শুধু ছুঁয়ে দেখো একবার।
প্রিয়তম ছোঁয়া পাই যদি
চোখের কোনে জমা দু ‘ফোটা জলই
হয়ে যাবে অশ্রু নদী
শুধু ছোঁয়ার অপেক্ষা তোমার,
আমার মনের ভিতর বাড়ি,
কুসুম ফোটার উচ্ছাসে গুন্জ্ঞরিছে।
শুধু ছুঁয়ে দেখো একবার।
প্রিয়তম ছোঁয়া যদি পাই,
সুশোভিত বাগান হবে বুকের চারন ভূমিটাই।
শুধু ছুঁয়ে দেখো একবার।
প্রিয়তম ছোঁয়া যদি দাও
কত অকালের বরফ জমাট,
নষ্ট কষ্টেরা কর্পূর হয়ে মুহুর্তে উধাও
২২টি মন্তব্য
ছাইরাছ হেলাল
কবিতায় ছোঁয়া-ছুঁয়ি মন্দ না,
কর্পূর কিন্তু সব সময় ভাল না।
সালমা আক্তার মনি
হেলাল ভাইয়া কবিতা বোধহয় এখানেই শক্তিমান সবখানে সবকিছুই আনতে পারে। শুভ কামনা
খসড়া
এইবার হাত দাও টেরপাচ্ছ আমার অস্তিত্ব।।
সালমা আক্তার মনি
ওরে বাবা, আপু গুনের কথা! আমারও ভীষন প্রিয়
ব্লগার সজীব
কেউ যদি এমন থাকতো, আহা কতই না খুশি হতো সে। শত হাত বাড়িয়ে ছুঁয়ে দেখতে চাইত 🙂 (y)
সালমা আক্তার মনি
হা হা হা ছেলেছেলেমানুষী ইচ্ছা ভাই, অমন প্রিয়তো শত হাতে দরকার নেই! একজনই যথেষ্ট।
জিসান শা ইকরাম
অত্যন্ত আবেগ দিয়ে লেখা কবিতাটি ভাল লেগেছে খুব।
সালমা আক্তার মনি
ধন্যবাদ ভাইয়া।
ইলিয়াস মাসুদ
এক দিন ভালবাসা শব্দ টি যুক্ত হয়ে যাবে মন্ত্রের সব শব্দের সাথে ……… 🙂
সালমা আক্তার মনি
হুম, তাহলে পৃথিবী অনেক সুন্দর হতো!
শুন্য শুন্যালয়
প্রিয় মানুষের একটু ছোঁয়া অনেক বেশি দামী 🙂
সালমা আক্তার মনি
হুম, নতুন করে বাঁচার মন্ত্র যোগায়
মৌনতা রিতু
কবিতা আমার খুবই খুবই প্রিয়।কিন্তু জান লিখতে পারি না ভালো।কারা কবিতা লেখে জান?যাদের মন খুব বিশাল ,নরম কাঁদার মতো তারা। আমি হয়ত কাঠ খোট্রা মানুষ তাই কবিতা লিখতে পারি না।
জান একা থাকলে কবিতা শোনার মজাই আলাদা।অল্প শব্দে বিশাল ভাবের প্রকাশ।
খুবই সুন্দর হইছে কবিতা।
ভাল থাক।শুভকামনা ও ভালোবাসা রইল।
এমন আরও কবিতা লেখা চাই।অন্তত আমার জন্য।
সালমা আক্তার মনি
আপু এতো সুন্দর লিখেছেন আপনি, আমার কিছু বলার নেই, আমি এর যোগ্যও না। অনেক ভালো রাখা ছড়িয়ে দিলেন।
অরুনি মায়া
আমি একদিন লিখেছিলাম স্পর্শ নিয়ে, আর আজ আপনি লিখলেন ছোঁয়া নিয়ে |
আসলেই প্রিয়তমর একটুখানি ছোঁয়া জীবন বদলে দেয় |
সালমা আক্তার মনি
অরু আপু আপনার টার কাছে আমার টা কিছুই না জানি।
অরুনি মায়া
না না একি বলছেন। আমি কি এমন লিখি। অযথা লজ্জা দিচ্ছেন আপু 🙂
আবু খায়ের আনিছ
স্বপ্ন তৈরি হয় কবিতা পড়ে।
সালমা আক্তার মনি
অনেক ধন্যবাদ আনিছ ভাইয়া।
আবু খায়ের আনিছ
শুভেচ্ছা নিবেন। ভালো থাকবেন সর্বসময়।
মুহাম্মদ আরিফ হোসেইন
শুধু ছোঁয়ার অপেক্ষা তোমার,
আমার মনের ভিতর বাড়ি,
কুসুম ফোটার উচ্ছাসে গুন্জ্ঞরিছে।
শুধু ছুঁয়ে দেখো একবার।
প্রিয়তম ছোঁয়া যদি পাই,
সুশোভিত বাগান হবে বুকের চারন ভূমিটাই।
কবিতা চমৎকার হইছে। 🙂
নীলাঞ্জনা নীলা
ছোঁয়া…
মনে মনে ছুঁয়ে দিলেই তুমি
কোমল আবেগ নুয়ে পড়ে।