ফিরে এসো মিনি

সায়ন্তনু ৮ নভেম্বর ২০১৪, শনিবার, ০৯:১৩:০৪পূর্বাহ্ন অন্যান্য ২২ মন্তব্য

শীতের রাতে লেপ মুড়ি দিয়ে গভীর ঘুম।মুড়ি দিয়া হলেও শুধু নাকের জায়গা ফাঁকা রেখে।হঠাৎ ঘুম ভেঙ্গে গেল।প্রচণ্ড ভয়ে মুহূর্তের মধ্যে এই শীতে ঘামতে শুরু করে দিলাম।গলা শুকিয়ে কাঠ।শব্দ করার চেষ্টা করছি কিন্তু গলা দিয়ে শব্দ বের হচ্ছে না।আমার হাঁটুর উপর কে যেন চেপে বসে আছে।কোন রকম সব শক্তি সঞ্চয় করে দিলাম চিৎকার।এবারে গলা দিয়ে শব্দ ঠিক-ঠাক বের হয়েছে।পড়িমরি করে অন্য রুম থেকে বড়রা হাজির।সব আলো জ্বলে উঠল।দেখল সবাই।শুনল মিউ ডাক।সবার হাসাহাসিতে ভীত বিহ্বল আমি লজ্জা পেলাম।
আর একবার,
যথারীতি ঘুমের আয়োজন।লেপ মুড়ি-মুড়ি করছি। খেয়াল হলো লেপের উপর কী যেন পা টিপে টিপে হাঁটছে। এবারে ভয় না পেয়ে লেপের মধ্য থেকে সামান্য উঁকি দিলাম। দেখি কি মিনি খুব সাবধানে লেপের উপর এক পা দিয়েবিভিন্ন জায়গায় চাপ দিচ্ছে। ব্যাপক কৌতূহলে দেখছি আর অপেক্ষা করছি।দেখিনা কী হয়।এক সময় আমার পায়ের উপর মিনি পা দিয়ে টিপে টিপে কী যেন পরীক্ষা করল।মনে হল কিছু একটা বুঝতে চাইছে। মনে হল সে যা খুঁজছে তা পেয়ে গেছে।লেপের ঠিক নীচে আমার পা যেখনে সেখানেই লেপের উপর উঠে গুঁটিয়ে গোল হয়ে ঘুমের আয়োজন।এটি এখন নৈমিত্তিক ঘটনা। অনেক সময় বিরক্ত হয়ে খাঁট থেকে নামিয়ে দিয়েছি। ঘুম থেকে সজাগ হয়ে মিনিকে পায়ের উপরেই পেয়েছি। কখন আবার উঠে এসে ঘুমিয়েছে টের পাইনি।
এবারে ফিরে এলে আর কখনও খাট থেকে নামিয়ে দেব না কথা দিলাম মিনি। তাও ফিরে এসো।

১জন ১জন
0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ লেখা

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ