প্রিয়তম ছোঁয়া

সালমা আক্তার মনি ১৯ মার্চ ২০১৬, শনিবার, ০৩:৪৮:১১অপরাহ্ন কবিতা ২২ মন্তব্য

শুধু ছুঁয়ে দেখো একবার।
প্রিয়তম ছোঁয়া পাই যদি
চোখের কোনে জমা দু ‘ফোটা জলই
হয়ে যাবে অশ্রু নদী

শুধু ছোঁয়ার অপেক্ষা তোমার,
আমার মনের ভিতর বাড়ি,
কুসুম ফোটার উচ্ছাসে গুন্জ্ঞরিছে।
শুধু ছুঁয়ে দেখো একবার।
প্রিয়তম ছোঁয়া যদি পাই,
সুশোভিত বাগান হবে বুকের চারন ভূমিটাই।

শুধু ছুঁয়ে দেখো একবার।
প্রিয়তম ছোঁয়া যদি দাও
কত অকালের বরফ জমাট,
নষ্ট কষ্টেরা কর্পূর হয়ে মুহুর্তে উধাও

৯১৮জন ৯১৮জন
0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ