১.
তোমার বাবা পুলিশ বলে
ফাও সুবিধা লুটতে চাও ?
তোমায় কিছু বলতে গেলেই
ইভ টিজিংয়ের ভয় দেখাও !!!
২.
বাস্তববাদী প্রেমিক আমি
স্বপ্ন বুকে বাঁধি না,
তাইতো তোমার আঘাত পেলে
না হাসলেও কাঁদিনা।
৩.
ইয়াহুতেই কথা বলো
নেটের বিলেই ভয়েস চ্যাট,
মোবাইল ফোনের উটকো বিলে
চাইনা দিতে শুল্ক ভ্যাট।
৪.
তোমায় আমি ভালোবাসি
তাই ভেবোনা অন্ধ,
চোখ জোড়া মোর খোলাই আছে
বুঝি ভালো মন্দ।
৫.
আমার মোবাইল গ্রামীণ ফোনের
তোমারটা হয় রবি,
হয়না কথা বিলের ভয়ে
তাইতো হলাম কবি।
৬.
স্বামী এবার চাইছি হতে
প্রেমিক সেজে আর না,
বিয়ের কথা শুনলে তোমার
হাসির স্থলে কান্না !!!
৭.
এক দুটো ম্যাচ জিতলে বলো
রয়েল বেঙ্গল টাইগার,
জিততে জিততে হেরে গেলে
বেড়াল বলো বারবার !!!
৮.
অফিস কামাই করে তোমার
হাতটি ধরতে পারবো না,
তোমার গালি হজম করি
বসেরটা যে পারিনা।
৯.
বাসের সিটে তোমার নাম্বার
এইটে কেমন ছল ?
র্যাব অফিসার করলো রিসিভ
আমার দেয়া কল !!!
১০.
তোমার সাথে করতে দেখা
বন্ধুকে নিই সঙ্গে,
বন্ধুর সাথে তোমার প্রেম
এখন দেখি তুঙ্গে !!!
জবরুল আলম সুমন
১১ ই মে, ২০১০ খৃষ্টাব্দ।
১৪টি মন্তব্য
লীলাবতী
পকেট ভরা দৈণ্যতা নিয়ে তুমি কবিতাই লেখ, প্রেমিক হওয়া লাগবেনা।
সবগুলাই খুব মজার হয়েছে।
জবরুল আলম সুমন
হুম, দৈন্যতাও এক সময় বিরাট এক সম্পদ হয়ে উঠতে পারে… তবে আমাকে বাধা দিবেন না, প্রেমিক না হলে রোমান্টিক কবিতা বেরুচ্ছেনা কোন ভাবেই, বড়ই মসিবতে আছি… 😛 ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
ছাইরাছ হেলাল
বাহ্ এ দেখছি পকেট ভর্তি ভালুবাসা…
তবে প্রথমটি ই সরস লাগল ।
জবরুল আলম সুমন
হা হা হা… পৃথিবীটাই ভালোবাসাময়। ঈদের শুভেচ্ছা…
আদিব আদ্নান
খুব বৃষ্টি দেখা যাচ্ছে যেন ………
ঠান্ডা লেগে যাওয়ার ব্যপক সম্ভবনা আছে ।
একটু রয়ে সয়ে……
জবরুল আলম সুমন
বৃষ্টি মন্দ নয়, বৃষ্টি শুধু রাস্তা ঘটের ময়লা পরিস্কারই করেনা মনের ময়লাও অনেক সময় দূর করে দেয়… 🙂 ঈদের শুভেচ্ছা।
লজিক্যাল সুমধু
awesome!!!
জবরুল আলম সুমন
ধন্যবাদ আপনাকে… ঈদের শুভেচ্ছা।
জিসান শা ইকরাম
” বাসের সিটে তোমার নাম্বার
এইটে কেমন ছল ?
র্যাব অফিসার করলো রিসিভ
আমার দেয়া কল !!! ”
হা হা হা হা হা , কই পাও এমন আইডিয়া ?
জবরুল আলম সুমন
চোখ কান খোলা রাখলেই এমন আইডিয়া ক্যাচ করা অসম্ভব কিছু না দাদু… 😛 ঈদের শুভেচ্ছা, স্বপরিবার ও স্ববান্ধবে দাওয়াত রইলো।
প্রজন্ম ৭১
জীবন থেকে নেয়া , রম্য হলেও সব বস্তব ধর্মী ।
জবরুল আলম সুমন
বাস্তবতাকে পাশ কাটিয়ে চলতে পারিনা বলে যা-ই লিখি তার মধ্যে বাস্তবতা ঢুকে পড়ে। ঈদের শুভেচ্ছা।
শিশির কনা
বাহ , অনেকের সাথে কথা বলার সময় আপনার এই সব রেফারেন্স দেয়া যাবে এখন হতে। আনন্দ পেলাম খুব।
জবরুল আলম সুমন
আহা! শুনে প্রীত হইলাম। ঈদের শুভেচ্ছা নেবেন।