প্রিয় গান: একটা ছেঁড়া দিন

আনন্দধারা বহিছে ভুবনে ১১ ডিসেম্বর ২০১৪, বৃহস্পতিবার, ০৯:০২:০৬অপরাহ্ন সঙ্গীত ৪১ মন্তব্য
একটা ছেঁড়া দিন, বুকের মাঝে কষ্ট
একটা ছেঁড়া রাত, স্বপ্ন গুলো নষ্ট
তবু একটা আলোর ভোর আমার পাশে তুই
একটা রোদের ডাকে আকাশটা ছুঁই

 

একটা পাখি ফুল, একটা করুণ গল্প
একটা জীবন জানে, এক জীবনের অল্প
তবু একটা আলোর ভোর আমার পাশে তুই
একটা রোদের ডাকে আকাশটা ছুঁই।

 

একটা চিৎকার, শব্দহীন হলে
একটা নীরবতা, অনেক কথা বলে
তবু একটা আলোর ভোর আমার পাশে তুই
একটা রোদের ডাকে আকাশটা ছুই।

একটা ছেঁড়া দিন, বুকের মাঝে কষ্ট
একটা ছেঁড়া রাত, স্বপ্ন গুলো নষ্ট
তবু একটা আলোর ভয় আমার পাশে তুই
একটা রোদের ডাকে আকাশটা ছুঁই

একটা পাখি ফুল, একটা করুণ গল্প
একটা জীবন জানে, এক জীবনের অল্প
তবু একটা আলোর ভয় আমার পাশে তুই
একটা রোদের ডাকে আকাশটা ছুঁই

একটা চিৎকার, শব্দহীন হলে
একটা নীরবতা, অনেক কথা বলে
তবু একটা আলোর ভয় আমার পাশে তুই
একটা রোদের ডাকে আকাশটা ছুঁই

এখানে ক্লিক করে শুনুন

ইউ টিউব লিংক

শিরোনামঃ একটা ছেড়া দিন
ব্যান্ডঃ চিরকুট
এলবামঃ যাদুর শহর

১১৪৬জন ১১৪৬জন

৪১টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ফেইসবুকে সোনেলা ব্লগ