প্রেমের তিনটি কবিতা

নীলাঞ্জনা নীলা ২৫ মে ২০১৫, সোমবার, ১১:০৭:৩২অপরাহ্ন কবিতা ২৬ মন্তব্য

এক –

যতোবারই লিখতে বসি,
তখনই রাতের শুরু হয়।
একসময় ইচ্ছে করে এবার দিনের আলোয় লিখবো,
চোখ মেলে দেখি দিন কই?
শুধুই রাত।
ধবল জ্যোৎস্নায় প্রকৃতি স্নান করে,
আর আমি লজ্জ্বা নিয়ে প্রতীক্ষা করি
আরেকটি প্রেমের কবিতার।

230c3325211bfad450d213f4bdeadc92287563dd9104fe07045e5deb0fa3ebc8 [640x480]m [640x480]

দুই –

কথা ছিলো, আবার দেখা হবে।
তোমার নিজস্ব অরণ্যে।
এ পথ থেকে ও পথে এদিক-সেদিক সবদিক ঘুরে এসে
শালবনের গহীনে আগুণ জ্বালাতে চাইলাম।
যে-কোনো শিকারীর শিকার থেকে বাঁচার জন্যে।
তোমার সাথে দেখা হবে,
বলেছিলে তুমি।
তোমারই অরণ্যে।
আসলে কেউ তো জানেনা তুমি শিকারীর ঘায়েলে
কবেই শিকার হয়ে গেছি।

11301604_666581743446907_2046933021_n

তিন –

কবিতা বড়ো অভিমানী।
ওকে আদর করে কাছে না নিলে
ফিরে চলে যায়।
সে জানেনা ফেরার পথ।
ভালোবাসা আর পাগলামীর চরমে নিয়ে যেতে হয় তাকে।
একটু যদি কম পড়ে যায় প্রেম
আর আবেগের ঘাটতি দেখা যায়,
সে আর থাকেনা, চলে যায়।
কবিতা বড়ো অভিমানী,
নিঃশব্দে আড়ালে চলে যায়।
একদিন আমিও কবিতা হবো,
তখন তুমি কি করবে?

হ্যামিল্টন, কানাডা
২৫ মে, ২০১৫ ইং।

**বহুদিন পর কবিতা লেখার চেষ্টা করলাম। আজকাল আর লেখাই হয়না। ধারাবাহিক লেখায় সময় দিতে গিয়ে কবিতা লেখার সময় করে উঠতে পারিনা। আর কবিতা যে বড়ো অভিমানী, সে কথা সকলেই জানে যারা কবিতা লেখে এবং পড়ে।

ছবির সাথে কবিতার কোন মিল নেই।ছবিতে নীল ফুল আছে,আর আমার নাম নীলা এবং ফুলের ছবি আমার ভালো লাগে,এটুকুই মিল।

৬৪৪জন ৬৪৪জন
0 Shares

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ