
ভেকেরা আসে ভেক ধরে রাত-দিনে চুপিসারে/প্রকাশ্যে,
অদৃশ্যে ওঁৎ পেতে থাকে, জীবন যাপনের আশে-পাশে পাশে-পাশে,
অসুখ-বিসুখ কান্না-ঘেন্নার প্যাকেজে প্যাকেজে,
হাত-পা, পা-হাত ছড়িয়ে, তুমুল আনন্দে বগল বাজিয়ে;
নূতন সাজ-পোশাকের বাহির-বদলে
সুখ-সুখ মুখ-প্রোফাইলে;
হৃদয়ে হামাগুড়ি দেয় মিশমিশে কালো কিলবিলে
তরমুজ-বিচিতে, শূন্য-খাতা শূন্য-পাতা।
হো হো হা হা হি হি চা/কফির ঝড়,
হাঁটতে হাঁটতে বাদাম-খাওয়া-হাসির গড়াগড়ি,
হাঁটু গেড়ে বসে স্লোগান, নাকের ডগায় মেরে তুড়ি,
দেখা হবে বিজয়ে!!
উহ্-হু, এ এবার কোথাকার কৌন বিজয়!!
আগে কী শুনেছি, দেখছি এমন কিছু? না-তো!!
করোনাকাল যাবে/যাচ্ছে চলে,
ফিরে আসবে নিত্য নূতনের ছোবলে,
জীবন ঠায় দাঁড়িয়ে থাকে নির্ভীকে,
দিনে রাতে, রাতের দিনে,
তোয়াক্কায় না-রেখে প্রেত ঝড়কে;
ছবি নেটের।
১০টি মন্তব্য
খাদিজাতুল কুবরা
ভেক শব্দটি আমার জন্য নতুন ছিলো।
প্রকৃতার্থে আমরা সকলেই ছদ্মবেশি। কেউ আলোর খোঁজে, কেউ মশাল হাতে ও আঁধারের ভাঁজে।
সুখ সুখ মুখ প্রোফাইল সত্যি এখন সময়ের ট্রেন্ড।
করোনা একটি প্রায় অদৃশ্য অনুজীব,
ব্যাতিক্রম নয় রক্তচোষা জোঁক সদৃশ মানব।
এরই মাঝে নবীজির প্রিয়, পূত পবিত্র উম্মত ঠাঁই দাঁড়িয়ে আছে /থাকবে উঁচু শিরে।
সবশেষে মানুষ আশরাফুল মাখলুকাত।
ভীষণ ভালো একটি কবিতা পড়ে তৃপ্ত হলাম।
ছাইরাছ হেলাল
“O you who believe! seek help with patient perseverance and Prayer;
for lord is with those who patiently persevere.
( হে মানুষ) তোমরা যারা ঈমান এনেছো, ধৈর্য ও নামাজের মাধ্যমে তোমরা (আমার কাছে)
সাহায্য প্রার্থনা করো; নিশ্চয়ই আল্লাহ পাক ধৈর্যশীল মানুষদের সাথে আছেন”। ২ঃ১৫৩।
বিধাতার কাছে এই ধৈর্য ধরার সক্ষমতা-ই প্রার্থনা করি।
অনেক অনেক ধন্যবাদ, আপনি সব সময় ই মন দিয়ে পড়েন।
রোকসানা খন্দকার রুকু
আমিও মন প্রাণ দিয়েই পড়ি তবুও বুঝি না অতপর হাত-পা ছুঁড়া ছুঁড়ি কান্না করি তাও লাভ হয় না।
যদিও বুঝি কি ভাষায় কমেন্ট করব তা আর খুঁজে পাই না। তবুও ধৈর্য ধরেই আছি কোনদিন যদি তৌফিক হয় বুঝার। কারণ তো আপনি বললেনই,,
ছাইরাছ হেলাল
কী যে বলেন!!
আপনি তো অনেক ভাল লেখেন, মন্তব্য করেন, কোন ঘোরপ্যাঁচ না রেখেই।
ভাল থেকে সাথেই থাকুন।
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর সমাপ্তি।
সুন্দর উপমার সমাহারের অনন্য নিবেদন।
এভাবেই নির্ভীক জীবনের চলা প্রেত ঝড়কে উপেক্ষা করে।
আন্তরিক শুভ কামনা জানবেন নিরন্তর।
ছাইরাছ হেলাল
আল্লাহ আমাদের সহায় হবেন, এটুকুই প্রার্থনা।
ভাল থাকুন।
সুপর্ণা ফাল্গুনী
প্রেত ঝড়কে তোয়াক্কা না করে ও উপায় নেই, এসব আছে বলেই ঈশ্বরের নৈকট্য লাভের আশা করি বারবার। তবুও তো সবাই ভুলে যাই ঈশ্বরের কৃপার কথা, পাশে থাকার কথা আর তাইতো অন্যায় -অবিচারে ডুবে রই। অন্যের ক্ষতি সাধন করাই যেন এখন ভালো থাকার উপায়। সুমতি আসুক সবার মনে। প্রকৃতির বিচার পেতেই হবে। ঈশ্বর সব দেখছেন, সব হিসাব নিকাশ তার হাতে। অবিরাম শুভকামনা
ছাইরাছ হেলাল
সব ঝড় ঝঞ্ঝা উপেক্ষা করে আমরা শুধুই বিধাতার সাহায্য কামনা করি।
তিনি অন্তর্যামী।
এত এত দেরি করে এলে তো হবে না।
ভাল থাকবেন।
তৌহিদুল ইসলাম
ভাই, করোনার এবারের ছোবল অতী ভয়ঙ্কর। যে যাই বলুক হাসপাতালে দেখছি মানুষের আহাজারি। প্লিজ, আপনিও সাবধানে থাকবেন ভাইয়া।
দোয়া রাখবেন আমাদের জন্যেও।
ছাইরাছ হেলাল
সাবধানতা নিয়েই আছি। আমাদের এখানে মানুষ মারা যাচ্ছে।
মসজিদে যাওয়া বন্ধ করেছি। দোয়ায় রাখবেন।
আপনিও সাবধানে থাকবেন।
ধন্যবাদ।