব সাবধানে লেপের উপর এক পা দিয়েবিভিন্ন জায়গায় চাপ দিচ্ছে। ব্যাপক কৌতূহলে দেখছি আর অপেক্ষা করছি।দেখিনা কী হয়।এক সময় আমার পায়ের উপর মিনি পা দিয়ে টিপে টিপে কী যেন পরীক্ষা করল।মনে হল কিছু একটা বুঝতে চাইছে। মনে হল সে যা খুঁজছে তা পেয়ে গেছে।লেপের ঠিক নীচে আমার পা যেখনে সেখানেই লেপের উপর উঠে গুঁটিয়ে গোল হয়ে ঘুমের আয়োজন।এটি এখন নৈমিত্তিক ঘটনা। অনেক সময় বিরক্ত হয়ে খাঁট থেকে নামিয়ে দিয়েছি। ঘুম থেকে সজাগ হয়ে মিনিকে পায়ের উপরেই পেয়েছি। কখন আবার উঠে এসে ঘুমিয়েছে টের পাইনি।
এবারে ফিরে এলে আর কখনও খাট থেকে নামিয়ে দেব না কথা দিলাম মিনি। তাও ফিরে এসো।
২২টি মন্তব্য
রিমি রুম্মান
জীবে প্রেম করে যেই জন…
সায়ন্তনু
মিনিকে বেশি ভালোবাসি।
মেঘাচ্ছন্ন মেঘকুমারী
মিনির ঘুমের বর্ননায় হাসি পেলো। আপনার পা খুঁজে খুঁজে পায়ের উপর ঘুমাবে। কত বুদ্ধিমতি বিল্লিটা আপনার মিনি। ফিরে আসুক মিনি।
সায়ন্তনু
এমনই করত সব সময়। পা ভারী হয়ে থাকা অভ্যাস হয়ে গিয়েছিল। এখনও ফিরে আসেনি।
নুসরাত মৌরিন
মিনি তো মহা চালাক।কত বুদ্ধি মাথায়!!
সে গিয়ে লুকিয়েছে কোথায়?
মিনি ফিরুক…এই কামনা,সাথে শুভকামনা।
সায়ন্তনু
অনেক গল্প আছে মিনিকে নিয়ে। ফিরে না আসলে ভাল লাগছে না।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
বেশ ভাল লাগল আপনার অনুভূতিগুলো।আসবে সে অবশ্যই।
সায়ন্তনু
আমি মিনি আশার জন্যই অপেক্ষা করছি।
খেয়ালী মেয়ে
আহারে মিনি তুই জলদি ফিরে আয়..বেচারাকে আর কষ্ট দিস না..
সায়ন্তনু
সবাই এভাবে চাইলে মিনি না এসে পারবে না।
ওয়ালিনা চৌধুরী অভি
আপনার মিনি দেখছি ব্যাপক বুদ্ধিমতী ছিলো। মিনিকে তো ফিরে আসতেই হবে। আপাতত মিনির স্মৃতি চলুক।
সায়ন্তনু
আমি মিনিকে খুব ভালোবাসি।ফিরে আসার অপেক্ষায় আছি।অবশ্যি মিনির কথা লিখব।
শিশির কনা
মিনির বুদ্ধিমত্তায় টাসকি খেলাম। আরো জানতে চাই।
সায়ন্তনু
চেষ্টা করব লিখতে।যদিও ভাল লিখতে পারি না।
সোনিয়া হক
দুটো ঘটনাতেই ব্যাপক মজা পেলাম। মিনিকে খুঁজে পান এই কামনা করি।
সায়ন্তনু
ফিরে পাওয়ার আশা আমিও করি।
ছাইরাছ হেলাল
মিনি, এখুনি ফিরে এসো বলছি।
সায়ন্তনু
আপনার ধমক মিনি পর্যন্ত পৌছে যাক।মিনি ফিরে আসুক।
শিশির কনা
আপনার আশ্বাসে ভরসা পাচ্ছেনা মনে হয়।
সায়ন্তনু
আমায় ভরসা করতে না পারলে আর কোথাও ভরসার জায়গা নেই মিনির। হয়ত পথ হারিয়ে ফেলেছে চিরতরে।
প্রজন্ম ৭১
মিনি কি আসবেনা আর ফিরে?
সায়ন্তনু
আশা ছেড়ে দিয়েছি।