প্রিয় মানুষের বেঁচে থাকা

নিরব সাগর ২১ ডিসেম্বর ২০১৯, শনিবার, ০৯:১৭:৩৮অপরাহ্ন কবিতা ২১ মন্তব্য

 

কুয়াশায় সবকিছু অস্পষ্ট দেখা যায় অথচ তোমার মুখখানা জ্বলজ্বলে রাঙা পোস্টার হয়ে থাকে।

সোডিয়াম লাইটের নিচে দাঁড়ালে সকলকেই অন্য রকম দেখায় অথচ তোমার চেহারা সব সময় অবিকৃত হয়ে থাকে।

বয়স হয়ে যাওয়ায় সুন্দর চোখ ঘোলাটে হয়ে আসে অথচ তোমাকে দেখার জন্য চোখ দুটি সবসময়ই পূর্ণযৌবনা হয়ে থাকে।

অনেক প্রিয় মুখ অপরিচিত হয়ে যায় অথচ তোমার জীবনাদর্শ প্রতিবেশীর মত মনে হয়ে থাকে।

কারণে অকারণে অনেক কিছু ভুলে যায় সবাই অথচ প্রিয় মানুষের অস্তিত্ব প্রতিদিনের সকালের মতো হয়ে থাকে।

আমরা সবাই মরে যাই অথচ প্রতিটা প্রিয় মানুষগুলো প্রিয় মানুষের অন্তরে অবিনশ্বর হয়ে বেঁচে থাকে।

৬২৯জন ৫১৬জন

২১টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ