ভেসে যায় আদরের নৌকো
তোমাদের ঘুম ভাঙে কলকাতায়
হ্যালোজেন বৃষ্টিতে
রং লিখে ঘর পাঠায়
ভিকিরিরা স্বপ্ন পায়
তুষারের রাজধানী ধুয়ে যায় জ্যোৎস্নায়
ধুয়ে যায় আদরের পথ-ঘাট
ভেসে যায় আরামের অঞ্চল
রেলিংয়ের ঘুম ঘোরে
টুপ করে কাঁদলো জল
ডানা ভাঙা একলা কাক
পথ ভেসে থাক একলাটি থাক
এ জন্মের রেলগাড়িরা যায়
জলপরী হোক ধুলো হাওয়ায়
হাওয়া কে এসে আঁকে তার ডানায়
এই নরম চুল ধুলোর ফুল
যায় ভেসে যায়
ভেসে যায় আদরের নৌকো
ভেসে যায় সোহাগের সাম্পান
সিগারেট টুকরোরা মুখচোরা শিখছে স্নান
নুড়ি ঘেরা বালির স্তুপ
জোনাকির রূপ বুকে নিয়ে চুপ
———————-
ব্যান্ড – চন্দ্রবিন্দু
এ্যলবাম – চ
৬টি মন্তব্য
জিসান শা ইকরাম
অনেক সুন্দর গান , প্রথম শুনলাম আজ।
শিশির কনা
এটা আর শুনেন নি ?
লীলাবতী
এত ভালো লাগে যা লিখে প্রকাশ করতে পারিনা আমি , জিসান ভাই , শিশির কনা ।
প্রজন্ম ৭১
ধুয়ে যায় আদরের পথ-ঘাট
ভেসে যায় আরামের অঞ্চল
রেলিংয়ের ঘুম ঘোরে
টুপ করে কাঁদলো জল
ডানা ভাঙা একলা কাক
পথ ভেসে থাক একলাটি থাক …………… অসাধারন ।
শিশির কনা
গান কিন্তু শুনবেন ।
লীলাবতী
গানের কথা আর সুরে ভেসে যাই আমি 🙂